মোবাইলে ধারণ করা বিভিন্ন ফলের রেনডম ফটোগ্রাফি

jannatul01 -


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার ফলের রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। বিভিন্ন সময়ে হাতে পাওয়া ফলের ফটো ধারণ করেছিলাম তা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।



রেনডম ফলের ফটোগ্রাফি


আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল আমি অনেক পছন্দ করে থাকি। রান্না খেতে যেমন ভালো লাগে। পাকা খেতেও তেমন ভালো লাগে আমার। এবার আমাদের বাড়ির কাছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল। আমার বাবার বাড়িতে কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল হয়েছে। তাই উভয় জায়গা থেকে বেশ অনেক কাঁঠাল খাওয়ার সুযোগ হয়েছিল এবার। এখানে কাঁঠাল খাওয়ার আগ মুহূর্তে ধারণ করা ফটো।


পাকা পেঁপে আমি অনেক পছন্দ করি। অন্যান্য ফলের মধ্যে পাকা পেঁপে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি যতটা জানি গ্যাস দূর করতে এবং সুস্থ রাখতে পাকা পেঁপে আমাদের খাওয়া অনেক প্রয়োজন। এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন পাকা পেঁপের একটা ফালি।


আমড়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আর সেই ফলটা যদি হয় নিজের গাছের ফল তাহলে তো আরো ভালো লাগার। মাঝে মধ্যে আমাদের কাছ থেকে এই ফল পাড়া হয়। আর আমড়া গুলো ছুঁলে ঝাল লবণ মাখিয়ে খেতে ভালো লাগে। সি ভিটামিন সমৃদ্ধ এই ফলটা আমাদের খাওয়া প্রয়োজন দাঁত ও হাড়ের গঠনের জন্য।


এই মুহূর্তে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটা নারিকেলের সাস। আধোপাকা নারিকেল গুলো আমি অনেক পছন্দ করি। কাঁচা খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি এই জাতীয় নারী কল দিয়ে বিভিন্ন পিঠা তৈরি করে খেতে ভালো লাগে। আমাদের গাছ থেকে যখনই পড়া হয় তখনই খাওয়ার সুযোগ হয়।


বিভিন্ন ফলের মধ্যে আতা ফলটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে বেশ অনেকগুলো গাছ রয়েছে এই ফলের। এবার অনেকগুলো সংরক্ষণ করেছিলাম গাছ থেকে। এই ফল পাকলে খাওয়ার সময় ভেতরে একটু বালি বালি অনুভব হয়। ফলটা কালো কালো ছোট বিচি সমৃদ্ধ। শীতের সময় এই ফলটা আমাদের গাছগুলোতে পাওয়া যায়।


জাম্বুরা মাখা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। জাম্বুরা আমি অনেক পছন্দ করি। এবার বেশ কয়েকবার এই ফল খাওয়ার সুযোগ হয়েছিল আমার। আর সেই জাম্বুরা মাখা খাওয়ার মুহূর্তে ফটো ধারণ করেছিলাম। এই ফলটাও ভিটামিন সি সমৃদ্ধ।


এবার আমাদের সকল আম গাছে কমবেশি আম ধরেছিল। রাস্তার পাশে থাকা ছোট আমগাছটাতেও অনেক আম ধরেছিল এবার। এই মুহূর্তে আপনারা যে আম দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির গাছের। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আম গাছের মধ্যে এ জাতের আম গাছ একাধিকটা রয়েছে।


এতক্ষণ যে সমস্ত ফলগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি তার মধ্যে লিচু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এ বছর আলহামদুলিল্লাহ অনেক লিচু খাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। নিজের গাছে যেমন অনেক লিচু ধরেছিল, তেমন বাজার থেকেও অনেক কিনে খাওয়া হয়েছিল। আর ঠিক তেমনি লিচু খাওয়ার মুহূর্তে ধারণ করা এই একটি ফটোগ্রাফির।



ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়বিভিন্ন ফলের ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।