স্বরচিত কবিতা - " চঞ্চলা তুমি "

heartwarming -
আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃচঞ্চলা তুমি


আমার চঞ্চলা মন,
খুঁজে মন সারাক্ষণ।
দেবে কি একটুখানি ছোঁয়া,
তোমার পরশে আমার দিবানিদ্রার আয়োজনে বাঁধা।

তুমি বলেছিলে ভালোবাসি,
দেবো প্রাণ হোক তবো বলি।
এখনো কি সে প্রেম আছে?
নাকি তেপান্তরের সে হারিয়ে যাওয়া,
তুমি রোদ্রের মতো লুকিয়ে?

তুমি আশাজাগানিয়া রোদ্রের তাপ,
মাঝে তব শীতল পাটি।
তুমি বৃষ্টি ভেজায় এক চিলতে রোদ,
যার অপেক্ষায় দিবানিশি ভাবি।


মূলভাব

প্রতিবার কবিতা লেখার পরে, কবিতা মূলভাব গুলো লিখতে বরাবর ই আমার খুব ভালো লাগে।আর তার কারণ হলো,মূল ভাব গুলো লেখা মানে নিজের কবিতাটি নিজেই আবার খতিয়ে দেখা,নিজেই আবার পড়া,নিজেই আবার বিশ্লেষণ করা।যা খুব পছন্দের।

আজকের কবিতার বিষয় বস্তু হলো একজন প্রেমিক তার প্রেমিকা রোদ্রের হাসির সাথে তুলনা করেছেন।তুলনা করেছে ডুবে যাওয়া সূর্যের আগ মূহুর্তের সৌন্দর্যের সাথে।তুলনা করেছে শান্তির শীতল পাটির সাথে।অর্থ্যাৎ এসব রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।এসব এর অর্থ হলো,সে তার প্রেমিকার মাঝেই সকল সুখ খুঁজে পায়।আশা করছি কবিতাটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি।