অরিগামি || রঙিন কাগজ দিয়ে ছোট মাছ তৈরি
13 comments
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর একটা অরিগামী পোস্ট শেয়ার করলাম। মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট এবং রঙিন কাগজের ওয়ালমেট তৈরি শেয়ার করেছিলাম। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- জেল পেন
প্রথমে আমি বর্গাকৃতির একটা কাগজ কেটে নিয়েছি। এরপর আমি এই কাগজটা কোনাকুনি ভাঁজ করে নিলাম।
কোনাকুনি ভাঁজ করার পর আমি দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে দিলাম।
দুই পাশ থেকে ভাঁজ করা অংশগুলো আবার মাঝখান বরাবর উল্টোদিকে ভাজ করে নিলাম। তারপর সেগুলোকে আবারও দুই দিকে ভাঁজ করে নিয়েছি।
এবার আমি নিচের দিকের অংশটুকু একবার ভাজ করে নিলাম। তারপর আরো একটা ভাঁজ দিয়ে দিলাম নিচের দিকে।
তারপর আমি কাগজটা অন্য পাশ থেকে ঘুরিয়ে উল্টিয়ে নিলাম। এখানে মূলত একটা মাছের শেপ তৈরি হয়ে গিয়েছে।
সবশেষে আমি মাছের লেজ টুকু ভিতর দিক থেকে বের করে নিলাম। এবং আমি মাছের চোখটা অঙ্কন করে নিয়েছি। এভাবে আমি মাছগুলো তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
Comments