তাৎক্ষণিকভাবে খেলাধুলার মাঠ প্রস্তুত করা

jakaria121 -

খেলাধুলা পর্ব,
বন্ধুরা মাঝেমধ্যেই আমরা খেলাধুলা করতে আসি হয়তোবা পাহাড়ের পদধূলিতে আবার কখনো পাহাড়ের সুউচ্চ স্তর দিয়ে আবার কখনো।

হ্যাঁ শুধুমাত্র খেলাতেই নয় বরং কখনো কখনো ঘুরতে বের হই আবার কখনো কখনো পাহাড়ের নিচু জায়গা গুলো দিয়ে আমরা বসে থাকি অনেক ভালো লাগে অনেক ফাঁকা জায়গা মাঠ পাশ দিয়েই বড় বড় পাহাড়। মাঝেমধ্যে অত্যান্ত হিমেল হাওয়া বইতে থাকে।

যাই হোক বন্ধুরা আমি যখন অফিস থেকে বের হই এমনিতেই অফিস থেকে বের হতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। বিপ্লব ভাই আমাকে ফোন দিচ্ছে কি ব্যাপার ভাই আপনি কোথায় দেখা যাচ্ছে না আপনার কোন খোঁজ খবর নাই! আপনি কি এখনো অফিস থেকে বের হন নাই?

আরে ভাই দাঁড়া না আসতেছি। একটু কাজের প্যারা ছিল তো তাই আসতে একটু লেট হচ্ছে, আপনারা যান আমি আর শরিফুল যাচ্ছি। বলল ঠিক আছে তাহলে আপনারা আসুন। বিপ্লব ভাই আমাদের লোকেশন বলে দিল।

Location :- পাহাড়ের উপরে যে জায়গাটি রয়েছে যেখানে আমরা ফুটবল খেলি এবং পাড়ার ছেলেপেলেও ফুটবল খেলে সেই জায়গায় চলে আসুন।

ঠিক আছে তাহলে আপনারা আগান আমরা অফিস থেকে বের হয়ে যাচ্ছি। শরিফুল আর আমি বের হলাম। বের হওয়ার দুই মিনিট পরেই বিপ্লব ভাই আবারো ফোন দিয়েছে ভাই আপনারা ওই লোকেশনে আসেন না কেননা ঐ জায়গায় এখন ফুটবল খেলছে এ কারণে আমরা ক্রিকেট খেলতে পারবো না।

খুবই দুঃখজনক। যাই হোক সামনে একটি মাজার রয়েছে সেই মাজার থেকে দুই এক মিনিট সামনে হাঁটলেই দেখবেন রাবার বাগান আছে সেই জায়গায় আমরা খেলতে আসছি চলে আসুন।

গিয়ে দেখতে পারতেছি ইতিমধ্যে বন্টন হয়ে গেছে প্লেয়ার। আমি আর শরিফুল এখন দুইজন দুই পাশে বিভক্ত হয়ে গেলাম। ছোটবেলার মতো আর আজেবাজে বেগুন ভাজে বলা হলো না 😅।

ছোটবেলার কথা মনে পড়ে গেল; যখন দলভুক্ত খেলা ছিল তখন দুটি রাজা নির্ধারণ করা হতো এবং বলা হতো, আজেবাজে বেগুন ভাজে, বাঘ লাগে না সিংহ লাগে; এভাবে মূলত ওই সময়গুলোতে বন্টন করা হতো দুটি দলে। গ্রামের সেই ছোটবেলার ইতিহাসের কথা

যাই হোক ডিকেল্স সেকশন এর সাথে খেলার আয়োজন করা হয়েছে জিগার সেকশন এর। এজন্যই ডিকেল্স সেকশন, তারা প্র্যাকটিস করার জন্য আজকে মাঠে এসেছে। যদিও এটি মাঠ নয় একটি বাগান, রাবার বাগান। এরপরেও আমাদের খেলাধুলা বন্ধ হয়নি বরং এখানেই খেলা শুরু।

প্রথমেই আমরা ব্যাটিং ফাস্ট। ব্যাটিংয়ে নামল বড় ভাইয়েরা। পাশেই আমরা বসলাম এবং খেলা দেখতে শুরু করলাম তাদের পারফরম্যান্স ভালোই ছিলাম তবে হাসির বিষয় মজার বিষয় হচ্ছে বল যতই বাড়ি খাক না কেন যে তোর আবার বাগানের মধ্যে খেলাধুলা করতেছি তাই বল বেশি দূরে যাওয়ার চান্স নেই সম্ভাবনা নেই 🤣

সুতরাং ফিল্ডিংয়ের বেশ সুবিধা হয়েছে আর অন্যদিকে ব্যাটিংদের একটু অসুবিধা। যদিও ব্যাটিং এবং সকলেই সমানভাবেই করবে।

যাই হোক খেলাধুলার আয়োজনে আমরা বেশ ভালোই খেলাধুলা করলাম মজা করলাম আনন্দ করলাম। খেলাধুলার শেষের একটু পরপর শুধু গরু যাচ্ছে মাঠের মধ্য দিয়ে অর্থাৎ এই বাগানের মধ্যে দিয়ে।

কেননা রাখাল তারা গরু চড়াতে গিয়েছিল এবং এখন বিকেল হয়ে আসছে তাই বাড়িতে নিয়ে যাচ্ছে। এজন্য একটু যেতে যেতে খেলা বন্ধ রাখতে হচ্ছে মানুষের যাতায়াত আছে সবকিছু দেখে শুনে খেলতে হচ্ছে এবং ধৈর্য ধরতে হচ্ছে 😎