সততার পুরস্কার (ষষ্ঠ পর্ব)
1 comment
যদি তুমি এই ফাইল নিয়ে কোনো ঝামেলা করো তাহলে পরবর্তীতে তোমার পরিণতির জন্য আমাকে দোষারোপ করতে পারবেনা। কারণ এই ফাইলটা এই এলাকার সবচাইতে প্রভাবশালী এক লোকের। তার কাজ না করলে তুমি কিন্তু এখানে থাকতে পারবে না। ফুয়াদ আর কোনো কথা না বলে তার বসের রুম থেকে বের হয়ে যায়। তারপর সে গিয়ে সেই ফাইলটা চেক করতে থাকে। ফুয়াদ ফাইলটা চেক করে দেখে সেখানে আয়কর ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে। ফুয়াদ ফাইলটাতে সিগনেচার না করে ফাইলটা আটকে দেয়।
এর ঘন্টা খানিক পরেই ফুয়াদের কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সেই অপরিচিত নাম্বার থেকে ফুয়াদকে বলা হয় ফাইলটাতে সিগনেচার করলে তাকে পাঁচ লক্ষ টাকা দেয়া হবে। আর যদি সিগনেচার না করে তাহলে তারা ফুয়াদকে দেখে নেবে। ফুয়াদ প্রচন্ড রেগে গিয়ে সেই লোককে বলে আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু আমাকে দিয়ে কোনো অবৈধ কাজ করাতে পারবেন না। আমি মরতে ভয় পাই না। এই কথা বলে সে ফোন রেখে দেয়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments