New to Nutbox?

আমার বাংলা ব্লগ- বিশেষ হ্যাংআউট -নববর্ষ-১৪৩১ || Bangla Noboborsho Special Hangout

15 comments

hafizullah
82
16 days agoSteemit12 min read

Special Hangout .png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৪৪৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮৯। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৫৮জন।

বিশেষ হ্যাংআউটঃ

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। উপস্থিত সকলের সাথে নতনু শুভেচ্ছা বিনিময় করেন, নববর্ষ উপলক্ষে আয়োজিত হ্যাংআউট নিয়ে অনুভূতি শেয়ার করেন। যদি আবহাওয়া বেশ গরম, খুব একটা ভালো নেই কিন্তু তবুও আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে সকলের সাথে আজ ভালো কিছু সময় উপভোগ করবেন। বিশেষ দিনে বিশেষ আয়োজনে সর্বদা সচেষ্ট থাকে আমার বাংলা ব্লগ। এরপর সময় হওয়ার সাথে সাথে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার নিকট হতে অনুমতি নিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন। তবে তার আগে নববর্ষের দারুণ একটা গান বাজানো হয়।

এরপর কথা বলি আমি @hafizullah, আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা, এ্যাডমিন ও মডারেটর এবং সকল সদস্যদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাঙালি সংস্কৃতি, বাঙালির অতীত রীতিনীতির ধারক এবং বাহক হলাম আমরা, যারা বাঙালি হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করি, যারা বাঙালির সংস্কৃতি বুকে লালন করার চেষ্টা করি। আর আমার বাংলা ব্লগ সেই সুযোগগুলোকে আরো সুন্দর ও সুনিপুণভাবে পালন করার সুযোগ তৈরী করে দিচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। অটুট থাকুক আয়োজনের এই ধারাবাহিক, এই প্রত্যাশা ব্যক্ত করছি । সবশেষে শুভ হোক নতুন বছরের পথ চলা, সফলতায় রঙিন হোক সকল প্রচেষ্টা। শুভ নববর্ষ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি, শুরুতেই সকলকে জানান শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার হৃদয়ে ভরে যাক আনন্দের রংয়ে, সুখের গানে আর প্রেমের মিছিলে। পহেলা বৈশাখে আমার বাংলা ব্লগের পরিবারের সকল সম্পর্ক খুব সুন্দর ও শক্ত হোক, এই কামনাই করছি। আর শেষে একটা কথা না বললেই নয়, পহেলা বৈশাখ কিন্তু বাংলা সংস্কৃতির অপরিহার্য অংশ, আর এই পহেলা বৈশাখ উপলক্ষে আগে অনেক অনুষ্ঠান করা হতো বাড়িতে, বা পাড়ায়- স্কুলে, এখন সেগুলো উঠে যাচ্ছে সময়ের সাথে সাথে। কিন্তু আজকের দিনে আমার বাংলা ব্লগের মাধ্যমে নববর্ষ উপলক্ষে যে হ্যাংআউটের আয়োজন করা হয়েছে, তা কিন্তু সত্যি প্রশংসার দাবী রাখে। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, প্রথমেই আমার বাংলা ব্লগের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ধন্যবাদ। কারণ আমাদের বাংলা নিয়ে আমাদের গৌরব বোধের একটা আরও একটি মাধ্যম হলো আমার বাংলা ব্লগ। কারন আমার বাংলা ব্লগের মাধ্যমে আমরা এই প্লাটফর্মটিতে আমাদের নিজেদের জায়গা করে তুলতে পেরেছি এবং তার জন্য আমি আমাদের ফাউন্ডার এবং কো-ফাউন্ডার এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ ২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। গতকাল ছিলো আমাদের বাংলার নতুন বর্ষের ১ম দিন। নতুন বছরের নতুন আমেজ বয়ে আনুক প্রতিটি হৃদয়ে নতুন উদ্দীপনা। সৃষ্টিকর্তার আশীর্বাদে সকলের ঘর আনন্দে ভরে উঠুক, সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরটি আপনার এবং আপনার পরিবারের জন্য নতুন সুযোগ এবং সাফল্যে পূর্ণ হোক। এই পয়লা বৈশাখে আনন্দ, সমৃদ্ধি ভরা একটি নতুন অধ্যায়ের সূচনা হোক।

Untitled-01.png

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, প্রথমে সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানান। এই উৎসব হোক সকলের জন্য, আমি মনে করি প্রতিটি উৎসব এমন হওয়া উচিত যে, সমাজের সকল স্তরের মানুষের জন্য সেটা কল্যাণ বয়ে আনে। আমরা এই দিনে দেখি যে, অনেকেই একদিনের জন্য বাঙালি সাজার চেষ্টা করে। অনেকেই বাঙালি সাজে। কিন্তু আমাদের সমাজের যে নিচু শ্রেণীর মানুষ আছে, তারা এই দিনটিতে কি আসলেই ভালো আছে? এটা কিন্তু আসলেই একটা বড় প্রশ্ন।

আমরা উৎসবটাকে বিকৃত করে ফেলি সব সময়। সবার যেন নতুন বছরের আগামী দিনগুলো খাঁটি বাঙালি হয়ে কাটুক সেই করি, সেই সাথে আমাদের ফাউন্ডার, কো-ফাউন্ডার, এ্যাডমিন, মডারেটর এবং সকল সদস্যদের আবারো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর দাদাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই সুন্দর একটা প্লাটফর্ম আমাদের জন্য উপহার দিয়েছেন তিনি। যেন আমরা সবাই বাঙালি সংস্কৃতিকে আরো একটু চর্চা করতে পারি। আসলে আমরা সবাই যে, বিশেষ দিনে একত্র হতে পেরেছি, এটাও বড় একটা পাওয়া, আমরা আরো একটু চর্চা করতে পারছি আমাদের সংস্কৃতিকে।

এরপর কমিউনিটির মডারেটর @alsarzilsiam ভাই ব্যক্তিগত সমস্যার কারনে একটু আগে কথা বলেন, প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই, শুভ নববর্ষ। এই দিনটিকে ঘিরে আমাদের বাংলা ঐতিহ্য এবং সংস্কৃতির অনেক বড় একটি ভার বহন করে। নববর্ষের শুধুমাত্র একটি দিন নয় বরঞ্চ এটি উৎসবমুখর এবং আনন্দময় একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকেই বাংলা নববর্ষকে সদরে গ্রহণ করে নেই। তবে আজকের এই দিনে দাদাকে ধন্যবাদ না দিয়ে পারছি না কারণ তিনি না থাকলে হয়তো আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি পেতাম না। এছাড়াও একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে নিজের মাতৃভাষায় ব্লগিং করতে পারতাম না, তাই দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই নববর্ষের দিনটি অনেক চমৎকার ভাবে উদযাপন করেছেন যেহেতু ঈদের আমেজ চলছে সেহেতু আনন্দটা আরো বেশি হওয়ার কথা, তাই সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। আমরা যে সবাই আমার বাংলা ব্লগে কাজ করছি, আমরা সবাই আমাদের প্রাণের ভাষায় কাজ করতে পারছি। বাংলা নববর্ষ এখানে আমাদের আলাদা একটা আবেগ আছে, তাই যে যেভাবে পারি নিজ নিজ অবস্থান হতে ভালোভাবে উদযাপন করার। সকলের প্রতি আহবান জানান নিজের ভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে, সঠিকভাবে যেন কাজ করে যেতে পারি। আমার বাংলা ব্লগের মাধ্যমে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেয়া। যেমন কোরিয়ানরা সব সময় নিজের ভাষাকে প্রধান্য দিয়ে থাকে। ঠিক সেভাবে আমার বাংলা ব্লগের মাধ্যমে আমাদের সংস্কৃতির চর্চা করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করেন।

Untitled-02.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, ধর্ম কার কি হয় না হয় এটা বড় বিষয় না, কিন্তু এই যে আমাদের সংস্কৃতিটা আছে, বাঙালি সংস্কৃতি এটা কিন্তু আপামর সকলের জন্য। সেই জায়গাটা থেকে যদি বলি মঙ্গল বয়ে আনুক পুরো পৃথিবীতে, পুরো ধরণীতে এবং মনের ভিতর কলুষিত জটলা পাকা কিংবা কুটিলতা পূর্ণ কুচিন্তা ভাবনা সম্পন্ন মানুষ নিপাত যাক। পুরো পৃথিবীটা শান্তি ভরে উঠুক। দাদার একটা লেখা আমি কিছু দিন আগে পড়েছিলাম, আমরা যতই মনে মনে বলি যে আমরা যুদ্ধ সংঘাত কিছুই পছন্দ করি না, তারপরও একটা পৈশাচিক আনন্দ আসে, এই ব্যাপারগুলো হতে সবাই দূরে থাকি। পৃথিবীটা রঙিন হয়ে উঠুক নতুনত্বে, সুন্দর মানসিকতা সকলের মাঝে বিড়াজ করুক, এমন প্রত্যাশা ব্যক্ত করছি। আবারো সবাইকে শুভ নববর্ষ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, প্রথমেই সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা। আশা করি নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনেক শান্তি এবং সম্রিদ্ধি। আশাকরি নতুন বছরে সবাই সব সমস্যা কাটিয়ে ওঠবে। এই হ্যাংআউটে আমি দাদাকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই। কারণ তার কারণেই আজকে আমরা এই প্লাটফর্মে বাংলায় লেখালেখি করতে পারছি। বাংলায় নিজেদের মনে ভাব প্রকাশ করতে পারছি। আমি আশা করব আমরা সকলেই যার যার অবস্থান থেকে নিজেদের ভাষাগত দক্ষতা আরেকটু উন্নত করার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার সবাইকে। প্ৰথমেই আমার বাংলা ব্লগের প্রত্যেক সদস্যকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে নতুন বছরের অর্থ হলো পুরোনো বছরের ভালো স্মৃতি গুলোকে নিয়ে সামনে এগিয়ে চলা। তাই চলুন আমরা পুরোনো সব কষ্টের স্মৃতি গুলোকে সরিয়ে ভালো স্মৃতি গুলোকে সঙ্গে করে বয়ে আসন্ন বছর খুব ভালো কাটাই। তারপর ধন্যবাদ দিতে চাই সেই মানুষটিকে যার জন্য আজ আমরা বাঙালিরা একটা আন্তর্জাতিক প্লাটফর্মে নিজের ভাষার প্রতিনিধিত্ব করতে পারছি। অশেষ ধন্যবাদ দাদা।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে দাদা বলেন আসলে নতুন বছর মানে বাংলা নববর্ষ কিন্তু নববর্ষের কোন গুরুত্ব নেই। শুনতে খারাপ হলেও কথাটা সত্য। আমরা সব কিছু করি ইংরেজী ক্যালেন্ডার দিয়ে, মানে ইংরেজী ক্যালেন্ডারই মেইনটেন করি। আমাদের অফিসিয়াল কাজে, আমাদের প্রাত্যহিক দৈনন্দিন কাজে, সব ক্ষেত্রে আমরা ইউজ করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই জন্য আসলে বাংলা নববর্ষের কোন গুরুত্বই নেই। শুধু একটা দিন উদযাপন করি, এরপর আর কিছুই করা হয় না। সেই জন্য এটা নববর্ষ বা নতুন বছরের সূচনা এটা বলতে কেমন জানি লাগে আমার কাছে। সেই ছোটবেলা হতে আমরা জেনে আসছি নতুন বছরের সূচনা জানুয়ারী মাসের প্রথম দিন। তবে বাংলা নববর্ষের একটা গুরুত্ব আছে, সেটা হলো গ্রাম-বাংলার মানুষজনের কাছে।

Untitled-03.png

হিন্দু ধর্মের লোকজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলা ক্যালেন্ডারটা। কারণ হলো পঞ্জিকা অনুসারে তারা নানা ধরণের ধর্মীয়-আচার অনুষ্ঠান পালন করে থাকে, পুরোটাই বাংলা ক্যালেন্ডার নির্ভর। একটা বিতর্ক আছে এখন অব্দি, বাংলাদেশের ঐতিহাসিকরা দাবী করে যে, সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। কথাটা সম্পূর্ণ মিথ্যা না বা সম্পূর্ণ সত্য না। সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করে না সেটা না কিন্তু, আবার উনিই যে প্রথম প্রবর্তন করে সেটাও না। যখন মহারাজ শশাঙ্ক বাংলা শাসন করতেন তখন আসলে বাংলা বলে কোন শব্দ ছিলো না। গৌর ছিলো তখন এই এলাকায়, সেটা বৃহত্তর বাংলা। বৃহত্তর বাংলা মানে পশ্চিমবঙ্গ, পুরো বঙ্গ দুটো মিলে। সেটা শুরু হয়েছিলো খুলনা, বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর এই এলাকাগুলো ছিলো বাংলার ভিতর, এটা ছিলো গৌরের ভিতর।

আর ইন্ডিয়ার ভিতর যে অংশটা ছিলো সেটা হলো উত্তরবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, কোলকাতা মানে উত্তর চব্বিশ পরগনা এই এলাকা নিয়ে গৌর ছিলো। এদের মুখের ভাষা ছিলো বাংলা। গৌড় অধিপতি মহারাজ শশাঙ্ক সপ্তদশ শতাব্দিতে সাতশ চার সাল বলা হয়, বাংলা সন প্রবর্তন করেন। এই সন কিন্তু জনসাধারণের জন্য ছিলো না মূলত। এটা ছিলো পুরোহিতদের জন্য শুধু। পুরোহিতগণ যে পূজা-অর্চনা, অনুষ্ঠানের মৌখিক ক্রিয়াকলাপ থাকে তো, এগুলোর সঠিক বিধিসম্মত একটা সময়ের ব্যাপার ছিলো । এটা তৈরী করতে গিয়েই প্রথম বাংলা সনটা প্রবর্তন করেন। তারপর দীর্ঘকাল এটা শুধুমাত্র পুরোহিতদের কাছে আর যারা জ্যোতিষী ছিলো তাদের কাছে। আগে জ্যোতিষীদের মানুষের হাত গনণা করার মতো কাজ ছিলো না শুধু। চাষাবাদের সময়, বীজ বপনের উপযুক্ত সময় এগুলো নির্ণয় করে দিতেন। তখন জল সেচের বৈজ্ঞানিক কোন যন্ত্র ছিলো না, তখন বৃষ্টির জন্য অপেক্ষা করতো। ‍হিন্দু একটা প্রাচীন ধর্মতো, তারা প্রকৃতি- মাটি দিয়ে মূর্তি তৈরী করে পূজা করতো। তাদের মাঝে একটা ছিলো বৃষ্টির জন্য পূজা।

জ্যোতিষীদের কিছু কিছু সিস্টেমে তারা একটা পরিবর্তন আনে, তারা লক্ষ্য করে যে, আবহাওয়ার গতিবিধি বা কখন, কোন সময়টায় বৃষ্টি হতে পারে। কখন মৌসুমী বায়ুর প্রভাব পড়বে? কখন ‍বৃষ্টি হবে না? এগুলো তারা একটা বিশ্লেষণ করে একটা পঞ্জিকার মতো তৈরি করে, যেহেতু একটা বর্ষপঞ্জি লাগে এগুলো সিস্টেম মতো করতে। তখন থেকেই তারা পঞ্জিকার মতো তৈরি করে। এই পঞ্জিকার একটা সংস্করণই ছিলো বর্ষপূঞ্জি। যা আমাদের এখনকার বাংলা ক্যালেন্ডার এর মতো ছিলো না, কিছু কিছু মাস ছিলো ৩৫ দিন পর্যন্ত। কোন কোন মাস ছিলো ৩১ দিন আবার কোন কোন মাস ছিলো ৩২ দিন। এগুলো সব ঐ পঞ্জিকা নির্ভর ছিলো। এই ক্যালেন্ডার তখন গৌড়ের জনগন তেমন একটা বুঝতো না। বহুকাল পরে আকবর যখন বাংলা অধিকার করলেন (শশাঙ্ক ছিলেন প্রাগযুগীয় আর আকবর ছিলেন মধ্যযুগীয় রাজা বিস্তর তফাত সময়ের)।

উনি যখন বাংলা অধিকার করেন তখন, মোগলরা ব্যবহার করতেন হিজরীসন। হিজরী হচ্ছে চন্দ্র ভিত্তিক মাস। চাঁদের উপর ভিত্তি করে এই হিজরী সন। তাতে কিন্তু অনেকটা কম দিন হয়ে যায়। বাংলা সনে যেমন ৩৬৫ দিনের বেশী হয়ে যায় তেমনি হিজরী সনে ৩৬৫ দিনের কম হয়ে যায়। সেই সময়টায় গোলযোগ বাধে খাজনা আদায় নিয়ে। খাজনা আদায়ের নির্দিষ্ট কোন ডেট ছিলো না, হিজরী নববর্ষ অনুযায়ী খাজনা আদায়ের যে দিনটি ছিলো তখন কৃষক প্রজাদের হাতে কোন টাকা পয়সাই থাকতো না। যা আদায়ের উপযুক্ত ছিলো না। তখন শশাঙ্কের সেই পুরনো বর্ষপূঞ্জিটা ঘেটে সেটাকে সংস্করণ করে বাংলা সন প্রবর্তন করা হয়।

Untitled-04.png

যদি আপনি বলতে চান একদম প্রথম কে সূচনা করেন তাহলে বলা যায় যে মহারাজ শশাঙ্ক। শুধুমাত্র বাংলা সন যেটা বর্তমানে প্রচলিত আছে, যদি কেউ বলেন তাহলে সেটার ক্ষেত্রে বলা যায় সম্রাট আকবর। আকবর শুধুমাত্র সেটা সংস্করন করেন কারন হিজরী সন অনুযায়ী খাজনা আদায় অসম্ভব ছিলো। শশাঙ্কে বর্ষপূঞ্জি অনুযায়ী বছরের প্রথম দিন ছিলো বৈশাখের প্রথম দিন, সেটাকেই ঠিক রেখে সংস্করণ করা হয়। এটাই হলো বর্তমান বাংলা বর্ষপূঞ্জি। এগুলো জানতে হলে বই পড়তে হবে, বইতে মোটামুটি এগুলো সবই আছে। এরপর শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে দাদা নববর্ষের দিনের অনুভূতি শেয়ার করেন এবং নববর্ষ ও বাংলা ক্যালেন্ডার নিয়ে কথা বলেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং দাদাকে ধন্যবাদ জানান যুক্তিযুক্ত কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আশা প্রকাশ করেন সবাই কথাগুলো ঠিকঠাক বুঝতে পেরেছেন। এরপর সুন্দর একটা গান বাজানো হয়। তারপর কুইজ সেগমেন্ট শুরু করার জন্য কমিউনিটির মডারেটর রুপক ভাইকে আমন্ত্রন জানান যেহেতু আরিফ ভাই একটু বাহিরে আছেন। এই সেগমেন্টে রুপক ভাইকে সহযোগিতা করেন মডারেটর কিংপ্রস ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। পর পর ৬টি কুইজ শেয়ার করা হয়। পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর দাদার পক্ষ হতে ৫টি কুইজ শেয়ার করা হয়, যদিও সবগুলো কুইজের সঠিক উত্তর কেউ দিতে পারেন নাই কিন্তু সবাই বেশ উপভোগ করেছেন দাদার কুইজগুলো।

এরপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @saikat890 গান, @afrinkhanupoma গান, @bristychaki গান, @mahbubul.lemon গান, @santa14 গান, @sumon09 গান, @bristy1 গান, @saymaakter কবিতা আবৃত্তি এবং সবশেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Comments

Sort byBest