New to Nutbox?

‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৭ (Weekly Hangout Report-47)

35 comments

hafizullah
81
2 years agoSteemit13 min read

weekly hangout 47.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩০৭৬ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২৩২।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৪৭

নির্দিষ্ট সময়ের পূর্বে ভেসে আসে আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাইয়ের মিষ্টি কণ্ঠস্বর, দারুণভাবে সবাইকে মিষ্টি সূরেলা কণ্ঠে কিছু শুনানোর চেষ্টা করেন। তারপর যথাযথ নিয়মে শুরু করেন আমার বাংলা ব্লগের সাপ্তাহিক আয়োজন হ্যাংআউট, সবাইকে স্বাগতম জানিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৪৭তম হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আমার বাংলা ব্লগ শুধু একটা কমিউনিটি না বরং একটা সুন্দর পরিবার। যেখানে সবাই অনেক বেশী আন্তরিক এবং মিলেমিশে সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করেন। কিন্তু আমরা ইতিমধ্যে কিছু ইউজারের ব্যবহারে খুবই মর্মাহত হয়েছি, কারন তারা আমার বাংলা ব্লগের রেপুটেশন নষ্ট করার পাশাপাশি এর প্রতিষ্ঠাতা, যার কারনে এবং যার নিঃস্বার্থ অবদানে আমার বাংলা ব্লগ তৈরী হয়েছে তার ক্ষতি করার চেষ্টা করেছেন। এটা সত্যি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক।

আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের কাজের সাথে যাদের যাদের সংযুক্তি পাওয়া যাবে তাদের ব্যাপারে আমাদের অবস্থান হবে খুবই কঠোর, কোন ধরনের ছাড় দেয়া হবে না। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো, কমিউনিটির রেপুটেশন নষ্ট হয় এই রকম কিছু হতে বিরত থাকুন, ডিসকের্ডর পরিবেশ নষ্ট হতে পারে, এই ধরনের কাজ পরিহার করার সাথে সাথে মানসিকতার পরিবর্তন করুন।

Untitled 11.png

এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন, তাদের মাঝে ৫০% ইউজারের কার্যক্রম সন্তোষজনক ছিলো না, আমি আশা করবো সামনের সপ্তাহে তারা আরো ভালো কিছু করার চেষ্টা করবেন। সার্বিক দিক বিবেচনায় এই সপ্তাহে ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন @tanjima

তারপর ফিরে আসেন শুভ ভাই, আমার কথার প্রসঙ্গে তিনি তার নিজের অনুভূতি এবং মতামত শেয়ার করেন। তার সাথে তিনি সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের প্রতি একটা প্রশ্ন রাখেন। এই কমিউনিটি কেন চালু করা হয়েছে? এটা সকলের কাছে জানতে চান। তারপর এ বিষয়ে শুভ ভাই বিস্তারিত কথা বলেন। সবাইকে অনুরোধ করেন দাদার ব্যক্তিগত জীবন কিংবা অন্য কিছু বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ না করার জন্য, যাদের ব্যাপারে অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাদের সরাসরি ব্যান করা হবে।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতে তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন। বিশেষ করে ইন্ডিয়ান কিছু ইউজারের এ্যাক্টিভিটি অনেক কমে গেছে, অনেকেই এনগেজমেন্ট ঠিক মতো করছেন না এবং ডিসকর্ডে উপস্থিত থাকছেন না, এটা পরিবর্তন করবে হবে না হলে পোষ্ট নমিনেশনে যাবে না। এরপর কথা বলেন কাংখিত কমেন্ট নিয়ে, এই সপ্তাহে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো ঠিক ছিলো। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং যথা নিয়মে পুরস্কার প্রেরণ করেন।

Untitled (1) ইউংলেস ভাই.png

এরপর কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই কথা বলেন। শুরুতেই তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, কিছু ইউজারদের নাম উল্লেখ করেন যাদের অবস্থান খুব একটা ভালো ছিলো না তাদের পরামর্শ দেন ভালো কিছু করার এবং আরো একজন ইউজারের নাম প্রকাশ করেন যার এ্যাকটিভিটি একদমই ছিলো না। বাকী ইউজারদের অবস্থান ভালো ছিলো। তারপর আমার বাংলা ব্লগ নিয়ে কথা বলেন, অনাকাংখিত কিছু হতে সবাইকে দূরে থাকতে বলেন। অনেকেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন কিন্তু যারা ভালো চান তাদের সতর্ক থাকতে বলেন এবং এই রকম কিছু দেখা মাত্র আমাদের কাছে রিপোর্ট করে বিষয়টি জানানোর অনুরোধ করেন। মনে রাখতে হবে, কমিউনিটির যারা খারাপ চান তারা আমাদের সকলের ক্ষতি করতে চান। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফলের পোষ্ট লিংক শেয়ার করেন।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, শুরুতেই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু করতে না করেন, সকলের ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। তার অধীনে ইউজারদের বিষয়ে বলেন, অনেকের পোষ্ট এবং কমেন্ট সংখ্যা বেশ হ্রাস পাচ্ছে। কয়েকজন ইউজার আমাদেরকে ধোকা দেয়ার চেষ্টা করছেন। একজন ইউজারের নাম বলেন এবং তাকে কিছু পরামর্শ প্রদান করেন। তারপর আরো কিছু ইউজারের সার্বিক তথ্য উপস্থাপন করেন এবং তাদের কাংখিত পরামর্শ দেন। সব কিছু ঠিক না থাকলে শুধু পোষ্ট করে সাপোর্ট পাওয়া যাবে না, এ বিষয়ে সবাইকে সতর্ক করেন। এরপর আমার বাংলা ব্লগের টেলিগ্রাম সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং লিংক শেয়ার করেন।

Untitled.png

এরপর শুভ ভাই কথা বলেন, শুরুতেই সবাইকে সতর্ক করেন যারা খারাপ মানসিকতার মানুষ তারা কোনদিনও আমার বাংলা ব্লগে টিকে থাকতে পারবেন না। এছাড়াও যারা কমিউনিটির পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন তাদেরকেও থাকতে দেয়া হবে না। সবাইকে কথাগুলো মনোযোগ সহকারে শুনার আহবান জানান। যারা নিয়মিত না, রেগুলার পোষ্ট করেন না এটা আপনাদের সমস্যা, যারা নিয়মিত পোষ্ট করবে এবং ভালো কাজ করবে আমরা তাদের সাপোর্ট দেয়ার চেষ্টা করবো। এ ব্যাপারে তার মতামত তুলে ধরেন। সবশেষে আইডিয়া এবং ফিডব্যাকে সকলের পরামর্শ শেয়ার করার অনুরোধ করেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন, প্রথমে কথা বলেন @rupok ভাই। শুরুতে নতুন সদস্যদের নিয়ে কথা বলেন, আমাদের এখন নতুন সদস্য সীমিত পর্যায়ে মাসের শুরুতে নেয়া হয় তাই ভেরিফাইড সদস্যদের অনুরোধ করেন আমাদের পরিচিত কিংবা কাছের কেউ হয় তাহলে তাদের রেফার করার এবং যারা আসবে তাদের ডিসকর্ড পর্যন্ত পৌছে দেয়ার অনুরোধ করেন। আমরা ইতিমধ্যে লেভেল-১ এর দুটি ক্লাস শেষ করেছি তাদের অনুরোধ করা হয়েছে আগামীকাল বিকাল ৩টার মধ্যে পোষ্টগুলো শেয়ার করতে বলেন। সবাইকে অনুরোধ করেন যে লেভেলেই থাকেন দ্রুত তা শেষ করতে বলেন।

তারপর @alsarzilsiam ভাই কথা বলেন, শুরুতেই লেভেল-৩ নিয়ে কথা বলেন, বিশেষ করে যারা লেভেল-৩ পাশ করেছেন তাদের অনেক ইউজারই নিয়মিত পোষ্ট করেন না এবং তাদের কোন এনগেজমেন্টই নেই। সবাইকে এ্যাক্টিভিটি বাড়াতে বলেন এবং দীর্ঘ দিন যাবত একই লেভেলে যেন না থাকেন, সেই বিষয়ে সতর্ক হওয়ার আহবান জানান। এরপর আমার বাংলা ব্লগের অন্যান্য সোস্যাল সাইডগুলোর লিংক শেয়ার করেন।

Untitled 22.png

এরপর @kingporos ভাই কথা বলেন, শুরুতে শুভেচ্ছা জানান, শুরুতেই প্রাইভেসির বিষয়ে কথা বলেন ইতিমধ্যে এ্যাডমিন এবং মডারেটররা এ বিষয়ে যা বলেছেন তার ব্যাপারে সবাইকে সতর্ক করেন। সবাইকে নিয়ম মেনে কাজ করতে বলেন। মাঝখানে লেভেল-২ এর এ্যাক্টিভিটি কিছুটা ভালো ছিলো কিন্তু এখন আবার একদমই কম হচ্ছে, অনেকেই পুরো সপ্তাহে মাত্র একটা পোষ্ট করছেন। এটা আমাদের কাছে খারাপ লাগছে আমরা প্রতিনিয়ত আপনাদের সাপোর্ট দেয়ার চেষ্টা করছি কিন্তু আপনারা পোষ্ট দেয়া হতে বিরত থাকছেন। এছাড়া ডিসকর্ডের এ্যাকটিভিটিও খুব একটা ভালো দেখা যায় নাই, তবুও আশা প্রকাশ করেন এটা ঠিক হয়ে যাবে।

এরপর @nusuranur আপু কথা বলেন, শুরুতে ডিসকর্ড নিয়ে কথা বলেন ডিসকর্ডে ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। কারণ এখানে অনেক অসুস্থ মেম্বার বা প্রেগন্যান্ট আপুরা রয়েছে কিংবা অনেকের হার্ট দুর্বল।উনারা যদি কোনো ভয়ংকর ছবি দেখেন তাহলে উনাদের হঠাৎ কোনো সমস্যা হতে পারে।আমাদের ছোট মজার জন্যে অন্য কারণে সমস্যা হওয়াটা ভালো বিষয় নয়।এর পরে বলেছেন, অনেকের লেভেল ৪ এর এক্টিভিটি খুবই খারাপ। তার মধ্যে শুধুমাত্র একজনের নাম বলেছেন তিনি হলেন @saymaakter আপু।উনার জন্যে বলেছেন উনি ভেরিফাইড মেম্বার হওয়া সত্ত্বেও পোস্টের মার্কডাউন আশাজনক নয় এবং এক্টিভিটিও আশাজনক নয়।

এরপরে বলেছেন,কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে জানতে চাওয়া গর্হিত একটি কাজ। আপনারা এখানে কাজ করতে এসেছেন, কিন্তু কারো সম্পর্কে শুধু শুধু জানতে চাওয়াটা অন্যায়।দাদার লেখা প্রাইভেসি নিয়ে করা পোস্টটি অবশ্যই সকলকে পড়ার অনুরোধ করা হলো এবং বলেছেন সে অনুযায়ী না চললে রাতে অপকর্ম করে দেখবেন সকালে ব্যান খেয়ে গেছেন। এরপর বলেছেন,আপুর আজকে বিচার হলো আপুদের উদ্দেশ্যেই।

Untitled 33.png

উনারা যদি আপুকে ডিএম এর মাধ্যমে না জানান তাহলে কি করে তিনি কোনো স্টেপ নিবেন। আপু বলেন, আপুদের যেকোনো সমস্যার জন্য ডিএম করতে পারবেন এবং চাইলে নামটি এ্যাডমিন, ফাউন্ডারের কাছেও হাইড করা হবে এবং শাস্তি দেওয়া হবে।সেক্ষেত্রে ১০০% নিরাপত্তা দেওয়া হবে। আপুদের জন্যেই কিছু খারাপ মানুষদের ধরা যাচ্ছে না। উপযুক্ত শাস্তির অভাবে উনারা পার পেয়ে যাচ্ছেন। তাই আপু অনুরোধ করেছেন তাকে যেনো যেকোনো সমস্যার জন্যে আপুরা ডিএম করে। এরপরে বলেছেন অনেক ইনএকটিভ লিস্টের মেম্বারগণ একটি পোস্ট করে অপেক্ষা করেন ভোটের জন্যে এরপর ভোট পেলে আরেকটি পোস্ট করেন। তাই উনাদের সাপোর্ট অফ করে দেওয়া হয়েছে। আর একটি বিষয় লেভেল - ৪ এ অনেকেই ভাইভার সময় হারিয়ে যান যা ভালো চোখে দেখা হয়না।আবার অনেকে মিথ্যা বলেন ভাইভার সময়ে যা আমরা সবটাই বুঝতে পারি।

এরপর @ayrinbd আপু কথা বলেন, আপনারা ভেরিফাইড মেম্বার যারা নিউ মেম্বারদের রেফার করে থাকেন।এরপরে নিউ মেম্বার রেফার যাচাই করার জন্য আপনাদের আর খুঁজে পাওয়া যায়না।আমি এবারও নিউ মেম্বার হ্যান্ডেল করার পর দুজন ভেরিফাইড মেম্বারকে বারবার ম্যানশন করেছি।কিন্তু তাদের কোনো রেসপন্স পাওয়া যায়নি। ভেরিফাইড মেম্বারের সহযোগিতা কামনা এই ক্ষেত্রে।যেহেতু আপনারা একজন মেম্বার রেফার করবেন,তাহলে অবশ্যই তার দায়িত্ব আপনার উপর থাকবে। আমি আজ থেকে বলবো যারা নিউ মেম্বার রেফার করবেন, ওই মেম্বারদের ডিস্কোর্ড আইডি ও স্টিমিট আইডি লিংক আপ করা পর্যন্ত তাকে গাইড করবেন।কারণ লিংক আপের আগ পর্যন্ত তাদের সাথে কানেক্ট হওয়ার অন্য কোনো সুযোগ নেই।পরবর্তীতে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।আর নিউ মেম্বারদের উদ্দেশ্যে যা বলবো,শুধু আমার বাংলা ব্লগে সাবস্ক্রাইব করে পোস্ট করে দিলেই হবে না বরং তার সাথে সাথে সকল নিয়ম মেনে পোস্ট করতে হয়।

আপনারা পোস্ট করার আগে অন্যদের পোস্টগুলো ভালোভাবে চেক করে নিবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমরা সবসময় আছি, প্রশ্ন করতে পারেন। কিন্তু এতো কষ্ট করে ফটোগ্রাফি, রেসিপি করে পোস্টে ভোটই না পান, তাহলে এর দাম কোথায় থাকলো? আর আপনাদের জেনারেল চ্যাট এ এক্সেস দেওয়া হয়েছে কিন্তু আপনারা এখানে সময় দিচ্ছেন না, এটা মোটেও ঠিক নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও ডিস্কোর্ড এ কথা বলার সময় অবশ্যই ভদ্রতার সাথে কথা বলবেন। এমন কোনো বিষয় নিয়ে কথা বলবেন না যেটা ডিস্কোর্ড এর পরিবেশ নষ্ট করে। নিজের সম্মান নিজে ধরে রাখবেন, ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন শিক্ষানবিশ মডারেটর @swagata21 আপু, শুরুতেই শুভ ভাই সকলের উদ্দেশ্যে ঘোষণা দেন যারা বিষয়টি এখনো জানেন না তাদের জন্য। swagata21 আপু আমার বাংলা ব্লগের নতুন শিক্ষানবিশ মডারেটর, যদিও অনেকেই উনাকে চিনেন এবং উনার পোষ্ট নিয়মিত পড়েন। আপু নিজের ভালো লাগার কথা শেয়ার করেন, নতুন অনেক বিষয় শিখতে পারছেন যা তার কাছে ভালো লাগছে।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন। সবাইকে স্মরণ করিয়ে দেন যে, আপু প্রতিনিয়ত চেষ্টা করেন সাপোর্ট বঞ্চিতদের রিপোর্ট প্রকাশ করার। শুভ ভাই আপুকে অনুরোধ করেন তার বক্তব্য লিখে শেয়ার করার জন্য।

Untitled 44.png

তারপর আপু তার কথা লিখে সকলের সাথে শেয়ার করেন। আশা করি সবাই ভালো আছেন।আজকের রিপোর্টটি করে আমি খুবই সন্তুষ্ট, কারন এ সপ্তাহে এ্যাকটিভি লিস্ট থেকে একজন ইউজারও পাওয়া যায়নি। আর সুপার একটিভ লিস্ট ও সব ঠিকঠাক আছে। মাঝে মধ্যে দু-একজন বাদ পড়ে যায় তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। তবে এ সপ্তাহে অনেক ইউজারদের পোষ্টের সংখ্যা খুব কম ছিল। নিয়মিত পোস্ট করতে থাকুন এবং এনগেজমেন্ট বাড়ান তাহলে সাপোর্টের জন্য আপনাকে খুঁজতে হবে না, সাপোর্টই আপনাকে খুঁজে বের করবে। আরেকটি কথা কোন ব্যাপারে যদি আপনাদের মনে কোন সন্দেহ থাকে, বা কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ডিএম করতে পারবেন, আমি কিছু মনে করব না, হাসিমুখে গ্রহণ করবো, ধন্যবাদ সকলকে।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন, শুরুতে @nusuranur যে কথাগুলো বলেছেন তার সাথে সহমত পোষন করেন এবং রিপিট করে সবাইকে সতর্ক করেন বিশেষ করে মেয়েদের সাথে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে @nusuranur সাথে যোগযোগ করতে বলেন, সে যেই হোক না কেন? প্রয়োজনে সকল গোপনীয়তা রক্ষা করা হবে, এ্যাডমিনরাও সেটা জানতে পারবেন না। ইতিমধ্যে এই ধরনের একটা কেস আমাদের সামনে এসেছে, যেখানে ফাউন্ডারকে জড়ানোর চেষ্টা করা হয়েছিলো। তাই সবাইকে সতর্ক থাকার এবং কোন সমস্যা হলে সাথে সাথে নুরকে জানানোর অনুরোধ করেন। এছাড়াও ফটোর ব্যাপারে বলেন ডিসকর্ডে এমন কিছু ফটো বা ভিডিও শেয়ার করা যাবে না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে একবার বেশ কিছু ব্যাঙের ফটো শেয়ার করা হয়েছিলো, যা দেখে আমার অনেক সমস্যা হয়েছিলো কারন আমি ব্যাঙ দেখে একটু ভয় পাই, ছোট বেলা হতেই এ বিষয়ে আমার সমস্যা রয়েছে। তাই অনাকাংখিত কোন কিছু জেনারেল চ্যাটে শেয়ার করা যাবে না, সৃষ্টিশীল কিংবা সৃজনশীলতামূলক কিছু শেয়ার করবেন। এখানে একটা কথা ফান করা কিংবা ফ্লার্ট করা এক বিষয় না, ফ্লার্টের সাথে সেক্স এর বিষয়টি চলে আসে, তাই এই ধরনের কিছু করা যাবে না। ডিসকর্ডের প্রাইভেসি নিয়ে রুলস তৈরী করা হবে, সেটা ভাবা হচ্ছে।

এরপর শুভ ভাই ফিরে আসেন দাদার কথাগুলোর সাথে সহমত পোষণ করেন। তারপর এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন মানুষ মানুষের জন্য, যারা এটা বিশ্বাস করেন তাদের কন্ট্রিবিউশন দেখতে চান। যারা নতুন হয়তো তারা বিষয়টি জানেন না তাই তাদের উদ্দেশ্যে বিষয়টি ব্যাখ্যা করেন। এরপর কথা বলেন হিরোইজম প্রজেক্ট নিয়ে, এ প্রসঙ্গে সমুন ভাই কথা বলেন এবং সবাইকে বিস্তারিত তথ্য উপস্থাপন করে সবাইকে ডেলিগেশন করার বিষয়ে অনুপ্রাণীত করার চেষ্টা করেন।

এরপর শুরু হয় কুইজ পর্ব, এবই পর্ব পরিচালনা করেন আরিফ ভাই আর তাকে সহযোগিতা করেন সুমন ভাই এবং আমি। শুরুতে আরিফ ভাই নিয়মগুলো শেয়ার করেন। তারপর সকলের উদ্দেশ্যে কুইজগুলো শেয়ার করেন, একটি কুইজের সঠিক উত্তর না আসার কারনে এবার পাঁচটি কুইজ ধরা হয় এবং আরিফ ভাইয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়। তবে সবার শেষে দাদার পক্ষ হতে একটা কুইজ ধরা হয় এবং বিজয়ীকে দাদার পক্ষ হতে পুরস্কৃত করা হয়। তারপর শুভ ভাইয়ের পক্ষ হতেও একটা কুইজ ধরা হয় এবং বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

Untitled 66.png

এরপর শুভ ভাই ফিরে আসনে আাবার, আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-১৭- ‘শেয়ার করো তোমার উৎসবের ভ্রমণ কাহিনী’ এর ফলাফল ঘোষণা করেন। একদম শেষের দিক হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভুতি শেয়ার করার সুযোগ করে দেন। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। টায়ার-১ হতে টায়ার-৩ পর্যন্ত সকলের নামগুলো উপস্থাপন করেন।

এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব গানের আসর অর্থাৎ এন্টারটেইন্টমেন্ট পর্ব। একে একে @isha.ish আপু গান, @mahbubul.lemon গান, @sshifa আপু কবিতা, @hsiddiqui79 গান, @selinasathi1 আপু কবিতা, @mrnazrul কবিতা, @razuahmed রেকর্ডকৃত গান, @santa14 আপু গান, @rita135 আপু গান শুনান।

সবশেষে শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব, সরাসরি কোন বিষয়ে কিছু জানার দারুণ সুযোগ এটা তবে তথ্য কিংবা জটিল বিষয়সমূহের জন্য সবাইকে টিকেট ক্রিয়েট করতে বলা হয়। শুরুতে দাদা কথা বলেন এরপর হতে প্রতি মাসে নিয়মিত DIY কনটেষ্টটি পুনরায় চালু করবেন এবং বড় আকারে পুরস্কার দিবেন তবে একজন অথবা অংশগ্রহণকারীদের অবস্থা বিবেচনা করে একাধিক বিজয়ী নির্বাচিত করার বিষয়ে জানান। তবে যে কোন বিষয়ে এটা হতে পারে DIY ছাড়াও অন্য বিষয় সংযুক্ত করা হবে এরপর হতে। এছাড়াও কথা বলেন, @selinasathi1, @mrnazrul, @morioum এবং @hsiddiqui79

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Apprentice Mod 🇮🇳
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png

Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest