$PUSS টোকেন নিয়ে আমার লেখা কিছু কথা
3 comments
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-১২-২০২৪)
Official Website: https://puss.meme/
Official Steemit Account: https://steemit.com/@puss.coin
Official X ($PUSS): https://x.com/pussmemecoin
Official X (PussFi Foundation): https://x.com/PussFi_FNDN
Official YouTube: https://m.youtube.com/@PUSSMEMECOIN
Official Discord: https://discord.gg/jSyZvG32qP
Official Telegram: https://t.me/+ilhuIKrbgCYzZjI1
Official Whitepaper: https://puss.meme/whitepaper.pdf
Official Steemit Community: https://steemit.com/trending/hive-165987
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি $PUSS টোকেন নিয়ে আমার লেখা কিছু কথা । আসলে বেশ কিছুদিন আমি বেশ ব্যস্ত সময় পার করছি। চেষ্টা করছি এর মাঝেও প্রতিনিয়ত নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য। আজকে সকাল বেলায় প্রথমেই ঘুম থেকে উঠে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়ির কাজের জন্য। প্রথমেই বাজারে গিয়েছিলাম বাড়িতে আজকে আত্মীয় আসবে বলে কিছু বাজার করার জন্য। বাজার শেষ করে বাড়িতে এসে সকালবেলায় মাছের পুকুরের খাবার দিতে গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে নাস্তা খেয়ে বেশ কিছু সময় বাইরে একটু ঘোরাঘুরি করেছিলাম। তারপরে দুপুরবেলায় আমাদের বাড়িতে আত্মীয় এসেছে তাদের সাথে খাওয়া-দাওয়া শেষ রুমে এসে বসে গেলাম পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকে আপনাদের মাঝে $PUSS টোকেন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব সেগুলো শেয়ার করা যাক.........
আপনারা সকলে জানেন $PUSS টোকেন আমার বাংলা ব্লগ কমিউনিটির নেটিভ টোকেন। আসলে একটা কমিউনিটিক ভিত্তিক টোকেন মার্কেটে অনেক ফ্যানবেজ থাকে সেই তুলনায় আমাদের $PUSS টোকেনের অনেক ফ্যানবেজ রয়েছে, এটা আপনারা সকলেই দেখতে পারেন। আপনারা সকলেই প্রথম থেকে দেখে আসছেন $PUSS টোকেন যখন প্রথম মার্কেটে নিয়ে আসা হয়েছিল তখন খুবই সীমিত পরিমাণে দাম ছিল। কিন্তু আমরা তখন কেউ সেভাবে গুরুত্ব দেয়নি তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের কাছে খুব বেশি নেই বললেই চলে। যেহেতু $PUSS টোকেনের পুরো দায়িত্ব আমার বাংলা ব্লগ কমিউনিটি কে দেওয়া হয়েছে তাই আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজারদের কাছে কম বেশি $PUSS টোকেন থাকা দরকার। তাই এই বিষয়ে আমাদের সকল ইউজারদের নজর দেওয়া বেশি জরুরী আমি মনে করছি। তাই আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন নিজেদের ইনকাম থেকে কিছু পারসেন্ট প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে $PUSS কয়েন কিনে ধরে রাখার জন্য। আশা করি সামনের দিন সকলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন আগে $PUSS টোকেনের প্রোমোটার হিসাবে বেশ কিছু ইউজারকে নেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজাররা তেমনভাবে টুইটার এবং কয়েন মার্কেট ক্যাপে একটিভ ছিল না। তাই আমার বাংলা ব্লগ থেকে শুধুমাত্র দুইজন ইউজারকে এখানে নেওয়া হয়েছিল। $PUSS টোকেনের প্রোমোটার হিসেবে যখন আমাকে নেয়া হয়েছিল তখন সত্যি বেশ ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লাগার বিষয় ছিল যখন আমার নাম @nusuranur আপু বৃহস্পতিবারের দিন হ্যাংআউট এ সকলের মাঝে ঘোষণা করেছিল তখনই আনন্দে আত্মহারা হয়েছিলাম। আমি চেষ্টা করেছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল কাজ যেভাবে আসুক না কেন সেভাবেই আমি আমার জায়গা থেকে দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য। সেই জায়গা থেকে হয়তো আমি আমার কাজের সামান্য একটু ফলস্বরূপ পুরস্কার পেয়েছি। আশা করি এভাবে সব সময় আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রেখে ব্লগিং ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
প্রথমে উপরে আমি বেশ কিছু $PUSS টোকেনের অফিশিয়াল লিঙ্ক আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা যদি কেউ $PUSS টোকেনের অফিশিয়াল লিংকগুলোতে যুক্ত না থাকেন অবশ্যই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন এবং $PUSS টোকেন সম্পর্কে সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করা হয়ে থাকে প্রতিনিয়ত আপনারা সেখান থেকে সকল আপডেট খবর পাবেন। আসলে আমরা সকলে মিলে যদি $PUSS টোকেনের প্রমোশন কাজে অংশ নিয়ে আমি মনে করি খুব দ্রুত আমরা সফলতায় পৌঁছাতে পারবো। সকলে নিজ নিজ দায়িত্বে $PUSS টোকেন কে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই সকলের ভবিষ্যৎ সুন্দরভাবে রাঙানো সম্ভব। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Comments