New to Nutbox?

নাটক রিভিউ || "গোলাপ গ্রাম"

15 comments

isratmim
73
13 days agoSteemit4 min read

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।

আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "গোলাপ গ্রাম"। নাটকটি দেখে আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে নাটকের শেষ টা একদমই অন্যরকম ছিল। সোশ্যাল মিডিয়াতে এই নাটকের ট্রেলার দেখার পর এই নাটকটি দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সময় না পাওয়ার কারণে এতদিন দেখতে পারিনি। আজ সকালেই নাটক টি দেখেছি। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।


নাটক রিভিউ

Screenshot_20240507_185429_YouTube.jpg

নাটকের নামগোলাপ গ্রাম
গল্পমেজবাহ উদ্দিন সুমন
পরিচালনারুবেল হাসান
অভিনয়েইয়াশ রোহন, তটিনী সহ আরো অনেকে।
সময়কাল১:১৬:৪৫
প্রযোজকএস কে সাহেদ আলী
কাহিনী সংক্ষেপ
নাটকের প্রথম দৃশ্যই দেখা যায় নাটকটির যে নায়িকা অর্থাৎ তটিনী সে তার বিয়ে থেকে পালিয়ে যায়। এই নাটকের মধ্যে তটিনীর নাম থাকে শিউলি এবং ইয়াশ রোহানের নাম হচ্ছে সুলতান। শিউলি তার বিয়ে থেকে পালিয়ে গোলাপ গ্রামে আসে। এবং এখানে ফুলবাগান গুলোতে একটা কাজ নেয়। সুলতান এই ফুলের ব্যবসার ম্যানেজার থাকে। গোলাপ ফুলের বাগানে তাদের প্রথম দেখা হয়। শিউলি নামটা শোনার পর সুলতানের ভীষণ পছন্দ হয় তার নামটা এবং তাকেও খুব পছন্দ হয় তার।

Screenshot_20240507_185053_YouTube.jpg

Screenshot_20240507_185137_YouTube.jpg

Screenshot_20240507_185209_YouTube.jpg

Screenshot_20240507_185355_YouTube.jpg

তারপর হঠাৎ একদিন সেই গোলাপ গ্রামে শিউলির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে আসে তাকে নেওয়ার জন্য। মানুষ হিসেবে সেই লোকটা অনেক খারাপ ছিল যার কারণে শিউলি এই বিয়েটা করতে চাইনি। তার বাবা মা না থাকার কারণে তার চাচা চাচি জোর করে তাকে বিয়েটা দিতে চায়। সেই লোকটা আগেও কয়েকটা বিয়ে করেছিল। তারপর সেদিন রাতে সুলতান এসে শিউলিকে বাঁচায়। এতে করে তাদের বন্ডিংটা অনেক বেশি ভালো হতে থাকে। তারপর হঠাৎ একদিন তাদের একটা অর্ডার আসে বিয়ে বাড়ির সাজানোর জন্য। বিয়ে বাড়ির সাজানো শেষ করে তারা যখন ফিরছিল তখন সেই লোকটা তাদের দুজনকে পেয়ে খুব মেরেছে। তারপর শিউলি অনেক সেবা যত্ন করে সুলতানকে সুস্থ করে তোলে। এবং তারা একে অপরের কাছে তাদের ভালোবাসা প্রকাশ করে।

Screenshot_20240507_185511_YouTube.jpg

Screenshot_20240507_185614_YouTube.jpg

Screenshot_20240507_185644_YouTube.jpg

Screenshot_20240507_185725_YouTube.jpg

Screenshot_20240507_185754_YouTube.jpg

Screenshot_20240507_185806_YouTube.jpg

অন্যদিকে তাদের ফুলের ব্যবসার যে মহাজন ছিল তার মেয়ে সুলতানকে খুব পছন্দ করে। কিন্তু সুলতান কখনোই তাকে পাত্তা দিত না। যখন সে জানতে পারে সুলতান শিউলিকে পছন্দ করে তখন সে তার বাবাকে রাজি করিয়ে তাদের বাড়িতে প্রস্তাব পাঠায়। সুলতানের মা বিয়েতে রাজি হয়ে গেলেও সুলতান এই বিয়েতে রাজি হয় না। তারপর তারা দুজনে পালিয়ে যায়। মহাজন তার লোকজনকে বলে তাদের দুজনকে যেন খুঁজে বের করে মেরে ফেলা হয়। এই খবরটা সুলতানের এক বন্ধু তাকে দিয়ে দেয়। তখন শিউলি ভাবে যদি সে সুলতানকে ছেড়ে চলে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই সে মহাজনের কাছে গিয়ে বলে যে, সে সুলতান কে ছেড়ে দেবে কিন্তু সুলতান কে যেন মারা না হয়।

Screenshot_20240507_185850_YouTube.jpg

Screenshot_20240507_185918_YouTube.jpg

Screenshot_20240507_190306_YouTube.jpg

Screenshot_20240507_190326_YouTube.jpg

এসব কিছু দেখে মহাজন অনেক বেশি রেগে যায়। তখন মহাজনের মেয়ে বলে যে তারা যেহেতু দুজন দুজনকে অনেক ভালোবাসে তাহলে মহাজনের মেয়ে নিজেই তাদের বিয়ে দেবে। মহাজনের মেয়ে সুলতান কে বিয়ে করবেনা। তাদের বিয়েটাও সম্পূর্ণ হয় অবশেষে। কিন্তু নাটকের শেষেই একদম টুইস্ট ছিল। আর এটা জানার জন্য নাটকটা অবশ্যই দেখতে হবে।

Screenshot_20240507_190345_YouTube.jpg

Screenshot_20240507_190405_YouTube.jpg

সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নিজস্ব মতামত

প্রথমত, গল্পটা অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে জানিনা তবে আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। নাটকটা দেখলে আপনাদের নিজেদের কাছেও ভালো লাগবে। বিশেষ করে নাটকের শেষে এরকম একটা টুইস্ট থাকবে এটা নাটকটা দেখে ভাবিওনি। তারপর বলব নাটকের এনভায়রনমেন্ট এর কথা। সম্পূর্ণটাই গ্রামের পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে তৈরি করা। গোলাপ গ্রাম এর কথা অনেক জায়গাতেই শুনেছি। তবে এই নাটকের মধ্যে গোলাপ গ্রামের অনেক দৃশ্য দেখা হয়েছে। গ্রামটা আসলেই খুব সুন্দর। আর তাদের সবার অভিনয়টাও দারুন ছিল। বিশেষ করে নাটকের মধ্যে কিছু কিছু ডায়লগ এবং গান টা অসাধারণ ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে।


রেটিংস
৯/১০

নাটকের ইউটিউব লিংক

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Comments

Sort byBest