New to Nutbox?

অতি চালাকের গলায় দড়ি।

0 comments

heartwarming
75
13 hours agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতি চালাকের গলায় দড়ি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে এই পৃথিবীতে আমাদের টিকে থাকতে হলে অবশ্যই আমাদের চালাক হতে হবে। কিন্তু অতিরিক্ত চালাক হলে কিন্তু আমরা কখনো সমাজের টিকে থাকতে পারবো না। কেননা সমাজের লোকজন সব সময় সৎ লোককে ভালোবাসে এবং যারা নিরীহ লোক তাদেরকে সবসময় ভালোবাসে। আসলে এই পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান নয়। ছোটবেলায় যখন আমরা স্কুল কলেজে যেতাম তখন কিন্তু আমাদের ক্লাসের কিছু কিছু বন্ধু ছিল যারা খুব নরম প্রকৃতি ছিল। আসলে এমন কোন মানুষ নেই যাদের শৈশবকালের স্কুল জীবনে কোন নরম প্রকৃতির বন্ধু ছিল না। কেননা আমরা সবসময় এসব বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসতাম তাদের স্বভাবের জন্য। আসলে তাদের ভিতরে চালাকের কোন মাত্র রেস আমরা কখনোই দেখতে পেতাম না।


আসলে ক্লাসের সব বন্ধু বান্ধবরা কিন্তু এইসব বন্ধুবান্ধবকে অনেক বেশি ভালোবাসতো এবং তাদেরকে সবসময় সাহায্য করার চেষ্টা করত। কিন্তু যারা ক্লাসের অনেক বেশি চালাক ছিল তাদেরকে কিন্তু কেউ কখনো পছন্দ করত না। কেননা তারা সব সময় বন্ধুদেরকে এড়িয়ে চলত এবং তাদেরকে কোন সাহায্য করত না। তেমনি সমাজে এমন কিছু কিছু লোক রয়েছে যারা খুব চালাক এবং যারা মানুষের কোন বিপদে আপদে তাদের কোন সাহায্য করেনা। আসলে এসব মানুষকে সবাই মন থেকে কিন্তু কখনোই ভালোবাসে না। আসলে এইসব মানুষরা সব সময় নিজের স্বার্থ বোঝে এবং অন্যের ক্ষতি করতে কখনও দ্বিতীয়বার চিন্তা করে না। তারা মনে করে যে তারা যদি সমাজে ভালো থাকে তাহলে এই এতে তাদের শান্তি। আসলে নিজেরা শান্তিতে থেকে অন্যকে যদি আমরা অশান্তির ভিতরে রাখি তাহলে সেই শান্তি কখনো প্রকৃত শান্তি হতে পারে না।


এছাড়াও একদল মানুষ রয়েছে যারা অনেকটা বোকা টাইপের হয়ে থাকে। আর এইসব মানুষদের ভিতরে কোন প্যাচ কখনোই থাকে না। তারা সবসময় নিজেদের পাশাপাশি অন্যকে সাহায্য করার চেষ্টা করে এবং এর মাধ্যমে তারা মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে। আসলে আমরা যদি সমাজের সবার কাছ থেকে ভালোবাসা পেতে পারি তাহলে কিন্তু এতেই কিন্তু আমাদের শান্তি। এই সমাজে বসবাস করতে গেলে যখন আমরা বিভিন্ন বিপদে আপদে একে অন্যের সাহায্যে এগিয়ে না আসতে পারি তাহলে আমাদের সমাজ কখনো টিকে থাকবে না। এছাড়াও আমরা ছোটবেলা বিভিন্ন ধরনের গল্প শুনেছি যেখানে অতি চালাকের গলায় দড়ি এই ধরনের প্রবাদটি আমরা বহুবার শুনেছি। আসলে আমার কাছে মনে হয় যে এই কথাটি সম্পূর্ণই সঠিক।


কেননা অতি চালাক লোক সাময়িক সুখে থাকলেও তারা কিন্তু ভবিষ্যতে দুঃখের মাঝে দিন কাটায়। আর চালাক উপায় অবলম্বন করে যদি কেউ অন্যের ক্ষতি করে এবং সেই ক্ষতির কারণটা যদি কেউ কখনো বুঝতে না পারে তাহলে আপনি এটা ভাববেন না যে আপনি সেই বিষয়টি থেকে এড়িয়ে গেলেন। আপনি যদি গোপনে কারো ক্ষতি করেন তাহলে হয়তোবা পরিস্থিতি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে আসবে তখন কেউ আপনাকে সাহায্য করার মত থাকবে না। আসলে এজন্য আমাদের সমাজে বসবাস করতে হলে একে অপরের সাহায্যে এগোতে হবে এবং স্বার্থপর এর মত বসবাস করলে চলবে না। আর এই জন্য আমাদের আশেপাশের মানুষদের ক্ষেত্রে চালাক চতুরতা না দেখিয়ে আমাদেরকে সবসময় ভালোর দিকে এগিয়ে যেতে হবে এবং অন্যের ভালোর জন্য সবসময় কাজ করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest