🌻আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @kalidsyfulla, আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবারই অনেক ভালো লাগবে।এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন।আর আপনাদের সুন্দর মতামত প্রদান করবেন।{ধন্যবাদ } 🌻
🌻 প্রিয় বন্ধুরা, আজ ঘুম থেকে উঠে পাক পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করি। তারপর আবার কিছু সময় বিছানায় শুয়ে থাকি। আমি গতকাল রাতে আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসছিলাম। সকালে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাব।আমার স্ত্রী বেশ কিছুদিন এখানেই থাকবে। তাই আমার মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আশা পড়বে। আমার স্ত্রী অসুস্থ তাই সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। 🌻
🌻বন্ধুরা, বিছানা থেকে উঠে ব্রাশ করি।তারপর গোসল করে খাবার খেতে বসি।বাড়িতে পৌছে মসজিদে গিয়ে যোহরের আযান দিতে হবে সেজন্য তাড়াহুড়া করেই খেতে বসি।শ্বশুর বাড়ি আসলে, শাশুড়ি থাকলে জামাইদের একটু আদর যত্ন বেশি করে। আজ শাশুড়ি রান্না করেছিল বড় রুই মাছ ভুনা, রুই মাছ আলু ও করলা দিয়ে রান্না আর ডালের বড়া ভাজি। রাতে খাসির মাংস ছিল। খাওয়া শুরু করার পর ছবিগুলো তুলি। তারপর খাওয়া শেষ করে গুছিয়ে বাড়ির দিকে রওনা হই।🌻
🌻শ্বশুরবাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় আসি।রাস্তায় ভ্যান না পেয়ে হাটা শুরু করি। বেশ কিছু দূর যাওয়ার পর একটা ভ্যান পাই। ভ্যানে করে কোটচাঁদপুর বাজার আসি।বলুহর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে কালিগঞ্জ আসি। কোট চাঁদপুর থেকে কালীগঞ্জের ভাড়া ৩০ টাকা। 🌻
🌻কালিগঞ্জ বাজার থেকে কালাকোলা লাটা স্টান এসে কালার বাজারের গাড়িতে উঠি।কালার বাজার পৌঁছানোর পর। গাড়ির পেতে দেরি হচ্ছিল, তাই অটো ভ্যানে উঠে সিংড়া বাজার আসি।বাড়ি গিয়ে জোহরের আযান দিতে হবে তাই দ্রুত আসার চেষ্টা করি। তারপর আড়পাড়া বাজার এসে দেখি সময় কম, যেয়ে আজান দিতে পারব না । তাই একজনকে ফোন দিয়ে দিলাম আযান দেওয়ার জন্য। তারপর মসজিদে এসে জোহরের নামাজ পড়ায়।🌻
🌻জোহরের নামাজ আদায় করে বাড়ি গিয়ে দুপুরের খাবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আসরের নামাজের জন্য মসজিদে আসি। আসরের আযান দিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষ করে চৌরাস্তা মোড়ে এসে বসি।মোশারফ হোসেন মৃধা ভাই ও শামীম চাচা তাদের সাথে বসে গল্প করি। তারপর মোবাইলে ফেসবুক দেখি।এবং এস্টিমিটের বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখি । মাগরিবের নামাজের সময় হয়ে আসলে মসজিদে চলে যায় মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজ আদায় করার পর। আজ দুইজন নতুন ছাত্রদের কুরআন শিক্ষা ক্লাস করায় এশা পর্যন্ত। এশার নামাজের সময় হলে আজান দিয়ে এশার নামাজ আদায় করি।নামাজ শেষ করে মসজিদের জানালা দরজা বন্ধ করে তালা দিয়ে বাড়ির দিকে চলে আসি। 🌻
🌻প্রিয় বন্ধুরা,সকলের সার্বিক মঙ্গল কামনা করে ব্লগটি আজ এখানেই শেষ করছি। পোস্টটি পড়ার জন্য সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।🌻