আর্ট পোস্ট : // একটি পাতার ম্যান্ডেলা আর্ট //

jerin-tasnim -
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার খুব ভালো লাগে। আজকে খুবই সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট করেছি। আশা করি এই আর্টটি আপনাদের ভালো লাগবে। একটি হার্ট শেপ আকৃতির পাতার ম্যান্ডেলা আর্ট করেছি।পাতাটি হার্ট শেপ আকৃতির হওয়ায় দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এবং ক্ষুদ্র ক্ষুদ্র নকশা করায় আর্টটি দেখতে আরও চমৎকার হয়েছে।এভাবে ম্যান্ডেলা আর্টগুলো করতে বেশ অনেক সময় ও ধৈর্য প্রয়োজন।পাতার মধ্যে বিভিন্ন ধরণের নকশা করতে আমার খুব ভালো লাগছিল।সাদা কগজের উপর কালো রঙের কলম দিয়ে ম্যান্ডেলা আর্ট করলে সেগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।তাই আমি বেশিরভাগ সময়ই এইভাবে ম্যান্ডেলা আর্ট করে থাকি।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করলাম।

একটি পাতার ম্যান্ডেলা আর্ট

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.জেল কলম

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে পাতার মাঝের শিরা এঁকে নিব।শিরাটি নিচের দিকে একটু চওড়া হবে আর উপরের দিকে সরু হবে।

✍️ধাপ-২:✍️

এরপর শিরার উপরের দিকে হার্ট শেপ অঙ্কন করে নিব।হার্ট শেপের পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে।

✍️ধাপ-৩:✍️

এখন পাতার মধ্যে সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে থাকবো।প্রথমে এক পাশে বিভিন্ন ফুল,পাতার নিঁখুত নকশা অঙ্কন করবো।এই ধরণের নকশাগুলো দেখতে আমার খুব ভালো লাগে।

✍️ধাপ-৪:✍️

পাতার এক পাশে ম্যান্ডেলা আর্ট করা হয়ে গেলে অন্যপাশেও একইভাবে ফুল,পাতা ও বিভিন্ন দাগ দেওয়ার মাধ্যমে নকশা এঁকে নিব।

✍️ধাপ-৫:✍️

পাতার ম্যান্ডেলা আর্ট শেষ হলে নিচে আমার সিগনেচার করে নিব।

✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট কমপ্লিট করলাম।আর্টটি দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল।

✍️ফাইনাল আউটপুট:✍️

আমার অঙ্কন করা পাতার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অঙ্কনের প্রতি উৎসাহ প্রদান করে।আজকের মতো এখানেই শেষ করছি।আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।