New to Nutbox?

কিভাবে আয়রন টেস্ট করা হয়? | How is iron tested?

22 comments

jakaria121
69
8 months agoSteemit3 min read

গতকাল আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম আয়রন স্পট সম্পর্কে। আশা করি আপনারা আরো সুস্পষ্ট ধারণা পাবেন আয়রন সম্পর্কে। খুব ভালো একটি ধারণা না হলেও, কিছুটা হলেও পেয়ে যাবেন।

coffee-mugs-t-brown-drink-50676.jpegsrc

আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। কিভাবে আপনি আয়রন পরীক্ষা করবেন? অর্থাৎ কোন বডি স্লিপ কিংবা জিগারিং সেকশনের জিগার বডির মধ্যে কি পরিমান আইরন আছে? ইয়া জানার জন্য একটি ক্যালকুলেশন বা পরীক্ষা রয়েছে। আজকে সেই বিষয়েই একটি ধারণা দেবো।

প্রথমে আপনি জিগার সেকশন কিংবা iso সেকশন কিংবা কাস্টিং মোল্ড যেকোনো সেকশন কাঙ্খিত মেটেরিয়ালস নিয়ে আসার পর স্লিপে পরিণত করতে হবে। এরপর সেই স্লিপকে একটি নির্দিষ্ট ম্যাসের মধ্য দিয়ে পাশ করতে হবে।

অবশ্যই খেয়াল রাখতে হবে ৩০০ গ্রাম ওজন নিতে হবে সেই কাঙ্ক্ষিত স্লিপের এবং অনির্দিষ্ট পানি নিতে হবে। যতটুকু পানি দিলে সেই স্লিপ ৩২৫ ম্যাসের মধ্য দিয়ে পাস হয়।

এরপর যখন ৩২৫ ম্যাসের মধ্য দিয়ে পাস হওয়ার পর রিসিডিও এর মত যেকোনো গুলো থাকবে ইহা একটি পাত্রের মধ্যে রাখতে হবে।

IMG_20231125_080719_994.jpg

এখন সংরক্ষণ করতে হবে বিস্কিট ফায়ারিং বডি। BK Firing flat plate সংরক্ষণ করার পর সেই সাদা ফ্লাট প্লেট বডিতে ৩২৫ ম্যাসের যে কণাগুলো বের হলো উহা ঢেলে নিতে হবে এরপর। একটি পেপার এর মধ্যেই লিখতে হবে আজকের ডেট এবং Lab test by iron spot.

যেহেতু ফায়ারিং হতে প্রায় আট ঘন্টা কিংবা সাত ঘণ্টার মতো সময় লাগে তাই আজকে যে কোন সময় দেওয়ার পর আগামীকাল যখন অফিসে আসা হয় তখন সকাল আটটা কিংবা যে কোন শিফটে আসার পরে প্রথম কাজ হবে সেই কাঙ্খিত আয়রন টেস্ট সংরক্ষণ করা।

এরপর আপনাকে দেখতে হবে সেই আয়রন টেস্ট এর মধ্যে কতগুলো আয়রন রয়েছে এবং আয়রন গুলোর মধ্যেও কম বেশি রয়েছে। উদাহরণস্বরূপ যদি আমি বলতে যাই, তাহলে কোম্পানিতে তিন ধরনের আয়রন কে উল্লেখিত করা হয়।

  • Big iron
  • Medium iron
  • Small iron

Big iron:-
সেই বিস্কিট ফায়ারিং বডিতে দেওয়া আইরন টেস্টের মধ্যে দেখা যায় অনেক বড় বড় আয়রন গুলো ফুটে উঠেছে সেই আইরন গুলোকে কলমের সাহায্যে উল্লেখিত করা অর্থাৎ দাগ দিয়ে রাখা। এই আইরন গুলোকে কিভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে।

Medium iron:-
আমরা যেই বিস্কিট বডিতে ফায়ারিং দিয়েছিলাম সেই বডিতে মিডিয়াম সাইজের বেশি পাওয়া যাবে বড় সাইজের তুলনায়। এগুলো কেউ কলমের সাহায্যে ইন্ডিকেট করে রাখতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে কিভাবে রিমুভ করা যায়।

Small iron:-
অধিকাংশ আয়রন সব ছোট ছোট। বডিতে আপনি খুবই ভালোভাবে দেখতে পাবেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আয়রন গুলোর পরিমাণ খুবই বেশি। এখানে আপনাকে ইন্ডিকেট করে রাখতে হবে না কেননা ইহার পরিমান অত্যাধিক।

IMG_20231125_082435_698.jpg

এখন আমাদেরকে মূল কাজ করতে হবে তা হল যখন আমরা স্লিপকে ম্যাগনেটিক সেপারেটরের মাধ্যমে আইরন রিমুভ করার চেষ্টা করি সেই আয়রন গুলো যেন আর কখনোই সেই স্লিপের মধ্যে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

বিশেষ করে আধা ঘন্টা কিংবা এক ঘণ্টা পর পর সেই ম্যাগনেটিক সেপারেটরের চুম্বক দন্ড পরিষ্কার করা। যত ঘন ঘন চুম্বক দণ্ড পরিষ্কার করবে তত আয়রন রিমুভ হবে।

যখন আপনি যত সময় নিয়ে চুম্বক দণ্ড পরিষ্কার করবেন অর্থাৎ সেই চুম্বকের সাথে আইরন লেগে থাকার কারণে কিছু কিছু আয়রন সেই চুম্বক দন্ডে আটকে যায় না। সেই চুম্বক দন্ডে আটকে না যাওয়ার কারণে স্লিপ এর মধ্যে কিছু কিছু আয়রন সংযুক্ত হয়ে যায় আর সেই আয়রন এই সমস্যা হয়ে যায় বিভিন্ন দ্রব্যাদি তৈরির ক্ষেত্রে।

এভাবেই মূলত আয়রন টেস্ট করা হয়। আজকের মত এ পর্যন্তই সমাপ্তি করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় লেখা নিয়ে।

10% for beneficiary in community @meraindia account


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Comments

Sort byBest