আমার ওয়াইফ দোকানওয়ালা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু অর্ডার করেছিল কিন্তু একটু দাম বেশি যা হোক জিনিসগুলো সচরাচর ভালো তাই দাম বেশি হলেও নিয়েছি প্যারাসুট এলোভেরা তেল 2 টা চুরি এবং আরো অনেক কিছু কানের দুল হাতের আংটি কিনেছে আসলে এই জিনিসগুলো টেকসই খুব অল্প দিন কিন্তু সাময়িকের ভালোলাগার জন্য এগুলো কিনেছিলাম। যাই হোক সঙ্গে নিকে ভালো রাখতে অনেক কিছুই কিনতে হয় তাদের আবদার পূরণ করতে হয়। একটা সংসার গড়ে তোলার মূল ভূমিকায় স্ত্রী থাকে তাই তাদের হাসিখুশি এবং ভালো রাখার দায়িত্ব একটা স্বামীর। একটা মেয়ের জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। যদি সেই স্বামীটা হয় দায়িত্ববান তাহলে সেই মেয়ে অনেক আনন্দ খুশিতে দিন কাটা এবং তার মত ভাগ্যবতী খুব কমই হয় সেই মেয়েটা গর্ব করে বলে অনেকের কাছে যে আমার স্বামী নিঃসন্দেহে ভালো এবং আমার অনেক গুরুত্ব করে। মহান আল্লাহ তা'আলা স্বয়ং কোরআনে বলেছেন হাশরের ময়দানে স্বামী ভালো কিনা স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হবে এবং স্ত্রী ভালো কিনা স্বামীর কাছে জিজ্ঞাসা করা হবে যদি ভালো প্রমাণিত হয় তাহলেই সে সফলকাম হবে না হলে অনেক কষ্ট আছে তার কপালে তাই আমরা দুজন দুজনকে ভালো প্রমাণ করতে হলে আমাদেরও ভালো গুন থাকা দরকার। কোরআনে আরো একটা কথা বলেছেন স্বামী স্ত্রী পোশাকের সমতুল্য স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী বোঝানো হয়েছে।
এই কসমেটিকলা ভাই দোকানটি প্রথম গিয়েছে খুব অল্পদিন এই দোকানটির বয়স কিন্তু ভাই মনে হচ্ছিল যেন কসমেটিক জিনিসের দাম একটু বেশি বেশি নিচ্ছে আসলে ব্যবসা এর ধর্ম এমন হওয়া উচিত প্রথম প্রথম কাস্টমারকে সীমিত লাভে জিনিস দেওয়া কাস্টমার বাড়ানোর জন্য করে থাকেন। কিন্তু অনেক জিনিস দেখতে পেলাম ভালো লাগলো অনেক এই জিনিসগুলো দেখে কসমেটিক অনেক ধরনের। মেয়েরা হাতে মেহেদি পড়তে অনেক বেশি ভালো লাগে অনেক ধরনের মেহেদী দেখতে পেয়েছি আমি এই কসমেটিকের দোকানে। এই ছিল আজ আমার ওয়াইফের জন্য কিছু কসমেটিকের জিনিস কেনাকাটার মুহূর্ত আশা করি আপনাদের ভাল লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত রেখে আমি আজ এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।
সর্বশেষে আমার একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
শ্রেণী | অনুভূতি |
---|---|
ক্যামেরা | স্মার্ট ফোন |
পোস্ট তৈরি | #jahidulislam01 |
কান্ট্রি | বাংলাদেশ |
ক্যামেরা | 8m |
লোকেশন | https://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6 |
ডেট | ১০-১১-২০২৪ |
|
---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness