আবার এনেছি শীতের সকাল বাংলার কলিজায়।
মেতে উঠেছে সোনার রবি কুয়াশা ভেদ করে
একফালি আলো দিয়ে যায় আমার ছোট্ট ঘরে।
যখন শীতে গরম চাদর খুঁজেই হই বিভোর
সূর্য মামা ডেকে বলে চিন্তা কিরে তোর।
ভালো থেকো প্রতিটা খনে
মনে পড়লে আমায়
থেকো আনমনে।
কষ্ট হতে পারে থাকলে নির্জনে
একা থেকো না ঘরের কোণে।
হাসি আনন্দে মেতো
তোমার প্রতিটা ক্ষণে।
তুমি আমার আমি তোমার চির আপনজন।
হাতটি ধরেছি যখনই তোমার বুঝে নাও এই মন
মরণ এলেও ছাড়বো না থাকব সারা জীবন।
চলে যায় প্রতিটা রাত।
ধরেছি অনেক শক্ত বাঁধনে
তোমার দুটি হাত।
ফিরে আসে না ফেলে আসা দিন
স্মৃতির পাতায় হয়ে ওঠে রঙিন।
তবুও ভাবি জীবনগাড়িকে
এভাবেই ফুরিয়ে যাবে দিন।