New to Nutbox?

Better life with steem || The Diary Game || 15 November 2024 ||

2 comments

jahidul21
64
2 days agoSteemit4 min read
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সকাল

আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এত সুন্দর সকাল আমার জীবনে দেওয়ার জন্য। তাই সুন্দর সকালটাকে উপভোগ ও এত সুন্দর প্রকৃতিটা উপভোগ করার জন্য জন্য ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি।

IMG20241115165652.jpg

ঘন্টা খানিক হাঁটার পর বাড়িতে চলে আসি বেশ কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে ফ্রেশ হয়ে ,হালকা খাবার খেয়ে পোল্ট্রি ফার্মে আছি। গাছের চারা গুলোর মধ্যে পানি দিয়ে । আম্মু আব্বু কাজ শেষ তাই তিনজন এক সাথেই বাড়িতে আসি।

আমিন রুমে রেস্ট নেই তার সাথে মোবাইল চালাই বেশ কিছুক্ষণ চালানোর পর প্রতিদিনের মতোই সকালের খাবার হলে আম্মু আমাকে ডাক দেয়। সকালে খাওয়া দাওয়া শেষ করে।

আমাদের বড় বিল পাড়ে চলে আসি কর্মচারীদের বাড়িতে এসে ওইখানে কিছুক্ষণ বসে থাকি। আজকে আমাদের বড় বিলের গ্যাসের ট্যাবলেট আসার কথা কয়েক বস্তা। সেটার জন্যই বসে আছি।

IMG20241115115028.jpg

কিছু দুষ্ট পোলাপান আসে নৌকাতে ওঠার জন্য আমি বসে থাকাই তারা ভয়ে নৌকাতে উঠে নাই। একজন কর্মচারী ভাই এসে বলতে থাকে, ভাই এই কয়েকটা দুষ্ট পোলাপান কতক্ষণ পরপর এসে নৌকাতে ওঠে আমরা কিছু বললেও তারা মানে না। তাই ঝগড়ার ভয়ে জোর গলায় কথা বলতে পারি না।

ওদেরকে বলে আসি ওরা আসলে লাঠি দিয়ে দৌড়ান দেবেন জোর গলায় বলতে হবে না। পরে যা হবে দেখা যাবে। ওইখান থেকে আমি চলে আসি,পোল্ট্রি ফার্মে যাই গিয়ে ফ্যান চালু করে, কাকা দের বাড়িতে অল্প সময় গল্প করে বাড়ি চলে আসি। মোবাইল নিয়ে বসে থাকি, ১২:৩০ জুম্মার আজান দিয়ে দেয়।

দুপুর

আজকে আর ডিম তুলতে যাই নাই আম্মুকে বলে দেই ডিম তোলার জন্য। আমি গোসল করে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি। নামাজ শেষ করে দুপুর দুইটার কাছাকাছি বাড়িতে আসি।

হালকা কিছু খাবার খেয়ে ছোটখাটো একটি ঘুম দেয় আজকে আর আম্মু যাওয়ার আগে ডাক দেয় নাই। আসরের আযানের পর আব্বু নামাজ পড়ার জন্য বাড়িতে আসে বাড়িতে এসে আমাকে ঘুম থেকে তুলে নাপা ট্যাবলেট নিয়ে যেতে বলে মুরগি খাওয়াবে।

IMG20241115162356.jpg

ট্যাবলেট নিয়ে যাওয়ার পর দেখি খাদ্য দেওয়ার সময় মুরগি মুরগি ঝগড়া মারামারি লেগে এক মুরগি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এখন জ্বর না আসে। সে কারণে নাপা ট্যাবলেট এর অর্ধেক অংশ খাওয়া দেওয়া হয়।

বিকাল

ওখান থেকেই চাচাতো ভাই আমাকে ডাক দেয় হাটতে যাওয়া নিয়ে আজকে সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবো আমাদের এদিকে ছোট ছোট ধানক্ষেত কোন বড় দান খেত নাই বললেই চলে।

IMG20241115165135.jpg

IMG20241115165158.jpg

অনেকটা পথ হাঁটার পর ছোটখাটো কয়েকটি ধানক্ষেত পাই তার তার সাথে শুকনো বিলে বিল ফুল ফুটে আছে আসলে ফুলের নাম জানি না তাই এই নামটাই আমি দিলাম বিল ফুল দেখতে খুবই সুন্দর অল্প কয়েকটা ওইখান থেকে একটা ফুল ছিড়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেই।

IMG20241115170332.jpg

IMG20241115165657.jpg

রাস্তায় অনেক বাচ্চারা এই ফুলটা নিতে চাই কিন্তু আমি দিতে রাজি ছিলাম না বাড়িতে আসার পর আমার ছোট ভাতিজা কে ফুলটা দিয়ে দেয় তার সাথে পোল্ট্রি ফার্মে শিং মাছের মাগুর মাছের পুকুরে লাইট জ্বালিয়ে দেই ।

IMG20241115205820.jpg

IMG20241115210152.jpg

IMG20241115210229.jpg

সন্ধ্যা

বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে আম্মু কিছুর সন্ধ্যার নাস্তা তৈরি করে ডিম দিয়ে সেইগুলো খেয়ে আমি আম্মু আমাদের বাড়িতে একজন ভাড়াটিয়া এসেছে আম্মুর সাথে দেখা করতে কিছুক্ষণ গল্প করার পর তাকে বলি লুডু খেলার জন্য তাই তিনজন মিলে বেশ কিছুক্ষণ লুডু খেলি।

ভাড়াটিয়া চলে যাই আমি আর আম্মু আর কিছুক্ষণ খেলে আব্বু আসলে আমরা তিনজন মিলেই রাত্রের খাওয়া-দাওয়া সম্পন্ন করে খাওয়া দাওয়ার পর আব্বু আমাকে বললেন মটর চালু করে আর পোল্ট্রি ফার্মের

IMG20241115210140.jpg

লাইট বন্ধ করতে আমি চলে আসি লাইট বন্ধ করে আহত মুরগিকে দেখে বাড়িতে চলে আসি। আসার পর আম্মু আমাকে আহত মুরগির কথা জিজ্ঞেস করে কি অবস্থা সেটা?

IMG20241115210008.jpg

ভালো আছে কথা বলে আমি আমার রুমে চলে আসি কিছু মোবাইল ব্যবহার করি তারপর ঘুমিয়ে পড়ি নতুন সকালের আশায় আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।

আল্লাহ হাফেজ

Comments

Sort byBest