My Halloween 24 || Halloween special drawing by me
6 comments
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে আমি প্রথমবার এই প্লাটফর্মে কোন একটা কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি। আমার দিদি যখন আমাকে জানালো যে একটা ভুতুড়ে কনসেপ্ট আছে। আমি তখনই খুব এক্সাইটেড হয়ে গেলাম। কারন আমার ভুতুড়ে ব্যাপারটা খুব ভালো লাগে।
আমি শুনেছি বিদেশে হ্যালোইন পালিত হয় । কিন্তু হ্যালোইন কি তা আমি জানিনা। আমার এই বিষয়ে খুব জানার আগ্রহ আছে। যদি আমি বাইরের দেশে থাকতাম, তাহলে আমিও বাকি সকলের সাথে এই হ্যালোইন দিনটি সেলিব্রেট করতে পারতাম। হয়তো আমি ভূত সাজতাম। যেমন করে মাঝেমধ্যেই আমি সাদা চাদর মাথায় মুড়ি দিয়ে ভূত সাজি। হ্যালোইন কিতা না জানতে পারলেও, হ্যালোইন উপলক্ষে এই কনটেস্ট আয়োজন করা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। তাই আমি ভাবলাম যে এমন কিছু একটা ছবি আঁকব যেটা ভূত জাতীয় হবে। এরকম একটা ভুতুড়ে দিন যদি আমাদের দেশেও সেলিব্রেট করা হতো, তাহলে আমি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াতাম। আর সব থেকে বেশি আমার বাবা আর দিদি হয়তো ভয় পেত।
আমি আজকে আঁকতে চলেছি pennywise কে। এই ক্যারেক্টারটা একটা ক্রিমিনাল ক্যারেক্ট। সাথে একটা ভূত। এ যদি সামনে বাচ্চা পায় তাকে কিডন্যাপ করে আর ,তার কোন সিক্রেট জায়গাই পুরো হাত-পা সব খেয়ে নেয়। এই সিনেমাটা ২০০১ এ শুরু হয়েছিল ।এর অনেক ভার্সন আছে। আমি যেটা এঁকেছি সেটা হলো নতুন ভার্সনটা। আমি যদিও এই সিনেমাটা দেখিনি ।কিন্তু এর সম্পর্কে কিছুটা জানি ।কারণ আমি এর শর্ট ভিডিও গুলো দেখেছি। সেইখান থেকেই আমার এই ছবি আকার ইচ্ছা জাগলো।
লিংক
আমি ছবিটি আঁকার সময় ভিডিও করেছি, এবং ভিডিওটি আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবে পোস্ট করেছি। এবার আমি পরপর ধাপে ধাপে ছবির মাধ্যমে আমার আঁকার প্রসেস গুলো দেখাবো।
প্রথম ধাপ
প্রথমেই আমি মুখের আউটলাইনটা আঁকা শুরু করলাম। সাথে চোখ এবং দাঁতের জায়গাগুলো একে নিলাম।
দ্বিতীয় ধাপ
দাঁতের জায়গা গুলো আরও ডিটেইলিং করলাম।
তৃতীয় ধাপ
পেন্সিল দিয়ে সমস্ত কিছু আঁকা হয়ে যাওয়ার পর জামা এবং চুলের জায়গাটা একে নিলাম।
চতুর্থ ধাপ
প্রথমেই চোখটা রং করে নিচ্ছি। হলুদ রঙের ব্রাশ পেন ব্যবহার করে, সাথে কমলা রঙের স্কেচ পেন ব্যবহার করেছি।
পঞ্চম ধাপ
কালো কালির পেনের সাহায্যে ভ্রু জায়গা করে নিচ্ছি।
ষষ্ঠ ধাপ
দাঁতের জায়গা গুলো পেন্সিল এবং কালো কালি দিয়ে করে নেওয়ার পর ,মুখ দিয়ে রক্ত পড়ছে সেটা দেখাতে লাল রং ব্যবহার করেছি।
সপ্তম ধাপ
এই ধাপে চুলের রংটা বাদামি স্কেচপেন দিয়ে করে নিচ্ছি।
ফাইনাল
এভাবেই একটা ভয়ানক ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হ্যালোইন এর টপিক মাথায় আসতেই এই ক্যারেক্টারটির কথা মনে হয়েছে বলে, এটাকেই এঁকেছি।
Comments