এ স্বাদের ভাগ হবে না || কাঁচা আম খাওয়ার মুহূর্ত

hiramoni -

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি শেয়ার করব কাঁচা আম খাওয়ার মুহূর্ত। পরশুদিন শহরে চলে যাব। তাই আজকের দিনটা অনেক সুন্দর ভাবে কাটানোর চেষ্টা করেছি। আমার চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার ছোট বোনের সঙ্গে আরো বাকিরা যারা আছে তাদের সবার সঙ্গে। ছোটবেলায় আম চুরি করে খাওয়ার অনেক ঘটনা আছে। বড় হয়ে গিয়েছি বলে কি সেই চুরি বিদ্যা ভুলে গিয়েছি না। কথায় আছে "চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। "

আজ দুপুর বেলা আমার ভাস্তির সঙ্গে উঠানে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ পাশের বাড়ির এক চাচার উঠানে ছোট্ট একটা আমের গাছে অনেক আম ধরেছে। দেখেই কেন জানি এ লোভ লেগে গেল। তারপর ছোটবেলার সেই ভূত মাথায় চাপলো। আমার ভাস্তিকে বললাম চল কিছু আম পেড়ে নিয়ে গিয়ে আমরা লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলি। নিজেদের কাছে অনেক আম আছে তবে অন্যের গাছের আম পেড়ে খাওয়ার মজাই আলাদা।

আমরা অনেকক্ষণ সেখানে বসে সুযোগ খুঁজছিলাম। এরপর সুযোগ পেয়ে আমরা দুজন মিলে গিয়ে কয়েকটি আম পেড়ে নিয়ে আসি।এরপর বাসায় এসে লবণ শুকনা মরিচ চিনি এবং সরিষার তেল দিয়ে একটা মজার চাটনি বানিয়ে আমগুলো খোসা ছাড়িয়ে কেটে আমরা মজা করে খেয়েছিলাম। আমি জানি আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেকেরই খেতে ইচ্ছে করছে। কিন্তু স্বাদের ভাগ হবে না।

যাইহোক মজা করলাম একটা কথা কিন্তু সত্যি টক জাতীয় যে কোন খাবার একা খেতে একদমই ভালো লাগেনা। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। ভাবছি পরশুদিন যাওয়ার সময় যে চাচার গাছ থেকে আম পেরেছিলাম তাকে বলে যাব। তাহলে একদিক থেকে চুরি করেও খাওয়া হলো আবার চুরির কথা স্বীকার করায় কোন পাপও হলো না।

এবার গ্রামে এসে বেশ ভালো সময় কাটিয়েছি। আবারও চলে যাব সেই যান্ত্রিক জীবনে। যখনই একঘেয়েমি চলে আসবে আবার ছুটে আসবো এই সেই চিরচেনা গ্রামে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন সময়ে।

ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।