আমার লেখা বিভিন্ন অনুভূতির অনু কবিতা

jannatul01 -


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করি।

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

সোনালী দিনের সূর্য যেন হাতছানি দিয়ে যায়

আবার এনেছি শীতের সকাল বাংলার কলিজায়।

মেতে উঠেছে সোনার রবি কুয়াশা ভেদ করে
একফালি আলো দিয়ে যায় আমার ছোট্ট ঘরে।

যখন শীতে গরম চাদর খুঁজেই হই বিভোর
সূর্য মামা ডেকে বলে চিন্তা কিরে তোর।


দুই নম্বর অনু কবিতা

আমায় রেখ না মনে

ভালো থেকো প্রতিটা খনে

মনে পড়লে আমায়
থেকো আনমনে।

কষ্ট হতে পারে থাকলে নির্জনে
একা থেকো না ঘরের কোণে।

হাসি আনন্দে মেতো
তোমার প্রতিটা ক্ষণে।


তিন নম্বর অনু কবিতা

ভালোবাসার রঙে রঙে রাঙাবো ভুবন

তুমি আমার আমি তোমার চির আপনজন।

হাতটি ধরেছি যখনই তোমার বুঝে নাও এই মন
মরণ এলেও ছাড়বো না থাকব সারা জীবন।


তিন নম্বর অনু কবিতা

দিনের পর দিন চলে যায়

চলে যায় প্রতিটা রাত।

ধরেছি অনেক শক্ত বাঁধনে
তোমার দুটি হাত।

ফিরে আসে না ফেলে আসা দিন
স্মৃতির পাতায় হয়ে ওঠে রঙিন।

তবুও ভাবি জীবনগাড়িকে
এভাবেই ফুরিয়ে যাবে দিন।



কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।



কবিতা লেখার অনুভূতি:


মনে যখন যেমন অনুভূতি এসেছে তখন তেমন কবিতা লিখেছি। একদিকে শীতকাল আসার আবির্ভাবে শীতের কবিতা। আরেক দিকে ভালোবাসার অনুভবের ভালোলাগার কবিতা। আবার খেয়াল করে দেখলাম ফেসবুকে বেশ প্রেম বিরহের কয়েকটা পোস্ট। সেই পোস্ট মনের মধ্যে নিয়ে একটু বিরহের কবিতা। আর এভাবে সুন্দর কয়েকটা কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছি তবে নিজের মতো করে লেখার চেষ্টা করেছি আমি।


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।