New to Nutbox?

হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন

28 comments

isratmim
73
3 months agoSteemit3 min read

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এই মেহেদি ডিজাইন টা এবার ঈদের সময় আমার ছোট বোনের হাতে দিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আর এই ডিজাইন টা করা হয়েছে কাবেরী মেহেদি দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

1000032258.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের তালুর নিচের দিকে তিনটি গোলাপ ফুল অঙ্কন করে নিলাম। শেষ ধাপের পাপড়ি গুলো একটু মোটা করে অঙ্কন করেছি।

1000032247.jpg

ধাপ-২

এরপর গোলাপ ফুলের উপরে ছোট ছোট বেশ কয়েকটা ফুল অঙ্কন করে নিয়েছি।

1000032249.jpg

ধাপ-৩

এরপর ফুলগুলোর উপরে একটি বড় অর্ধবৃত্ত অঙ্কন করে এর ভিতরে ডিজাইন করে নিয়েছি।

1000032250.jpg

ধাপ-৪

বড় অর্ধ বৃত্তটির চারপাশে আরো ছোট ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।

1000032251.jpg

ধাপ-৫

এরপর আরো কিছু ডিজাইন করে আস্তে আস্তে মেহেদি ডিজাইন টা আঙ্গুলের দিকে উঠিয়ে আনলাম। এরপর আঙ্গুলে কিছুটা ডিজাইন করে দিয়েছি।

1000032253.jpg

ধাপ-৬

এরপর অন্য আরেকটি পাশে ডিজাইন করতে করতে আঙ্গুল পর্যন্ত উঠিয়ে আনলাম। এরপর সেই আঙ্গুল গুলোতেও ডিজাইন করে নিয়েছি।

1000032254.jpg

ধাপ-৭

সবশেষে বাকি আঙ্গুলগুলোতে ও ডিজাইন করে নিলাম। ‌ এভাবেই আজকের মেহেদি ডিজাইন টা শেষ করলাম।

1000032256.jpg

1000032257.jpg

1000032260.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Comments

Sort byBest