হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কিছুটা টেনশন ফ্রি হওয়ার অনুভূতি শেয়ার করবো।
এ পৃথিবীতে মানুষ আসার আগে মহান সৃষ্টিকর্তা তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। মানুষকে শুধু তার সেই রিযিক খুঁজে বের করতে হয়। সৃষ্টিকর্তা সবকিছু আগেই রেডি করে রেখেছেন, বিভিন্ন উসিলার মাধ্যমে আমরা সেগুলো গ্রহণ করে থাকি। মানুষ বিভিন্ন ভাবে তাদের নির্ধারিত সেই রিজিক পেয়ে থাকে। কেউ ব্যবসার মাধ্যমে, কেউ চাকরির মাধ্যমে, কেউ উৎপাদনের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। তবে যে কোন একটা মাধ্যম আমাদের দরকার হয়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া-দাওয়া ওষুধপত্র বিভিন্ন জিনিসের দরকার পড়ে। এগুলো আকাশ থেকে পতিত হয় না। এগুলো আমাদের বিনিময় করে সংগ্রহ করতে হয়। আর বিনিময় করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। এই অর্থ আবার কয়েকভাবে উপার্জন করা যায়। অর্থাৎ সবকিছুই বিনিময়ের মধ্যে পড়ে। যাই হোক এবার মূল কথায় আসি,
কিছুদিন আগে আপনাদের সাথে একটি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম যে, হঠাৎ করে চাকরি জীবনে বড় একটি ধাক্কা খেলাম। অর্থাৎ কোন একটি কারণে দীর্ঘদিন ধরে করে আসা চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলাম। কারণটা যদিও নগণ্য তবে ম্যানেজমেন্ট এটাকে খুবই বড় আকারে দেখার চেষ্টা করেছে। গত ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত মোট সাতদিন আমি সাসপেন্ডে ছিলাম। সাত দিন আমি বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করেছিলাম। চাকরির বিকল্প হিসাবে অনেক কিছু চিন্তাভাবনাও করেছিলাম। আসলে চাকরিটা হলো একটি জেলখানায় বন্দি থাকার মত। পরাধীন জীবনযাপন করা। যেখানে নিজের কোন স্বাধীনতা থাকে না। তারপরও আমরা জীবিকার তাগিদে সেই পরাধীনতাকে আলিঙ্গন করে থাকি।
সব থেকে স্বাধীন ও সুন্দর পেশা হলো বিজনেস। সেটা যেকোনো ধরনের হালাল বিজনেস হতে পারে। ছোটখাটো একটি ব্যবসা বড় ধরনের চাকরি থেকে উত্তম। কারণ বিজনেসের মধ্যে স্বাধীনতা পাওয়া যায়, ব্যবসার মধ্যে সৃষ্টিকর্তার রহমত থাকে। যখন ইচ্ছা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া যায়, আবার যখন ইচ্ছা আসা যায়। যাকে বলা হয় শতভাগ স্বাধীন পেশা। আমি চাকরির বিকল্প হিসেবে বিজনেসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। ভবিষ্যতে ছোটখাটো হলেও একটি বিজনেস দেওয়ার ইচ্ছা আছে।
তো গত শুক্রবারে রাতের বেলা, হঠাৎ আমাদের ম্যানেজার স্যার আমাকে ফোন করে শনিবারে অফিসে যেতে বললেন। এ খবরটা পেয়ে আমি কিছুটা হলেও স্বস্তি পেলাম। অনেকটা টেনশনমুক্ত হলাম। কারন কোন প্রস্তুতি ছাড়া হঠাৎ করে কোন বিজনেস দাঁড় করানো অথবা নতুন চাকরি খুঁজে বের করা একটি কঠিন ব্যাপার। যার ফলে মোটামুটি অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম। অবশেষে সৃষ্টিকর্তার নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাকে অনেকটা টেনশন ফ্রি করে দিলেন। শনিবারের সকাল-সকালই অফিসে গিয়েছিলাম। আমার কলিগরা আমাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। কারণ আমরা দেখেছি অনেক কলিগদের ক্ষেত্রে সাময়িক সাসপেন্ড, চিরস্থায়ী সাসপেন্ড হয়ে গেছে। সেজন্য কিছুটা টেনশনের মধ্যেই ছিলাম।
গতকাল অফিস থেকে সাময়িক সাসপেন্ড উঠিয়ে পুনরায় চাকরিতে বহাল রেখে নোটিস দিয়েছে। তবে অর্থনৈতিকভাবে কিছুটা শাস্তি দিয়েছে। বড় ধরনের একটি এমাউন্ট সেলারি থেকে কাটা যাবে। যাই হোক এটা কোন ব্যাপার না। পুনরায় চাকরিতে জয়েন দেওয়ার ফলে, কলিগরা অনেক খুশি হয়েছে। আমার জীবনের এই ধাক্কার মাধ্যমে আমি অনেক কিছু শিক্ষার্জন করেছি। হয়তো এই ধাক্কাটা না খেলে শিক্ষাগুলো অর্জন হতো না। এই শিক্ষাগুলো ভবিষ্যত জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ। গত দুই তিন দিন যাবত কাজ করতেছি। অফিসে কাজের খুবই চাপ। সকাল ৯ঃ০০ টার সময় অফিসে গেলে বাসায় ফিরতে ফিরতে রাত ৯ টা বেজে যায়। যাই হোক আশা করি এই চাপ বেশি দিন থাকবে না। সব সমস্যা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো,ইনশাআল্লাহ।।
বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server