New to Nutbox?

$PUSS - Think the Green Smile

14 comments

hafizullah
82
4 days agoSteemit4 min read

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও চারপাশের পরিচিত মানুষদের অবস্থান ভালো থাকার বিষয়ে আশ্বস্ত করতে পারছে না, পরিচিত অনেকেই অসুস্থ, অনাকাংখিত নানা সমস্যায় সবাই আক্রান্ত হচ্ছে। পরিবেশ নষ্ট হয়ে গেছে এর জন্য অবশ্য আমরা দায়ী, যার প্রভাব এখন চারপাশে দেখা যাচ্ছে। আমরা যখন কোন কিছুর চিন্তা করে শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে সোচ্চার হয়ে উঠে, তখনই এমন অনাকাংখিত নানা ঘটনার সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে আমাদের জন্য আরো বেশী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর বর্তমান পরিবেশ এর উৎকৃষ্ট উদাহরণ।

আরো একটা উদাহরণ কিন্তু আছে এবং সেটার কথা বললে সবাই খুব দ্রুত বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আমাদের বর্তমান অবস্থা হলো, আমরা বিষয়টি বুঝি কিন্তু উপলব্ধি করতে পারি না, যার কারনে আমাদের অবস্থান বিন্দুমাত্রও পরিবর্তন হয় না। নানা দূর্যোগের সময় আমরা পরিবেশ ও প্রকৃতি নিয়ে সোচ্চার হই কিন্তু তারপর আবার বেমালুম সব ভুলে যাই। যেন কিছুই হয় নাই এমন স্বাভাবিক হয়ে যাই। দ্বিতীয় উদাহরণটি হলো আমাদের নেটিভ কয়েন $PUSS । যার অবস্থান আরো বেশি সুন্দর ও গ্রীন থাকার কথা ছিলো কিন্তু অপ্রত্যাশিতভাবে সেটা আর নেই।

puss mini banner172.png

কেন নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের $PUSS এর প্রাইস চার্ট এর দিকে তাকাতে হবে, সুন্দর শুরুটা দেখতে হবে এবং তার সাথে সাথে বর্তমান প্রাইসের চার্টটা দেখতে হবে। দুটোর মাঝে একটু পার্থক্য টানার চেষ্টা করলেই সেটা স্পষ্ট হয়ে যাবে আমাদের। কেন এমন হলো? কারন আমাদের নষ্ট মানসিকতা এবং অতি লোভী ভাবনা। এখানে আমি কিংবা আপনি নাই বরং আমরা সবাই আছি, যার যার অবস্থান হতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। আমাদের লোভী মানসিকতা $PUSS কে গ্রীন হতে দেয় নাই বরং তাকে রক্তে রঞ্জিত করেছে এবং নিচের দিকে টেনে নিয়ে গেছে।

আমরা যদি দায়িত্বশীল ভূমিকায় থাকতাম তাহলে আজকে $PUSS এর হাসিটি আরো বেশী গ্রীন থাকতো, আরো বেশী সতেজ থাকতো। শুরুর চেয়ে আরো বেশী উপরের দিকে থাকতে এর অবস্থান। কিন্তু আমরা শটকার্টে অনেক কিছু করার স্বপ্ন দেখেছি, অবাস্তব কল্পনায় ডুবে পুরো প্রজেক্টটিকে রক্তাক্ত করে ফেলেছি, সবুজে দিকে না থেকে এর অবস্থান এখন লালের দিকে চলে আসছে। আমাদের অনাকাংখিত এবং অপ্রত্যাশীত দায়িত্বহীন এ্যাকটিভিটিজের বলি হয়েছে এই প্রজেক্টটি। এখনো সময় আছে নিজেদের সংশোধন করার এবং সুন্দর এই প্রজেক্টটি সবুজ ও সতেজ রাখার। যদিও আমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করি, যদিও একটু সম্মিলিতভাবে অবদান রাখার চেষ্টা করি।

আমি আমার পক্ষ হতে আমার অবস্থান পরিস্কার করি, আপনি আপনার পক্ষ হতে আপনার অবস্থান পরিস্কার করুন, তাহলেই দেখবেন চারপাশের অনেক কিছুই পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠতে শুরু করেছে। কে কি করলো, সেটা চিন্তা না করে নিজের অবস্থান হতে নিজের অবদানটুকু নিশ্চিত করি, এটাই হয়তো $PUSS এর জন্য অনেক কিছু হবে। সুমন ভাইয়ের ঘোষণাটি যারা দেখেছেন, সেখানে খুব সুন্দরভাবে একটা চার্ট তৈরী করে দিয়েছেন যাতে প্রতিদিন নিজের দায়িত্বগুলো পালন করা সহজ হয়। একটু চেষ্টা করে দেখুন খুব বেশী কঠিন না এবং খুব বেশী সময়ও ব্যয় হবে না। আবারো দেখে নিন এখানে


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest