আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
গত সপ্তাহে আমাদের টার্গেট ডিসেম্বর সিজন-০৪ শেষ হয়ে গিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টার্গেট ডিসেম্বর সিজন-০৪ শুরু হয়েছিল। যেহেতু ক্রিপ্টো মার্কেট অনেকটাই ডাউন ছিল তাই SBD পেআউট বলা চলে পুরোটা বছরই বন্ধ ছিল যার কারণে অনেকেই তাদের টার্গেটে পৌঁছাতে পারেনি। আমি প্রথমত ছয় হাজার স্টিম পার পাওয়ার তৈরি করার টার্গেট নিয়েছিলাম। প্রথম টার্গেট ছিল যদি নিয়মিত এসবিডি চালু না থাকে তাহলে ৬০০০ স্টিম পাওয়ার তৈরি করব আর যদি পুরোপুরি সময় এসবিডি চালু থাকে তাহলে দ্বিতীয় ডলফিন অর্জন করব অর্থাৎ দশ হাজার স্টিম পাওয়ার তৈরি করব। সবাই জানি এ বছরের প্রায় পুরোটা সময় এসবিডি বন্ধ ছিল মাঝে কিছুদিনের জন্য sbd চালু ছিল।
কমিউনিটিতে যারা নিয়মিত কাজ করি তারাই একটি বিষয় সম্পর্কে অবগত আছি। নিজের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই এজন্যই এই প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে প্রতিটা ইউজারের মাঝে পাওয়ার বৃদ্ধির প্রতি আলাদা একটা মনোবল সৃষ্টি করা হতো। সবাই নিজেদের সাধ্য অনুযায়ী পাওয়ার বৃদ্ধি করত আর যারা নিয়ম মেনে সর্বোচ্চ পরিসরে পাওয়ার বৃদ্ধি করত সপ্তাহ শেষে তাদেরকে নির্দিষ্ট স্থান অনুযায়ী পুরস্কৃত করা হতো। আমাদের সবার পরিচিত এডমিন @rex-sumon ভাই এই প্রতিযোগিতার আয়োজন করত আর তিনি আমাদের প্রতিযোগিতার পুরস্কার প্রদান করতেন। পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করে যদি কিছুটা পুরস্কার অর্জন করা যায় সেটা তো আর মন্দ হয় না।
এই মাসের দ্বিতীয় সপ্তাহে পাওয়ার বৃদ্ধির রেজাল্ট প্রকাশের মাধ্যমে সেই প্রতিযোগিতার শেষ হয়। এই প্রতিযোগিতায় আমি আমার প্রথম টার্গেট পূরণ করেছি অর্থাৎ আমার প্রথম টার্গেট ছিল ৬ হাজার স্টিম পাওয়ার তৈরি করা। যেহেতু দুইটি টার্গেট নিয়েছিলাম, প্রথম টার্গেট পূরণ হওয়ার পরে পরবর্তী টার্গেট নিয়ে এগিয়ে যাব যেহেতু পুরোটা বছর এসবিডি বন্ধ ছিল তাই বড় টার্গেট পূরণ করতে পারিনি। তবে সেদিন সুমন ভাই বলেছিলেন টার্গেট ডিসেম্বর শেষ হওয়ার পরবর্তী সময়ে কতটুকু পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি সে সম্পর্কে ছোট পরিসরে একটা পোস্ট শেয়ার করতে তাই আজকের এই পোস্ট শেয়ার করছি। আমি টার্গেট ডিসেম্বর সিজন চারে সর্বোপরিষারে ৪০০০ এর অধিক স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। হয়তো পুরোটা সময় এসবিডি চালু থাকলে এর দ্বিগুণ পরিসরে পাওয়ার বৃদ্ধি করতে পারতাম।
বর্তমানে আমার সর্বমোট স্টিম পাওয়ার ৬৯০০+ আশা করি ২০২৫ সালের শুরু থেকে পুরোপুরি এসবিডি পাব এবং সাপ্তাহিক বড়পরিসরে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে দ্রুত এগিয়ে যেতে পারবো। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে টার্গেট ডিসেম্বর সিজন ৫ শুরু হতে যাচ্ছে। সিজন-০৫ আমি অনেক বড় একটা টার্গেট নিতে চাচ্ছি অর্থাৎ পুরোটা সময় যদি এসবিডি পাই তাহলে প্রতিমাসে এক হাজারের অধিক স্টিম পাওয়ার বৃদ্ধি করা সম্ভব যেটা বছর শেষে ১০ হাজারের অধিক স্টিম পাওয়ার তৈরি করতে সাহায্য করবে সর্বোপরি যখন সিজন ৫ শেষ হবে তখন আমি প্রায় ২০ হাজার স্টিম পাওয়ারের মালিক হব।
সবশেষে বলতে চাই টার্গেট ডিসেম্বর সিজন-০৪ শেষ করেছি সেখানে আমি আমার প্রথম যে টার্গেট নির্ধারণ করেছিলাম সেটা পরিপূর্ণ করতে পেরেছি আর এই সিজনে সবমিলিয়ে আমি চার হাজারের অধিক স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। এই পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা চলমান থাকবে এবং নিজের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কেননা পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই আপনি যত পাওয়ার বৃদ্ধি করবেন আপনার সক্ষমতা ততই বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবেই আমি এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদী কাজ করতে চাই তাই দীর্ঘমেয়াদী কাজ করার ক্ষেত্রে নিজের পাওয়ার বৃদ্ধির দিকটা গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করা উচিত। কমিউনিটিতে কাজ করার পাশাপাশি যতটুকু ইনকাম করব তার অর্ধেকটা পাওয়ার বৃদ্ধি করব। সুযোগ পেলে অর্ধেকের বেশিও পাওয়ার বৃদ্ধি করে নিজের একটি শক্তিশালী বেইজ তৈরি করতে চাই। সবাই দোয়া করবেন যেন আমি আমার পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে পারি।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |