New to Nutbox?

সবজির সমন্বয়ে মাছের সুস্বাদু রেসিপি

18 comments

jannatul01
58
18 days agoSteemit5 min read


আসসালামু আলাইকুম


আজ - বুধবার

১১ বৈশাখ,১৪৩১ বঙ্গাব্দ

২৪ এপ্রিল,২০২৪ খ্রিষ্টাব্দ

কেমন আছেন বন্ধুরা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলের। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। মহান সৃষ্টিকর্তার নাম মুখে রেখে উপস্থিত হলাম আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য, আশা করি আমার এই রান্নার উপস্থাপনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই পোস্টের মধ্য থেকে জানতে পারবেন আমি কিভাবে রান্নার কাজ সম্পন্ন করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে, রান্নার কার্যক্রম শুরু করি।


IMG_20240419_175529_849.jpg

photography device: Infinix Hot 11s


ব্যবহারিত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.মাছের খন্ড৬ পিস
২.পেঁয়াজ কুচি২ পিস
৩.রসুন কুচি১ পিস
৪.কাঁচা মরিচ১০ পিস
৫.সয়াবিন তেল৭৫ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াআধা চা চামচ
৮.হলুদের গুঁড়াহাফ চা চামচ
৯.ধনিয়া গুড়াপরিমাণ মতো
১০.পানিপরিমাণ মতো
১১.লাউএর ফালি১ পিস এর
১২.আলুহাফ কেজি


IMG_20240419_172356_293.jpgIMG_20240419_162338_089.jpg
IMG_20240419_171401_303.jpgIMG_20240419_171310_152.jpg


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১



প্রথমে চুলার পাড়ে আসলাম। এরপর পরিমাণ মতো ঝাল হলুদের গুড়া আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম।


IMG_20240419_162841_682.jpg



ধাপ :-২



এরপর চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। তারপর কড়াই এর মধ্যে সয়াবিন তেল পরিমাণ মতো ঢেলে দিলাম। এরপর একের পর এক মাছ গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম।


IMG_20240419_163721_548.jpg



ধাপ :-৩



মাছের খন্ডগুলো ভাজা হয়ে গেলে আলাদা পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখলাম।


IMG_20240419_171559_073.jpg



ধাপ :-৪



এবার আবারো কড়াইয়ের মধ্যে আলু ও লাউয়ের ফালি গুলো দিয়ে দিলাম।


IMG_20240419_172545_117.jpg



ধাপ :-৫



এখন আলু লাউ এর উপর ঝাল পেঁয়াজের ফালি গুলোসহ মসলা জাতীয় উপাদানগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে সবজির সাথে মসলা জাতীয় উপাদান মিশ্রণ করে নিলাম।


IMG_20240419_172637_009.jpg

IMG_20240419_172741_246.jpg



ধাপ :-৬



এবার কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আলু আর লাউ গুলো ভালোভাবে সিদ্ধ হতে থাকলো।


IMG_20240419_172806_974.jpg



ধাপ :-৭



এর কিছুক্ষণ পর ঢাকনাটা কড়াই থেকে তুলে ফেললাম। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম তরকারিগুলো।


IMG_20240419_174027_115.jpg



ধাপ :-৮



এদিকে মসলাগুলো একটু ভালো করে বেটে নিলাম পাটানোড়ার মাধ্যমে। এরপর সেগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম।


IMG_20240419_173949_571.jpg

IMG_20240419_174044_032.jpg



ধাপ :-৯



এরপর মসলার উপাদান গুলো খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়ার মাধ্যমে তরকারির সাথে মিশ্রণ করে দিলাম। তারপর আবারো হাফ কাপ পরিমাণ পানি কড়াই এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।


IMG_20240419_174123_185.jpg

IMG_20240419_172809_352.jpg



ধাপ :-১০



কিছুটা সময়ের পর কড়াই থেকে ঢাকনা সরিয়ে দিলাম। ইতোমধ্যে তরকারি টগবগ করে ফুটে ভাল রকমের সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারির ঝাল লবণ ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে দেখলাম।


IMG_20240419_174820_557.jpg



ধাপ :-১১



এ পর্যায়ে ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপর মাছের সাথে সবজি খুব সুন্দর ভাবে সিদ্ধ হতে থাকলো। আর এভাবে একটি পর্যায়ে রান্নার কাজ শেষের দিকে চলে আসলো।


IMG_20240419_174914_908.jpg

IMG_20240419_175345_215.jpg



শেষ ধাপ :



রান্না শেষে তরকারি গুলো কড়াই থেকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এভাবে রান্নার কাজ শেষ হয়ে গেল।


IMG_20240419_175542_359.jpg


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন



আমার প্রস্তুতকৃত সবজির সমন্বয়ে মাছের রেসিপি খাবার সময় পরিবারের সকল সদস্যদের মাঝে বন্টন করলাম। পরিবারের সব সদস্যরা একসাথে মিলে খাওয়া হলো। আর এভাবে আমার সবজির সমন্বয়ে মাছের রেসিপির কার্যক্রম সম্পন্ন করলাম।

received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo deviceInfinix Hot 11s
বিষয়সুস্বাদু মাছের রেসিপি
ক্রেডিট@jannatul01
লোকেশনগাংনী- মেহেরপুর
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Comments

Sort byBest