New to Nutbox?

$PUSS প্রোমোশন

0 comments

heartwarming
76
16 hours agoSteemit2 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

puss_mini_banner2.png


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কোনো কিছুর প্রমোশনের বিকল্প নেই। যদি আমরা সেই জিনিসটিকে সকলের কাছে পরিচিতি করাতে চাই অর্থাৎ সুপরিচিতি করাতে চাই। প্রমোশন এমন একটা ব্যাপার যেটার মধ্যে প্রফেশনালিজম থাকলেও প্রমোশনের কাজ করা যায়। আবার প্রফেশনালিজম ছাড়াও প্রমোশন এর কাজ করা যায়। হয়তো তার মধ্যে অনেক তফাৎ থাকে। কিন্তু এটা এমন একটি কাজ, যেটা মন থেকে চাইলেই খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

আজ আমি কথা বলতে এসেছি $PUSS meme coin এর প্রমোশনের ব্যাপারে। কথা বলতে এসেছি কারণ এই কয়েনটি আমার প্রিয় কয়েন বলা চলে। ইতিমধ্যেই আসলে আমি অনেক কয়েন কিনেছি। কারণ আমি জানি যে এই কয়েনের ভবিষ্যৎ অনেক বেশি ভালো। আর আমি এটাই চাই যে, এই কয়েন নিয়ে যেনো প্রতিনিয়ত অনেক প্রমোশন করা হয়। আমার বাংলা ব্লগ এর এডমিন, মডারেটর, ফাউন্ডার প্রতিনিয়ত এই কয়েন এর প্রমোশন করে যাচ্ছেন।

কিন্তু এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল এর কাজ নয়। এটা আমাদের সকলের কাজ। কারণ যারা আমার বাংলা ব্লগের সদস্য। আমি মনে করি এটা সকলের দায়িত্ব। কারণ সকলেই কিছু না কিছু কয়েন কিনেছে। অর্থাৎ মোটামুটি সকলেই $PUSS কয়েন কিনেছে। আমরা যদি প্রতিনিয়ত প্রমোশনের পেছনে একেবারে লেগেই থাকি এবং ঠিকঠাক ভাবে প্রমোশন করি। তাহলে দেখা যাবে যে খুব দ্রুত এই কয়েনের ব্যাপারে সকলে জানবে এবং সকলের কাছে এই কয়েন সম্পর্কে সঠিক ধারণা জন্মাবে।

তাই আমি সকলকে আহবান করবো যে। চলুন আজকে থেকেই এই কয়েনের প্রচারণা শুরু করে দেই। কারণ প্রচারণাতেই কিন্তু প্রসার, এটা ভুলে গেলে চলবে না। সেই সাথে আমরা অনেক বেশি আশাবাদী থাকতে পারি যে, আমাদের প্রমোশনের কারণে এই কয়েন সকলের নজরে আসবে এবং এই কয়েন নিয়ে আমরা আরো অনেক ভালো কিছু চিন্তা করতে পারবো । তবে তার জন্য দরকার আমাদের সকলের প্রচেষ্টা ও সব সময় প্রমোশন করে যাওয়া। প্রমোশন অনেক ভাবে হয়ে থাকে। আপনাদের যদি কোনো ভালো ভালো আইডিয়া থাকে, তবে অবশ্যই শেয়ার করতে পারেন।

ABB.gif

Comments

Sort byBest