ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

kibreay001 -

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২২-০৫-২০২৪)

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। যেহেতু কালকে আমাদের এলাকায় নির্বাচন ছিল তাই আজকে কোচিং ছুটি ছিল। তাই কয়েকদিন ধরে ভাবতেছি কুষ্টিয়াতে যাব মামার বাসায় বেড়াতে। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিয়েছিলাম মামার বাসায় বেড়াতে যাব। সকাল বেলায় ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম বেশকিছু বাজার করেছি মামার বাসায় আসবো বলে। তারপরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিলাম। আসলে বাসের মধ্যে আসার সময় অনেকদিন পর পানি দেখা দিয়েছে বেশ ভালো লেগেছিল। হালকা একটু পানিতে ভিজেও গিয়েছিলাম। এগারোটার দিকে মামার বাসায় এসে পৌঁছে গিয়েছি। বেশ কিছু সময় রেস্ট নেওয়ার পরে নাস্তা খেয়ে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

আপনার প্রথমে উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে সবজি বাজারের কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি। কয়েকদিন আগে বামুন্দি বাজারে গিয়েছিলাম সবজি বাজার করার জন্য সেখান থেকে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। সবজির দাম এখন বর্তমান সময়ে অনেক বেশি। কাঁচা মরিচের দাম বর্তমান সময়ে ১৮০ টাকা কেজি। আধা কেজি কাঁচা মরিচ নিয়েছিলাম। পালং শাক আমার বেশ পছন্দের একটি সবজি। সেখান থেকে অল্প কিছু পালং শাক নিয়েছিলাম। আসলে রুটি দিয়ে পালং শাক ঘন্ট করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সপ্তাহে দুই দিন আমাদের এলাকায় এই বামুন্দির হাট বসে থাকে , সেখান থেকে আমার মূলত বাজার করে থাকি। সব মিলিয়ে সবজি বাজার করতে আমার কাছে বেশ ভালো লাগে।

এবার আপনাদের মাঝে উপরে আমি অনেক সুন্দর ভাবে আরো একটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি এবং মোস্তাফিজ মামা বেশ কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছের চারা কেনার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পেয়েছিলাম। দুজন মিলে অনেক সুন্দর ভাবে মোবাইলে ফটোগ্রাফি ধারণ করা শুরু করেছিলাম। মোস্তাফিজুর মামা যখন অনেক সুন্দর ভাবে পাতাবাহার গাছের ফটোগ্রাফি সংগ্রহ করছিল তখন আমিও বেশ দারুন ভাবে একটি ফটোগ্রাফি সংগ্রহ করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি।

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আবারো আমি অনেক সুন্দর ভাবে দুটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমরা দুজন নার্সারি যখন ঘুরে দেখেছিলাম তখন বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পেয়েছিলাম সেগুলো মোবাইলের ক্যামেরায় ধারণ করেছি। নার্সারির মধ্যে গাধা ফুলের চারা দেওয়া হয়েছিল সেগুলো অনেক সুন্দর হবে সংগ্রহ করার পর আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা আরো এক ধরনের ফুল দেখতে পারছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে, কিন্তু এই ফুলের নাম আমার জানা নেই যদি আপনারা জানেন কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ফুলের নার্সারির মধ্যে আমরা দুজন বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম।

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আবারও একটি জবাব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে এই জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছেও বেশ দারুন লেগেছিল। খয়েরি কালারের জবা ফুলের ফটোগ্রাফি এর আগে আমি কখনো দেখেছিলাম না প্রথমবার নার্সারিতে গিয়েই দেখতে পেয়েছিলাম। আশা করি আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট এর বিবরণ
শ্রেণীকয়েকটি রেনডম ফটোগ্রাফি
ক্যামেরাoppo f21s pro/redmi not 8
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনআড়পাড়া, গাংনী, মেহেরপুর


✨💞আমার নিজের পরিচয়💞✨


আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy

Posted using SteemPro Mobile