"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || আমার করা সেরা শীতকালীন ফটোগ্রাফি shy-fox

jamal7 -

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতি সপ্তাহে বেশ সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারেও খুব সুন্দর ভাবে শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি তো সবসময়ই ফটোগ্রাফি করতে বেশ ভালোবাসি। ফটোগ্রাফি আমি সবসময় করার চেষ্টা করি। চারপাশের সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল তাছাড়া শীতকালের ফটোগ্রাফি তো আরো সুন্দর হয়। কারণ শীতকালের চারপাশের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর লাগে। তাই আমি নিজের মতো করে চেষ্টা করলাম চারপাশ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিবারই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাই এবারেও দেরি হলেও চেষ্টা করেছি নিজের মতো করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে কুয়াশার মাঝে পাকা ধান ক্ষেতের ফটোগ্রাফি। এখন শীতকাল এই কারণে জমিতে পাকা ধান আছে। আর শীতকালে রাত্রেবেলা অনেক কুয়াশা পড়ে এই কারণে ধানগুলো এবং ধানের ঘাস সব ভিজে থাকে। তবে সকালবেলা কুয়াশা দেখলে মনে হয় বৃষ্টি হয়েছে। কিছুদিন আগে সকালবেলা এই ধানক্ষেতের ফটোগ্রাফি করেছিলাম আমি কুয়াশার মাঝে। তবে এই জমিতে কিছু ধান কেটে রেখেছিল আর কিছু এখনো কাটা হয় নাই। কুয়াশার কারণে সকালবেলা ধানগুলো ভিজে রইলো।তাই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে শিশির ভেজা কাশফুলের ফটোগ্রাফি। কাশফুল এমনিতে দেখতে অসাধারণ লাগে। আর কাশফুলের মধ্যে যখন ফুল ফুটে তখন অনেক পশম থাকে। আর এই পশমগুলোর মধ্যে কুয়াশা পরলে দেখতে ভালো লাগে। যদিও কাশফুল গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়। তবে এই কাশফুল অনেক ছোট। কারণ শীতকালে কাশফুল অনেক ছোট হয়। এই কাশফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের নদীর তীরে থেকে। তাই আজকে আমি এই কাশফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। কুয়াশা ভেজা কাশফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগবে আপনাদের।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে খেজুর গাছের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। শীতকাল আসলে খেজুর গাছগুলো মানুষ যত্ন করে খেজুরের রস খাওয়ার জন্য। ওই সময় খেজুরের আশেপাশে সব কিছু মানুষ পরিষ্কার করে। তবে অনেকে বলে শীতকালে অনেক শীত পড়লে খেজুরের রস পাওয়া যায়। আর অতিরিক্ত শীত পড়লে অনেক সময় খেজুরের রসচুরি হয়। তবে সকাল বেলা দূরদূরান্ত থেকে লোক আসে খেজুরের রস নেওয়ার জন্য গ্রামাঞ্চলে। এই ফটোগ্রাফি গুলো কিছুদিন আগে সকাল বেলা আমি করেছিলাম। তবে আমার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে খেজুর গাছের ও প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে বন্য গাছের মধ্যে মাকড়সার জালের ফটোগ্রাফি। তবে বন্য গাছ গুলোর মধ্যে অনেক সময় দেখা যায় মাকড়সা জাল বেঁধে রাখে। যদিও ছোট থাকতে আমরা এগুলো নষ্ট করে ফেলতাম দেখলে। তবে সকাল বেলা যখন এই মাকড়সার জালের মধ্যে কুয়াশা পড়ে তখন এগুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে শিশির ভেজা সৌন্দর্য সব সময় অসাধারণ হয়। এই ফটোগ্রাফিটি ও আমি নদীর ধারে বন্য গাছের মধ্যে থেকে করলাম। তাই ফটোগ্রাফি দুটি ঔ আপনাদের মাঝে শেয়ার করলাম।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে সূর্য ওঠার ফটোগ্রাফি। সকালবেলা যখন সূর্য উঠে একদম লাল হয়ে ওঠে। আর একদম সকাল বেলা সূর্য উঠলে কৃষক মাঠে যায় কাজ করার জন্য। যদিও এখন ধানকাটা একদম শেষ হয়ে গেল। এই কারণে অনেকে অনেক ধরনের ফসল চাষ করতেছে জমিতে। তবে বড় বড় জমির মধ্যে গেলে সকালবেলা সূর্য উঠা সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই ফটোগ্রাফি গুলো হচ্ছে যখন সূর্য উঠতেছে লাল বর্ণ হয়ে ওই সময় ফটোগ্রাফি। কিছুদিন আগে সকালবেলা এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম। আমার ফটোগ্রাফি এগুলো দেখে আপনাদের ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এগুলো হচ্ছে শিশির ভেজা বন্য ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলগুলোর একটি নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তবে এই বন্য ফুল গুলোর পাতা বড় এবং ফুলগুলো দেখে অন্যরকম লাগে। আবার বড় পাতা এবং ফুলের মধ্যে কুয়াশা পড়লে দেখতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে কুয়াশা ভেড়া অবস্থা ফুলগুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর গ্রামে থাকলে শীতকাল এবং কুয়াশা ভেজা সৌন্দর্য উপভোগ করা যায়। এই ফটোগ্রাফি করেছিলাম আমাদের পুকুরপাড় থেকে কিছুদিন আগে। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে অনেক।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের বন্যফুল ও পাতার ফটোগ্রাফি। তবে শীতকালে অনেক ধরনের ফুল ফুটে বন্য। এই ফুলগুলো গ্রামাঞ্চলে থাকলে দেখা যায়। আর গ্রামাঞ্চলে রাস্তার পাশে এবং জমির পাশে অনেক ধরনের ফুল থাকে। সত্যি বলতে ছোট ছোট পাতাগুলোর মধ্যে যখন কুয়াশা পড়া ছিল দেখে বেশ ভালো লাগলো। আর ছোট বন্যফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই ফটোগ্রাফি গুলো আমি কিছুদিন আগে সকালবেলা করেছিলাম। এবং আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাকে ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৮ :

এই হচ্ছে শীতকালীন পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে শীতকাল আসলে অনেক ধরনের ফুল ফোটে। বলতে গেলে শীতের সময় ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে কিছুদিন আগে আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম সকালবেলা। তখন আমি এই পিটুনিয়া নিয়ে ফুলের ফটোগ্রাফি করলাম। সত্যি বলতে আমার এই দুই কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। তাই আজকে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৯ :

এই ফটোগ্রাফি গুলো হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সকালবেলা কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অন্যরকম লাগে। আর সকাল বেলা যখন কুয়াশা থাকে তখন আবহাওয়া শীতল থাকে। যদিও গ্রাম অঞ্চলে সকালবেলা কুয়াশার কারণে একদম অন্ধকার থাকে। ওই সময় সামনে কিছু দূর তাকালে ঠিকমতো দেখা যায় না। এই কুয়াশা ভেজা প্রাকৃতিক দৃশ্যের সকালবেলা করেছিলাম ।আমি আমাদের বাড়ির সামনে জমি থেকে। তাই আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১০ :

এই হচ্ছেন শীতকালীন লাল ঋষি ফুলের ফটোগ্রাফি। আসলে শীতকালিন অনেক ধরনের ফুল আছে ।এই ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে এই ফুলের কালার অসাধারণ। এবং ফুলের মধ্যে পাপড়ি অনেক। আর সকাল বেলা কুয়াশা ভেজা হলে সৌন্দর্য দেখলে অন্যরকম ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো আমি কিছুদিন আগে একটি বাড়ির সামনে থেকে করেছিলাম সকালবেলা। এবং এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে নাম না জানা ফুলের।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১১ :

এটি হচ্ছে শীতকালীন লাউ ফুলের ফটোগ্রাফি। শীতকাল আসলে লাউ চাষ করা হয় কম বেশি সব জায়গাতে। তবে শীতকালে যে কোন সবজি গাছ অনেক তাজা থাকে। এবং এই ফুলগুলো যখন লাউ গাছের মধ্যে ফুটে তখন দেখতে বেশ ভালো লাগে। আর কুয়াশা মেজা যখন ফুল পাতা দেখা যায় সকাল বেলা তখন আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও আমি এই লাউ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। তাই এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম। তবে ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১২ :

এটি হচ্ছে ভালোলাগা এবং প্রিয় ফুল। এই ফুল গুলো দেখলে এমনিতে বেশ ভালো লাগে। আর শীতকালে এমনিতে অনেক ফুল ফোটে। এবং এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। সত্যি বলতে গাঁদা ফুল অনেক রকমের এবং অনেক জাতের আছে। গাঁদা ফুল দিয়ে মালা বানানো হয়। তবে এই ফুলগুলোর মধ্যে আলাদা একটা ঘ্রাণ আছে। গাঁদা ফুল গ্রাম অঞ্চলের সব জায়গাতে কমবেশি দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তবে আমার গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১৩ :

এইখানে দুটি শীতকালীন ফুলের ফটোগ্রাফি করেছি। একটি হচ্ছে আমাদের ভালবাসার এবং প্রিয় ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল ছিলেন না এমন মানুষ নেই বললে চলে। তবে অনেকে বলে গোলাপ ফুল নাকি মানুষকে ভালোবাসা দেয়। তবে এই ফুলের যেমন পাপড়ি তেমন ঘ্রাণ ভালো লাগে। অন্য ফুলের নাম আমার ইতিমধ্যে জানা নেই। তবে এই ফুলগুলো আমার খুব পরিচিত। বিশেষ করে এই ফুলগুলোর কালার কিন্তু অসাধারণ। ছোট ছোট গাছের মধ্যে এই ফুলগুলো ফুটলে দেখতে বেশ ভালো লাগে। তবে গোলাপ ফুল এবং নামা জানা ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি বাগান থেকে করেছিলাম। তবে আমার ফুলের ফটোগ্রাফি দুটি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে