মাধবীলতা ফুলের ভিডিওগ্রাফি

jannatul01 -


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি নিজের বাড়ির মাধবীলতা গাছের সুন্দর একটি ভিডিও। যেখানে সারা গাছব্যাপী অনেক ফুল ফুটে রয়েছে। তাহলে ভিডিওটা প্লে করি এবং মাধবীলতা ফুল এর সৌন্দর্য উপভোগ করি।

Photography device: Huawei P30 Pro-40mp



ভিডিওগ্রাফি


ফুল ভালোবাসাটা এমন মানুষ খুব কম রয়েছে। আমরা সবাই কমবেশি ফুল পছন্দ করে থাকি। আর আমাদের চারিপাশে লক্ষ্য করলে দেখতে পারি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটে রয়েছে। আমরা অনেকে শখের বসে বাড়িতে ফুলের গাছ লাগিয়ে থাকি। ঠিক তেমনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের বাড়িতে থাকা মাধবীলতা গাছের সুন্দর ফুলের ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। নিজের কাছে বেশি ভালো লাগার নিজেদের বাড়িতে ফুলগাছটা থাকায়। তবে মাঝেমধ্যে বন জঙ্গলে ছেয়ে যায় চারপাশে। তবুও তার মধ্য থেকে যখন ফুল গাছে পশুর পরিমাণ ফুল ফুটে থাকে তখন দেখতে খুব ভালো লাগে। আমরা শখের বসে বাড়িতে বিভিন্ন রকম ফুল গাছ লাগাই তবে তার মধ্যে মাধবীলতা অন্যতম। একই থোকায় অনেক বেশি ফুল ফোটে আর সারা গাছ জুড়ে অনেক অনেক ফুল ফোটে এই জন্যই আমরা এই ফুলটাকে বেশি পছন্দ করি। এই ফুলটা পছন্দ করার পেছনে আরো বেশ কারণ রয়েছে তা হচ্ছে সবুজ পাতার মাঝে গোলাপি কালারের ফুল।

Photography device:Huawei P30 Pro-40mp


প্রত্যেকটা ফুলের নিজ নিজ সৌন্দর্য রয়েছে। একদিকে কালার ভেজে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনি ফুলের আকার আকৃতিতে সৌন্দর্য বৃদ্ধি পায়। মাধবীলতা ফুলগুলো দেখতে খুবই ছোট ছোট হয়ে থাকে। তবুও এমন সুন্দর ভাবে সেজে ওঠে ফুলের গাছ যেন চোখ জুড়িয়ে যায়। আমি যখন খেয়াল করে দেখি মাধবীলতা ফুলগাছের প্রস্তুত পরিমাণ ফুল ফুটেছে তখন বারবার গাছের দিকে দৃষ্টি রাখি। ভুল মানুষকে কাছে টানে। যখন কোন গাছের বেশি বেশি ফুল ফোটে থাকে আর সে ফুল দেখে ভালো লাগে তখন কিন্তু ইচ্ছে করে ফুলের গাছের পাশে যায় নিজের ছবি তুলে বা ভিডিও ধারণ করে। স্থির সেভাবেই আমাদের বাড়িতে থাকা বেশ কয়েকটা মাধবীলতা গাছের মধ্যে একটা গাছে যখন ফুল ধরে তখন আমরা এই গাছ থেকে ফটো ধারণ করে থাকি। কিছুটা বন জঙ্গল গাছের চারিপাশে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে গাছটা যেন একটু সাইডে পড়ে গেছে। তবুও যখন গাছে এমন সুন্দরভাবে ফুল ফুটে থাকতে দেখি তখন অনেক ভালো লাগে। ফুলগুলো যেন নিজেকেই ডেকে নিয়ে যায়।

Loading iframe

Video source

Videography device: Huawei P30 Pro-40mp


যে সময় ফুল গাছে হালকা বাতাস লেগে ফুলগুলো তুলতে থাকে, তখন এর সৌন্দর্য যেন আরো বেশি শোভা পায়। বাতাসের তালে তালে ফুলগুলো দুলতে থাকে। এছাড়াও ভালো লাগে, মাধবীলতা ফুলের বুকে বিভিন্ন রকমের কীটপতঙ্গ উড়ে আসতে দেখে। আমি তো খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় প্রজাপতি লেগে রয়েছে ফুলের বুকে। প্রজাতির মত অন্যান্য কীটপতঙ্গ ফুলের উপর বসে রয়েছে। আর এই সমস্ত জিনিস দেখতে হবে ভালো লাগে। যখন আমি এই ফুলের ভিড়ে ধারণ করেছিলাম এবং সঠিক ধারণ করেছিলাম তখন চারিপাশে লক্ষ্য করে দেখেছিলাম শুধু ঘন বন জঙ্গল। আর এই সমস্ত বন জঙ্গলের মধ্য দিয়ে একটি স্থানে এমন ফুল ফুটে রয়েছে। যেন তারই পাশে সমস্ত বন জঙ্গলকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই ফুল। তবে এবার শীতে ইচ্ছে রয়েছে বাড়ির গেট সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুল গাছ কিনে আনব এবং ফুলে ফুলে ভরিয়ে তুলবো বাড়ির চারিপাশ। আপনারা যার ফুল পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে ফুল গাছ লাগানোর জন্য। কারণ ফুলগাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে।

Photography device: Huawei P30 Pro-40mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওমাধবীলতা ফুলের ভিডিও
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
youtube চ্যানেল@Raj-pakhi
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।