ফটোগ্রাফি :-কুমড়ো ফুলের চমৎকার ফটোগ্রাফি। || 10% beneficiary @beautycreativity.

jamal7 -

🙋 হ্যালো আমার প্রিয় বন্ধুরা 🙋

আসসালামুয়ালাইকুম, আমার প্রিয় কমিউনিটির সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় নতুনভাবে ধরনের কাজ শিখতে এবং কি করতে ভালোবাসি। এইজন্য যখন নতুন কিছু দেখি সেটার প্রতি আগ্রহী হয়ে পড়ি। এই প্লাটফর্মে আসতে পারি আমি নিজেকে গর্বিত মনে করি। আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এইজন্য যেখানেই যাই ফটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যায়। ফটোগ্রাফিটাকে একটা শিল্প মনে করি। কারণ আমি মনে করি ফটোগ্রাফি করাটাও কতটা সহজ বিষয় নয়। কোথাও ঘুরতে গেলে কিংবা হাঁটতে গেলেও আমি সুন্দর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করব কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে এই ফুল গুলো দিয়ে পকোড়া বানালে খেতে বেশ মজাই লাগে। কুমড়ো ফুল আবার ভাজি করে ও খাওয়া যায়। তবে কুমড়ো শাক বর্তমানে বাজারে অনেক দামে বিক্রি হয়। আমাদের এইখানে কুমড়ো ফুল ওবিক্রি হয়। শীতকাল আসলে আমাদের এইখানে অনেকে কুমড়ো গাছ রোপন করে। আমরা নিজেরাও কুমড়ো গাছ রোপন করেছি। যখন কুমড়ো গাছের মধ্যে অনেকগুলো ফুল ফোটে তখন দেখতে বেশ ভালো লাগে। তবে কুমড়ো গাছ রোপন করলে সবদিক দিয়ে লাভ। কুমড়ো এবং কুমড়ো ফুল শাক সবকিছু খাওয়া যায়। আর শীতকালে প্রথম অবস্থা ফুল এবং শাক সবকিছু তাজা থাকে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে নদীর ধারে ঘুরতে গেলাম। তখন দেখেও একটি জায়গার মধ্যে কুমড়ো গাছ অনেক রোপন করেছে। ওখান থেকে আমি এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

device : Huawei

লোকেশন

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসHuawei
ফটোগ্রাফার@jamal7
লোকেশনফেনী

ধন্যবাদ সবাইকে