New to Nutbox?

রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি 🐻 [১০% লাজুক খ্যাকের জন্য]

21 comments

haideremtiaz
71
2 years agoSteemit3 min read

28-01-2022

১৫ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে



শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যায়হোক চলুন দেখে নেয়া যাক।

QVdSJhgNm7rjW1q3xF9jL9tPsyRtGcvg6r69KFVj85FmVDc2PaBjpxJyWeNPuerozk1pmubYe1UfAKfzUh3RhnmDBCPZAGxNQ9jKfgiJQxLS8n5RKwQpbuLposTFeJj55NjPjLNVY7ojWgxCifAX7dC9Fg2Awx1mWpQTifehFVeB4V5PffKrpSS.png

চলুন তাহলে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ


A4 সাইজের রঙিন পেপারকাচি
কলমফেবিকল গাম

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ১ ↙️
প্রথমে একটি a4 সাইজের রঙিন পেপার বর্গাকৃতির কেটে নিলাম । তারপর মাজ বরাবর একটি ভাঁজ করে নিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০২ ↙️
তারপর আবার মাঝ বরাবর ত্রিভুজাকৃতি শীর্ষ বরাবর ভাঁজ করে নিলাম । ঠিক একইভাবে দুই পাশ থেকে সমান করে ভাঁজ করে নিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৩ ↙️

তারপর ভাঁজটি সম্পূর্ণরূপে খুলে নিলাম । কাগজের মাঝ রেখা বরাবর নিচ থেকে ত্রিভুজাকৃতির মত করে ভাঁজ করে নিলাম । তারপর কাগজটি উল্টো করে নিলে অনেকটা বর্গাকৃতির মত হয়ে যাবে ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৪ ↙️
বর্গাকৃতির দুইপাশে ফেবিকল গাম লাগিয়ে জোড়া লাগিয়ে দিলাম যাতে ভাঁজ খুলে না যায় ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৫ ↙️
তারপর বান্নি কার্টুনের মত চোখ দেয়ার জন্য সাদা কাগজ বৃত্তাকার করে কেটে নিলাম । তারপর আবার একই কাগজের বৃত্তাকার করে কেটে নিলাম । অবশেষে ফেবিকল গাম দিয়ে চোখ দুটি লাগিয়ে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৬ ↙️

|তারপর বান্নি কার্টুনের নাক রঙিন কাগজ দিয়ে কেটে দিয়ে জোড়া লাগিয়ে দিলাম ।|

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৭ ↙️
তারপর বান্নি কার্টুন এর কান দেয়ার জন্য দুটি আলাদা রঙিন কাগজ দিয়ে কেটে নিলাম কানের মতো করে । তারপর ফেবিকল গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ০৮ ↙️
তারপর বান্নি কার্টুন এর দুটি দাঁত সাদা কাগজ দিয়ে বানিয়ে লাগিয়ে দিলাম এবং চোখ কলম দিয়ে অঙ্কন করে নিলাম । ব্যাস! হয়ে গেল বানি কার্টুন এর একটি কিউট বুকমার্ক ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️
চূড়ান্তধাপ
↙️

ছবিঃরঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে বান্নি বুকমার্ক তৈরি।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের বান্নি বুকমার্ক তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Comments

Sort byBest