Better Life With Steemit | The Diary Game | 27 th November 2023

karobiamin71 -

Hello,
Everyone,

সবাইকে একগুচ্ছ লাল গোলাপের 🌹🌹🌹 শুভেচ্ছা দিয়ে শুরু করছি, আপনারা জেনে থাকবেন, ৩০ তারিখ হইতে আমার পরীক্ষা শুরু হইবে তাই, আমি এডমিট কার্ড আনতে কলেজে গিয়েছিলাম। তাছাড়া, আজ সারাদিন কি কি করেছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভাল লাগবে তো চলুন শুরু করা যাক।

সকাল বেলা :

চারদিকে কুয়াশায় মোড়ানো, প্রচন্ড ঠান্ডা তবুও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে কিছুক্ষণ বই পড়ি। এরপরে মেয়ের জন্য নাস্তা তৈরি করি, আজ মেয়েকে সুজির হালুয়া তৈরি করে দিয়ে ছিলাম সকালে খাওয়ার জন্য। অন্যদিকে আমার শাশুড়ি আম্মা সকালে ও দুপুরের রান্না করতে ছিল, মেয়ে খাওয়ানো শেষে আমি গোসল করে আসলাম। কারণ, আমি আজ কলেজে যাব এডমিট কার্ড আনার জন্য। শাশুড়ি আম্মার রান্না পুরোপুরি হয়নি, যা হয়েছে তাই দিয়েই খেয়ে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য।

মধ্য দুপুর:

প্রায় 11:30 টা বাজে, রেডি হয়ে বাসা থেকে বেরিয়েছি। এবং দাঁড়িয়ে আছি বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। বান্ধবী আসার পরে আমরা দুজন হাটতে ছিলাম, ও বাস স্ট্যান্ডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসার পরে আমরা দুজন উঠে পড়ি এবং কলেজের সামনে গিয়ে নেমে পড়েছি। কলেজে ঢুকে আমি আমার কিছু বান্ধবীদের সাথে কিছু কথা বলে নেই। তারপরে সোজা অফিস রুমে চলে যাই , এবং গিয়ে দেখি বড় লম্বা লাইন আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি এডমিট কার্ডটি নেয়ার জন্য। এডমিট কার্ড নেওয়ার শেষে আমি বাড়ির আসার উদ্দেশ্যে রওনা করি। এবং কিছুক্ষণের ভিতর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি।


দুপুর বেলা :

দুপুর বেলা বাসায় এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম,এরপর দেখলাম মেয়ে কে আমার শাশুড়ি আম্মা দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আজ আম্মা দুপুরে মুরগির মাংস সাথে আলু ভাজি ও বেগুন ভর্তা করেছিল, তাই দিয়ে আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করতে ছিলাম, সেই সাথে কমিউনিটির কিছু পোস্টের নিচে কমেন্ট করতে ছিলাম,ও সকাল থেকে এই পর্যন্ত যা কিছু করেছি তাই পোস্ট আকারে লিখতে ছিলাম।

বিকেল বেলা:

মেয়ে ঘুম থেকে উঠেছে তাই, ওকে এই বিস্কুট খেতে দিলাম। এরপরে, আমার একটা বান্ধবী ফোন দিয়ে ছিলো তাই ওর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম পরীক্ষার বিষয়ে, তাছাড়া আমাদের পরীক্ষার জন্য সেন্টার পড়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে, সেখানে যেতে আমাদের বাসা থেকে বেশ খানিক টা সময় লাগে, তাই আমরা কয়েক জন মিলে একটা অটো গাড়ি ঠিক করার কথা বলছিলাম। এবং কথা বলা শেষে গাড়িটা আমরা ঠিক করতে পেরেছি। প্রতিদিন আমার বাসার সামনে থেকে, পরীক্ষার হল পর্যন্ত যেতে এবং আসতে আমার ১১০ টাকা খরচ হবে। এসব নিয়ে আলোচনা করতে করতে বিকাল টা কেটে গিয়েছে।

সন্ধ্যা ও রাতের বেলা:

দুই থেকে, তিন দিন হয়ে গিয়েছে, চা খাওয়া হয় না। তাই মনে হল আজ একটু সন্ধ্যায় চা খাই, তাই সবার জন্য চা নাস্তা তৈরি করলাম। এরপরে মাগরিবের নামাজ আদায় করে পড়তে বসলাম। বেশ কিছুক্ষণ বই পড়ার পরে মনে হল খুব ক্ষুদা লেগেছে, এরপরে রাতের খাবার খেয়ে নিলাম। মেয়ে কে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবং আমি আবার পড়তে বসছি। বেশি ঘুম আসছিল তাই ঘুমাতেও চলে গিয়েছি কিন্তুু,যখন এই বালিশে মাথা নিতে গিয়েছিলাম, তখনই মনে পড়েছে আজকের পোস্ট টা করতে বাকি পড়ে গেছে তাই, আবার উঠে এসে পোস্টটি সম্পূর্ণ করার জন্য। পোস্ট করা শেষে ঘুমিয়ে ইনশাআল্লাহ।

I am Bangladeshi. My name is Karobi Amin, I am a housewife, and a second-year honors student of the Bengali department. That's why I prefer to speak and write in Bengali, today I tried to share with you my daily diary game, I hope you like it. Thank you all very much.


"আমার এই পোস্ট টা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ"