ফটোগ্রাফি এক্সিবিশনে কাটানো কিছু মুহূর্ত

isratmim -

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে ফটোগ্রাফি এক্সিবিশনের কিছু মুহূর্ত শেয়ার করব। গত সপ্তাহের শনিবার আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এর ফটোগ্রাফি ক্লাব থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। প্রায় এক মাস আগেই এনাউন্স করা হয়েছিল এরকম একটা প্রোগ্রাম হবে সবাই যেন ফটোগ্রাফি জমা দেয়। আর এই ফটোগ্রাফির এমন কোন থিম ছিল না। শুধুমাত্র বলা হয়েছে মোবাইল ফটোগ্রাফি জমা দেওয়ার কথা। আমিও অ্যানাউন্সটা দেখেছিলাম তবে সময় করে সেভাবে কোন ফটোগ্রাফি করা হয়নি তাই আর জমাও দেওয়া হয়নি। এর আগে একবার অনলাইন ফটোগ্রাফি এক্সিবিশনে জমা দিয়েছিলাম তখন আমার একটা ফটোগ্রাফি সিলেক্ট হয়েছিল। এবার ফটোগ্রাফি দিতে না পেরে আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে। যাই হোক পরেরবার অবশ্যই দেওয়ার চেষ্টা করব।

এই ফটোগ্রাফি এক্সিবিশনটা শনিবার দিন হয়েছিল। আর শনিবার আমার ক্লাস থাকার কারণে সেদিন যেতেও পেরেছি। ক্লাবের মেম্বাররা খুব সুন্দর ভাবে পুরো প্রোগ্রামটা এরেঞ্জ করেছে। বিশেষ করে এতগুলো ফটোগ্রাফির মধ্যে কয়েকটা সিলেক্ট করা তারপর সেগুলোকে প্রিন্ট আউট করা সব মিলিয়ে অনেক ঝামেলার ব্যাপার ছিল। আমাদের সিনিয়ররা সবকিছু করেছে। যদিও গ্রুপে আমাদেরকে মেসেজ দিয়ে বলেছিল একটু আগে গিয়ে কাজ করার জন্য। তবে আমার আর যাওয়া হয়নি। যখন প্রোগ্রামটা শুরু হয়েছে আমি এখন তখন গিয়েছিলাম। আসলে সেদিন তেমন একটা কাজ ছিল না। অল্প কিছু মেম্বাররা মিলে পুরোটা করতে পেরেছে।

তবে যাই হোক প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ছিল। সিনিয়ররা যারা ফটোগ্রাফি সিলেক্ট করেছে উনারা বলছিল যে অনেক ফটোগ্রাফি জমা হয়েছে তবে এতগুলোর ভিতর এই কয়েকটা সিলেক্ট করা একটু কঠিন ছিল। আসলেই প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর। এক্সিবিশনের জন্য যতগুলো সিলেক্ট করা হয়েছে সবগুলো অসাধারণ ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফির থিম, ফটোগ্রাফির অ্যাঙ্গেল এবং এডিট সবকিছুই অসাধারণ ছিল। ছবিতে হয়তো এতো ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে।

ফটোগ্রাফি করতে এবং এগুলো দেখতে আমার নিজেরও খুব ভালো লাগে। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা ফটোগ্রাফি দেখেছিলাম। সবগুলোই অনেক সুন্দর ছিল। তবে বিশেষ করে শেষের কয়েকটা ফটোগ্রাফি যেগুলো আমি আলাদাভাবে দিয়েছি সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নিচের এই প্রজাপতির ছবিটা সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর ঘাটে বেঁধে রাখা নৌকার ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফির নিচে ফটোগ্রাফারদের নাম এবং ডিপার্টমেন্ট লিখে রাখা হয়েছে। সেই সাথে যাদের ফটোগ্রাফি সিলেক্ট করা হয়েছে তাদের ক্লাব থেকে একটা সার্টিফিকেট এবং ছোট্ট একটা গিফট দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমার কাছে পুরো প্রোগ্রামটা অনেক বেশি ভালো লেগেছে।

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।