New to Nutbox?

সুখে থাকতে ভূতে কিলায়

3 comments

heartwarming
74
last monthSteemit4 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুখে থাকতে ভূতে কিলায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমরা এই প্রবাদটি বিভিন্ন সময় নানা মানুষকে বলে থাকি। কেননা আমরা সবসময় মনে করি যে আমরা সবাই খুব কষ্টে রয়েছি। আসলে এই পৃথিবীতে এক এক শ্রেণীর লোক এক এক রকম জীবন যাপন করে। অনেকে আছে খুব দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করে। আবার কিছু শ্রেণীর লোক আছে যারা মোটামুটি কোন ভাবে তাদের সংসারটাকে একটু ভালো রাখতে পারে। আর ধনী শ্রেণীর লোকেদের কথা তো আমরা সবাই জানি যে তারা কতটা সুখে শান্তিতে দিন যাপন করে। আসলে কখনো কি আমরা কারো গভীরে গিয়ে দেখেছি যে তারা কি কখনো ভালো রয়েছে। আসলে আমরা দেখতে পাই যে এই সমাজের বিভিন্ন গরিব লোক অনেক দুঃখ কষ্টের মাধ্যমে দিন যাপন করে। আসলে এক এক শ্রেণীর লোকেদের কাছে এক এক ধরনের কষ্ট। এসব গরিব শ্রেণীর লোকেরা মনে করে যে সমাজে যারা মধ্যবিত্ত এবং উঁচু শ্রেণীর লোক রয়েছে তারা মনে হয় অনেক বেশি সুখে শান্তিতে দিন যাপন করে। কিন্তু সেই সব লোকেরা কখনো তাদের আসল দুঃখ কষ্টের কথা জানেনা।



আসলে উপর দিক থেকে অনেক কিছু দেখা গেলেও মানুষের ভিতরে প্রবেশ করলে তার আসল অবস্থানটা আমরা জানতে পারি। আসলে যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক রয়েছে তারা সবসময় মনে করে যে তারাই একমাত্র পৃথিবীতে সবচেয়ে কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করে। কারণ গরিব লোকেরা তো দিন আনে দিন খায়। এছাড়াও তাদের এই পৃথিবীতে তেমন বেশি কোন চাহিদা থাকে না। আর এজন্য তারা যদি কোন কষ্টে থাকে তাহলে তারা বিভিন্ন লোকের কাছে সাহায্য পাবার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কখনো যদি দুঃখ কষ্টে থাকে তখন তারা লোকও লজ্জার ভয়ে তারা সাহায্যের হাত বাড়াতে পারে না। এছাড়াও তারা তাদের জীবনের সকল শখ আহ্লাদ কখনো মেটাতে পারে না। আসলে তারা না পারে সমাজে নিচু ভাবে চলাফেরা করতে এবং না পারে একটু আরামে দিন যাপন করতে। আসলে তাই তারা মনে করে যে এই পৃথিবীতে ধনী এবং গরিব লোকেরাই নাকি প্রকৃত সুখ পেয়ে থাকে।


আসলে আর সমাজে যারা ধনী শ্রেণীর লোক রয়েছে তাদের কাছে হয়তোবা টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু তাদের কাছে সুখে থাকার জন্য যে মানুষগুলোকে পাশে প্রয়োজন তারা তাদেরকে কখনোই পায় না। আসলে টাকা ইনকাম করতে করতে তারা তাদের আত্মীয়-স্বজন পরিবার-পরিজনকে সবসময় ভুলে যায়। আসলে সুখে থাকার জন্য তারা মনে করে যে এইসব লোকেরা জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। আসলে একদিক থেকে তাদের টাকা পয়সা সকল কিছু চাহিদা পূরণ করার ক্ষমতা থাকলেও তারা কিন্তু এসব মানসিক চাহিদা কখনো পূরণ করতে পারে না। আসলে দিনশেষে যখন কাজ করে আমরা বাড়ি ফিরি তখন যদি বাড়ির লোকেরা আমার জন্য অপেক্ষা করে এবং এসে সবাই মিলে গল্প করে সময় কাটায় তাহলে সেটি মনে হয় সব থেকে আনন্দের সময়। তাই তো এসব ধনী লোকেরা মনে করে যে যারা গরিব লোক এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক তারা তাদের পরিবারকে সময় দিতে পারে এবং পরিবারের সাথে ভালো আনন্দের সময় কাটাতে পারে।



আসলে মানুষের নিজের অবস্থানকে কেউ কখনো গুরুত্ব দেয় না। আর এজন্য যে যার স্থানে থাকে সেভাবে সে সেই স্থানে সুখী রয়েছে। তাইতো লোকজন মনে করে যে লোক যখন সুখে থাকে তখন তাকে ভূতে কিলায়। অর্থাৎ তার নিজের সুখ তার আর সহ্য হয় না। আসলে এটা কিন্তু একটা স্বাভাবিক কারণ এই পৃথিবীতে যত শ্রেণীর লোক রয়েছে না কেন তারা কিন্তু তাদের সকল ধরনের চাহিদা পূরণ করতে পারে না। এই পৃথিবীতে কারো পয়সার দরকার আবার কারও সম্মানের দরকার এবং কারো কারো আবার আত্মীয়-স্বজনদের দরকার। আসলে এজন্যই মানুষ তার নিজের অবস্থান যাই থাকুক না কেন সেই অবস্থানে সে কখনো সুখী হতে পারে না। যদিও মানুষ সবসময় চেষ্টা করে একটু ভালো থাকার জন্য কিন্তু সে যখন পুনরায় ভালো থাকতে শুরু করে তখন অন্য রকমের আরেকটা টেনশন এসে তখন মাথায় চাপে। আর এজন্য আমরা সবাই আমাদের নিজেদের অবস্থানেই সুখে থাকা উচিত।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest