New to Nutbox?

আমার বাংলা ব্লগ-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৯১ || ABB Weekly Hangout Report-91

27 comments

hafizullah
81
last yearSteemit18 min read

Hangout 91.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৯৯৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১8৯।

হ্যাংআউট-৯১

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি শুরু করেন, শুরুতেই শুভ ভাই নিজের অনুভূতি শেয়ার করেন, প্রতিনিয়ত নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা, নানা তথ্য শেয়ার করা করি, সব কিছুই আপনাদের নিয়ে। তারপর সকলের প্রতি আহবান জানান তাকে সহযোগিতা করার, কথাগুলো শুনার এবং মাইক অফ রেখে যাতে অনাকাংখিত পরিস্থিতি এড়ানো যায়। সকলের কথা শুনার এবং পরামর্শগুলো মেনে চলার আহবান জানান, আমরা চেষ্টা করি পুরো সপ্তাহের রিভিউ নিয়ে আসার জন্য, কাংখিত পরামর্শগুলোর প্রতি যদি সবাই খেয়াল রাখে তাহলে কাংখিত একটা অবস্থান তৈরী করা সম্ভব হবে। তারপর সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মুল পর্ব শুরু করেন। সকলের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন এবং হ্যাংআউট নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৯১তম সাপ্তাহিক হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। কারন আজকাল সকলের এ্যাক্টিভিটিস চেক করে বেশ চিন্তায় পড়ে যাই, আপনারা সবাই সুস্থ্য নাকি অসুস্থ্য? আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের নানাভাবে উজ্জীবিত রাখার এবং যথেষ্ট সাপোর্ট দেয়ার, কারন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা কিছু নেয়ার জন্য কমিউনিটি ওপেন করেন নাই বরং বাংলা ভাষা ভাষীদের কিছু দেয়ার জন্য কমিউনিটি প্রতিষ্ঠাতা করেছেন। সুতরাং আমরা যদি এই সুযোগটার সঠিক ব্যবহার করতে না পারি তাহলে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং নিজেদের কাংখিত উপস্থিতি কমিউনিটিতে রাখতে চেষ্টা করবেন।

এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের ব্যাপারে আমি সত্যি খুবই হতাশ। কারন মোট ১৮ জন ইউজার ছিলেন আমার অধীনে কিন্তু তাদের মাঝ হতে ৮জনকে সুপার এ্যাকটিভ তালিকায় নিয়ে যেতে বেশ কষ্ট করতে হয়েছে আমাকে, মানে কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে। তিনজনকে অনুরোধ করবো @razuahmed @saymaakter @miratek আপনাদের আপনার এনগেজমেন্ট একটু উন্নত করার চেষ্টা করুন, কমেন্ট মনিটরিং রিপোর্টের দিকে লক্ষ্য রাখুন এবং ডিসকর্ডে কাংখিত উপস্থিতি রাখার চেষ্টা করুন। কারন আপনাদের নিকট হতে আমাদের প্রত্যাশা। আর বাকি যারা আছেন তাদের কিছু বলে লাভ নাই।

Untitled-0001.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের মাঝে কারোই এ্যাকটিভিটিস ভালো ছিলো না, পোষ্ট কম, ডিসকর্ড এনগেজম্নেট কম, এই রকম অনেক সমস্যা রয়েছে। তারপর কিছু ইউজারের নাম বলেন এবং তাদের কাংখিত পরামর্শ দেন। @samhunnahar আপনার পোষ্টে অনেক বানান ভুল থাকে এগুলো খেয়াল করতে বলেন এবং কোন ছবি ঠিকঠাক আপলোড হচ্ছে কিনা সেটাও চেক করে দেখতে বলেন, এগুলোর ব্যাপারে আরো সচেতন হতে হবে। @anisshamim বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের এ্যাক্টিভিটিস অনেক কমে গিয়েছে। @mithila19 পোষ্ট অনেক শর্ট হয়ে যায় এবং ডিসকর্ড এনগেজমেন্ট তেমন ভালো না, কমেন্টও তেমন ভালো না। পোষ্ট চেক করে নাম্বার দেয়ার ক্ষেত্রে নিজেই চিন্তায় পড়ে যাই। @ronggin@tauhida দুইজনেরই চ্যাটিং এবং এনগেজমেন্ট অনেক খারাপ ছিলো এই সপ্তাহে। @payelb ১৪ দিনের বেশী ইনএ্যাকটিভ থাকার কারনে ইনএ্যাকটিভ লিস্টে নাম দেয়া হয়েছে।

তারপর কমেন্ট করা সম্পর্কে বলেন পোষ্ট পড়ে কমেন্ট করার পূর্বে সেখানে বানান ভুল কিংবা অন্য কোন ভুল থাকলে সেটা কমেন্ট করার মাধ্যমে ধরিয়ে দেয়ার আহবান জানান। অনেকেই কমেন্ট করেন কিন্তু পোষ্টের ভুলগুলো ধরিয়ে দেন না, ফলে পোষ্টের ভুলগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এরপর বলেন এখনো কাংখিত কমেন্টগুলো চেক করা হয় নাই, যথা সময়ে সেগুলো চেক করে বিজয়ীদের পুরস্কার ওয়ালেটে পাঠিয়ে দেয়া হবে।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি কথা বলেন এরপর, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার তার অধীনে ছিলেন তাদের প্রত্যেকের পোষ্ট কোয়ালিটি মোটামোটি ছিলো। তবুও কিছু জনের কথা বলছি, @haideremtiaz আর @emon42 আপনাদের পোষ্ট ভেরিয়েশন অনেকটা একই রকম হয়ে যাচ্ছে। এছাড়া এই সপ্তাহে ডিসকর্ড এনগেজমেন্ট অনেকেরই কম ছিলো। তাদের মাঝে haideremtiaz, @morioum, @emon42, @naimuu এবং @hiramoni আপু পরবর্তীতে এই দিকটি একটু খেয়াল রাখতে বলেন। তারপর কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে কথা বলেন, সকলেরই কমেন্ট মান কম বেশী ভালো ছিলো। @green015 তাকে বলে বিগত দুই সপ্তাহ ধরে রিমার্কস এর ঘরে বার বার বলা হচ্ছে অন্যদের পোষ্টে কমেন্ট করা থেকে শুধু রিপ্লাই দিয়ে যাচ্ছে, একই জায়গা হতে বার বার করে যাচ্ছেন তাকে অনুরোধ করেন যদি পারেন জায়গা একটু পরিবর্তন করুন। না হলে আমাদের বলাটা বৃথা হয়ে যায়। কারন আমরা সপ্তাহ জুড়ে সময় নিয়ে সকলের কমেন্ট ভালোভাবে দেখে প্রত্যেককে একটা রিমার্কস দেই । যেটা ভুল মনে হয় সেটা বলি কিন্তু প্রতিবার যদি ভুলটা ধরিয়ে দেয়া হয় এবং সেটা যদি বার বার হতে থাকে তাহলে সেটা ভালো লাগে না।

তাছাড়া কমেন্টের মান ঠিকঠাক ছিলো সব দিক হতে। আর যাদের যেটা রিমার্কস হিসেবে বলা হচ্ছে দয়া করে তারা সে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন । এরপর ব্লগার অব দ্যা ইউক নিয়ে কথা বলেন, এই দায়িত্ব তার এবং তানজিরা আপুর, সেখান হতে বলেন অনেকেই পোষ্টের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করছেন সেটা পোষ্টগুলো দেখলেই বুঝা যায়। কিন্তু একটা কথা না বললেই নয়, পোষ্ট নমিনেশন দেয়ার সময় আমাদের এ্যাডমিনদের তরফ হতে যখন নাম সিলেক্ট করা হয়। তার পক্ষ হতে @aflatunn এবং @hiramoni আপু আপনাদের পোষ্ট সমূহে ভেরিয়েশন থাকা সত্বেও নমিনেশনে নাম দিতে পারিনি। কারন আপনাদের একজনের পোষ্ট সংখ্যা কম ছিলো এবং আরেকজনের কমেন্ট সংখ্যা অনেকটাই কম ছিলো। তাই নাম দিলেও আপনারা হয়তো প্রথম ধাপেই বাদ হয়ে যেতেন। কিন্তু এই বিষয়গুলো খুবই খারাপ লাগে তাই বলছি। প্রত্যেকবার একই মানুষ ব্লগার অব দ্যা উইক হচ্ছেন, সে দিক হতে অনেকেই পোষ্টে ভেরিয়েশন আনার চেষ্টা করছেন। কিন্তু ব্লগার অব দ্যা ইউক এর জন্য করে থাকলে এই দিকগুলো একটু খেয়াল রাখতে বলেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু কথা বলেন এরপর, এবার সুপার একটিভ লিস্ট এবং একটিভ লিস্ট তৈরি করতে গিয়ে বেশ হতাশ ই হয়েছি আমি। কারণ একটিভিটিস খুব ই কম। বেস্ট ব্লগার এও কোনো নতুন মুখ নেই। যা সত্যিই হতাশাজনক। কারণ,আমরা অপেক্ষায় আছি সাপোর্ট দেওয়ার জন্যে। কিন্তু মানুষ নেই। আর, ডিস্কোর্ড এ প্রচন্ড ইনএকটিভ সবাই। সবাই বলতে ১,২ জন ছাড়া আর সবাই ই মোটামুটি ইনএকটিভ। তাই আর এবার আমি আমার টায়ার এর লিস্ট ও সম্পূর্ণ করতে পারিনি। @jibon47, @kibreay001, @ah-agim আপনাদের একটিভিটিস খুব ই কম।

Untitled-00012.png

@munna101 আপনাকে আসলে কি বলবো জানিনা। এতো ঝামেলা করে একটিভ লিস্টে আনা হলো,ছাড় দেওয়া হলো নিয়মকে আরো শিথিল করে।তাও আপনার নেই কোনো একটিভিটিস।এরপর আমরা আর ২ সপ্তাহ দেখবো।তাও এতো ইরিগুলার থাকলে আপনাকে পারমানেন্ট ইনএকটিভ লিস্টে নেওয়া হবে। এরপর ভাইভা দিয়ে একটিভ লিস্টে আনা হবে।দাদার পোস্ট এ দাদা লিখে দিয়েছে যে সপ্তাহে অন্তত ১ টা পোস্ট ও ৭ টি কমেন্ট করলেও একটিভ লিস্টে থাকতে পারবেন। তাও আপনার অবস্থার উন্নতি নেই। আসলে আমরা তো কাওকে জোর করে রাখিনা। কিন্তু এরকম করলে আমাদের কাজ করতে প্রচন্ড সমস্যা হয়। @bidyut01 আপনাকে একটিভ লিস্টে আনা হয়েছে।

আর নাটক রিভিউতে নিজেদের মতামত গুলো তুলে ধরার চেষ্টা করবেন। শুধু কাহিনী লিখলে রিভিউ এর অর্থ বৃথা হয়ে যায়।রিভিউ অর্থ আপনি আপনার মতামত প্রকাশ করা। কিন্তু আপনি যদি আপনার মতামত ই প্রকাশ না করেন শুধু কাহিনী লিখেন তাহলে কি করে হবে! এতে করে আপনার পোস্ট কোয়ালিটি কমে যায়। আর আপুদের যেকোনো ব্যাক্তিগত সমস্যা জন্যে আমাকে নির্দ্ধিধায় ডিএম করতে পারবেন এবং যারা করেন তা আমার বেশ ভালো লাগে আপনাদের সাহায্য করতে পেরে।

তারপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, নুর আপুর সাথে সহমত পোষন করেন তারপর বলেন মুভি রিভিউ কিংবা নাকট রিভিউ নামে যা হচ্ছে তা কোন ভাবেই রিভিউ বলা যায় না। এ সম্পর্কে কিছু পরামর্শ তুলে ধরেন এবং নিজের অনুভূতি প্রকাশ কেরন। রিভিউ পড়ে যেন সবাই সেগুলো দেখার ব্যাপারে উৎসাহ পান কিন্তু স্পয়লার যদি করা হয় তাহলে সেটা মোটেও ঠিক না। আমরা অনেক কথা বলি হ্যাংআউটে কিন্তু দিন শেষে দেখা যায় সেই সমস্যাগুলো রয়ে গেছে, আসলে শুধ জয়েন থাকলে তো লাভ নেই যদি কথাগুলো না শুনেন। তারপর কিছু ইউজারের নাম প্রকাশ করেন এবং তাদের কাংখিত পরামর্শ দেন, সুপার এ্যাকটিভ তালিকা হতে যেন সবাই নিজের কাংখিত অবস্থান তৈরী করতে পারেন। সবাইকে পোষ্ট কোয়ালিটি ঠিক করতে বলেন বিশেষ করে যারা সুপার এ্যাকটিভ তারিকায়র টায়ার এ আছেন। তারপর এবিউজ রিপোর্ট নিয়ে কথা বলেন, মোট ১৪টি পোষ্ট মিউট করা হয়েছে এই সপ্তাহে। পাওয়ার আপ কনটেষ্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। সবশেষে পোষ্টের টাইটেল নিয়ে পুনরায় কথা বলেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন। শুরুতেই ডেভলপমেন্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির সদস্যদের জন্য বাংলা কিচেইন তৈরীর চেষ্টা করছেন। যদিও স্টিম প্লাটফর্মে কোন ভালো কিচেইন প্রজেক্ট নেই কিন্তু তাই এ বিষয়ে তিনি চেষ্টা করছেন এবং ডেমো ভার্সন দাদাকে চেক করতে দিয়েছে। দাদা সেটা রিভিউ করছেন যদি সব ঠিক থাকে তাহলে সেটা চালু করা হবে যাতে কমিউনিটির সবাই ব্যবহার করতে পারেন এবং নিজেদের নিরাপত্তা ধরে রাখতে পারেন।

এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন, শুরুতেই তাদের দেখতে চান যারা টুইটার অর্থবা সোশ্যাল সা্ইটগুলোতে পোষ্ট শেয়ার করার সাথে সাথে যথাযথ ট্যাগ ব্যবহার করছেন। সত্যি বলতে শুভ ভাই সকলের নিকট অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা নিয়মিত এই কাজটি করে যাচ্ছেন তাদের প্রতি শুভেচ্ছা জানান। একটা বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন সেটা নিয়ে সবাইকে চিন্তা করতে না করেন খুব দ্রুত সেটা ঠিক হয়ে যাবে। তাই যথা নিয়মে পোষ্ট সমূহ শেয়ার কযে যাওয়ার আহবান জানান।

Untitled-000123.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে @alsarzilsiam ভাই বলেন। প্রথমে লেভেল 3 এর ইউজার সম্পর্কে কিছু কথা বলতে চাই। level3 এ এখন ৩ জন রয়েছেন তার মধ্যে দুইজন প্রায় ইন্যাক্টিভ এবং একজন মোটামুটি একটিভ রয়েছে। তারপরও তার পোষ্টের মধ্যে কিছু মার্কডাউনের সমস্যা রয়েছে। আশা করব সমস্যাগুলো সমাধান করে নেবে। এছাড়াও লেভেল ২ যযারা পাশ করেছেন তাদের আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং ভারতীয় সময় রাত আটটা ৩০ মিনিটে নেওয়া ক্লাস নেওয়া হবে। আশা করি যথা সময়ে ক্লাসে উপস্থিত থাকবেন।

যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি সেহেতু কমেন্ট মনিটরিং বিষয়ে কিছু কথা বলতে চাই। আবার আগের মতো কমেন্টের সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে যা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেকেই অনেক ভালো কমেন্ট করছেন তবে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট বেশি করতে যেয়ে কোয়ালিটি অনেক নিচে নেমে আসছে. এছাড়াও কমেন্টের মধ্যে দাড়ি কমা সমস্যাগুলো রয়েছে। আপনাদের আপনাদের একটি উপদেশ দেওয়া হয় সেই উপদেশ অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। প্রথমে ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিই। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে নটা এবং ইন্ডিয়ান সময় রাত ন'টায় লেভেল ফাইভ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে জানেন এই পরীক্ষাটি দেয়ার মাধ্যমে আপনারা ভেরিফাইড মেম্বার হতে পারবেন। সকলে প্রস্তুতি সহকারে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন এবং চেষ্টা করবেন এমন জায়গায় থাকে যেখানকার নেটওয়ার্ক কাভারেজ ভালো। এই মুহূর্তে লেভেল ফোরে ছয় জন মেম্বার আছেন। তার ভেতরে একজন মেম্বার বাদে বাদবাকি সকলের activities বেশ সন্তোষজনক। বাকি যে একজন আছেন তিনিও তার কাজ শুরু করেছেন। আগামীকালকের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার সবাইকে। শুরুতেই আমি আমার লেভেল অর্থাৎ লেভেল দুই সম্পর্কিত কথাবার্তায় চলে যাবো। বর্তমানে লেবেল ২ এ মাত্র একজন ব্লগার রয়েছেন আর তিনি যথেষ্ট ভালো একটিভিটি করছেন। তিনি লেভেল ২ আসা থেকেই তার অ্যাক্টিভিটির মান যথেষ্ট ভালো রেখেছেন যেটা সত্যিই ইতিবাচক। ফলস্বরূপ তার লেখার মান বেশ ভালো হয়েছে আর এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন এক এক করে লেভেল গুলো পাশ করে আপনি ভেরিফাইড মেম্বার হবেন। আশা করবো ভবিষ্যতেও এভাবেই আপনার এক্টিভিটিস ধরে রাখবেন। এইবার লেভেল ২ এর ক্লাসের ব্যাপারে বলি। আগামী সপ্তাহেই লেভেল ২ এর ক্লাস করানো হবে যারা লেভেল ১ পাস করেছেন তারা অবশ্যই ক্লাস উপস্থিত থাকবেন। আরেকটা বিষয় হলো যদি আপনারা পারেন তাহলে অবশ্যই লেবেল ২ এর লেকচার শীট একবার হলেও চোখ বুলিয়ে আসবেন। তাহলে ক্লাসে যেটা বোঝানো হবে সেখানে আপনাদের বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা তৎক্ষণাৎ আমার কাছ থেকে সরাসরি বুঝে নিতে পারবেন। আজকে এটুকুই ছিলো। ধন্যবাদ শুভ দা। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @ayrinbd আপু। আজকে আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়ার ক্ষেত্রে আপাতত কোন টাইম নেই, আপনারা যে কোন সময় চাইলে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার রেফার করতে পারেন। সে ক্ষেত্রে আপনাদের আগের রুলস ফলো করতে হবে। আর এই মুহুর্তে যারা নিউ মেম্বার আর গেস্ট ব্লগার হিসেবে আছেন আপনাদেরকে বলবো পোস্ট কন্টিনিউ করতে থাকুন। আর অবশ্যই পোস্টে বেনিফিশিয়ারি দিতে হবে এবিবি স্কুলকে ৫% পার্সেন্ট আর সাই ফক্স কে ১০%পার্সেন্ট। আর আপাতত যারা গেস্ট ব্লগার হিসেবে level-1 পাস করেছেন আপনাদেরকে বলবো লেভেল 2 এর প্রস্তুতি নিন, আর লেভেল টু ক্লাসের সময়সূচী অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনারা অলওয়েজ অ্যানাউন্সমেন্ট চোখ রাখবেন।

Untitled-0001234.png

আর যে বিষয়টা না বললেই না, আপনারা কেন মেম্বার করছেন না সেটা আমি জানিনা, বাট যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমাকে ডিএম করে বলতে পারেন। আমার সাথে আপনারা এই বিষয়ে আলোচনা করতে পারেন। আশাকরি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যারা discord এ chat করেন আপনাদের বলবো এমন কোনো ইমোজি বা এমন বিষয় নিয়ে কথা বলবেন না যা অন্যদের মনে কষ্টের কারন হতে পারে। ধন্যবাদ সবাইকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভাল আছেন। আজকে তেমন কিছুই বলার নেই, শুধু কমেন্টস মনিটরিংয়ের ব্যাপারে একটু বলছি। কমেন্টসের মান এখন খুবই উন্নত, ভুল খুব কমই হচ্ছে শুধু ছোটখাট ভুল ছাড়া। ছোটখাট ভুলের মধ্যে যেমন আছে খায় এর জায়গায় লেখা হচ্ছে খাই, যায় এর জায়গায় লেখা হচ্ছে যাই। এ ধরনের অনেক ছোটখাট ভুল হচ্ছে। এ ছাড়া বাকি সব ঠিকই আছে। এ সকল ব্যাপারে সবাই একটু খেয়াল রাখবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

তারপর শুভ ভাই ফিরে আসেন, আইরিন আপুর প্রসঙ্গ ধরে কথা বলেন, রেফার করতে চাইছেন না, কারো দায়িত্ব নিতে চাইছেন না, ঠিক আছে। কিন্তু কেউ চাইলে স্টিম বিনিয়োগ করে অথবা গেষ্ট ব্লগার হিসেবে আমাদের আমাদের কমিউনিটিতে কাজ করতে পারবেন সেই নিউজটি তাদের দিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন। তারপর যথারীতি প্রমোশন নিয়ে কথা বলে। প্রথমে এবিবি স্কুল নিয়ে বলেন, যতদিন এবিবি স্কুলে থাকবেন ৫% বেনিফিশিয়ারী দিতে হবে এবিবি স্কুলকে আর ১০% দিতে হবে সাইফক্স কে। তারপর কথা বলেন হিরোইজম নিয়ে, এটা বিশ্বব্যাপারী প্রজেক্ট, তারপর এই সম্পর্কে নিজের অনুভূতি শেয়ার করেন। হিরোইজমকে ডেলিগেশন করার ব্যাপারে উৎসাহ দেন। সাপোর্ট ছাড়াও সপ্তাহ শেষে কিউরেশন রেওয়াডর্স দেয়া হয় হিরোইজম হতে।

হিরোইজম এ মিসিং ভোট এর দায়িত্বে তিনি আছেন এবং এ সম্পর্কে সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দেন, ভোট মিসিং হলে যথাযথভাবে তাকে অবহিত করতে বলেন। তিনি চেষ্টা করবেন সাপোর্ট নিশ্চিত করার। এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এটা নিয়ে, যদিও কোন প্রমোশন করা হয় নাই এটা নিয়ে এখন পর্যন্ত। সবাই বেশ উৎসাহ নিয়ে এখানে ডেলিগেশন করছেন। কারা কারা এবিবি কিউরেশনের ফ্যান তাদের দেখতে চান। যারা বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের অনুরোধ করেন এখানে ডেলিগেশন করার।

তারপর কথা বলেন নিক্সি নিয়ে, যৌথ উদ্যোগের একটা প্রজেক্ট এটি, এ বিষয়ে একটা পোষ্ট করা হয়েছে ইতিমধ্যে বিস্তারিত তথ্যসহ সেটা দেখতে বলেন। তারপর সকলের অবগতির জন্য এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং যাদের বেশী স্টিম পাওয়ার রয়েছে তারা চাইলে কিছু পাওয়ার সেখানে ডেলিগেশন করতে পারেন, পোষ্ট না করলেও সেখান হতে রিওয়ার্ডস পাওয়া যাবে। তারপর আরিফ ভাই কিছু কথা বলেন, ডিসকর্ডের জন্য একটা ভোট তৈরী করেছেন উনি, সেটা নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেন। এরপর এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন শুভ ভাই, যে কোন পরিমানে লিকুইড ডোনেশন দিতে পারেন অথবা বেনিফিশিয়ারী দিয়ে ডোনেশন করতে পারবেন। তারপর সহযোগিতা নেয়ার বিষয়টি শেয়ার করেন। এরপর এবিবি পিন নিয়ে কথা বলেন, মোট ছয়টি ক্যাটাগরিতে সেখানে পোষ্ট পিনআপ করা থাকে, এ বিষয়ে সবাইকে বিস্তারিত তথ্য শেয়ার করেন। এবিবি ফান নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত মজার মজার প্রশ্ন করা হয়, সেগুলোও পিন পোষ্টে থাকে।

রবিবারের স্টেজ শো নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আপনাদের দ্বারপ্রান্তে যাওয়ার, আপনাদের কাছাকাছি যাওয়ার এবং আপনাদের কথাগুলোকে তুলে ধরার। অতিথিকে সম্মানী দেয়া হয়। এ বিষয়ে আমি কিছু কথা বলি এবং তারপর শুভ ভাই রমজানের সিডিউলটা তুলে ধরেন। পরবর্তীতে এ বিষয়ে ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ফান করো আর্ন করো, এবিবি ফান নিয়ে কথা বলেন। সবাইকে এখানে এ্যাকটিভ থাকার আহবান জানান, তারপর নতুনদের ফ্রি ডেলিগেশন দেয়ার বিষয়টিও উপস্থাপন করেন। নতুনদের নিয়মিত রিওয়ার্ডস ক্লেইম করতে বলেন। তারপর সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, সাইফক্স ইউক সোমবার টু রবিবার সেটা আবারও স্মরণ করিয়ে দেন। তারপর নতুন প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, আমার বাংলা ব্লগের ৩৩তম কনটেস্ট নিয়ে, মোট পুরস্কার ২০০ স্টিম, সবাইকে রুলসগুলো ভালোভাবে পড়ে অংশগ্রহণ করার আহবান জানান। তারপর বেষ্ট অব দ্যা ব্লগার নিয়ে কথা বলেন, স্বাগতা দিদি এবং তানজিরা ম্যাডার এই দায়িত্বটি পালন করছেন দাদার গাইড অনুযায়ী।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন। এই সপ্তাহে বেষ্ট ব্লগার হয়েছেন, @tasonya, @monira999, ও @narocky71 এবং বিশেষভাবে @selinasathi1। এরপর দাদা বেষ্ট ব্লগার অব দ্যা ইউক নির্বাচনের বিষয়টি পুনরায় তুলে ধরেন এবং স্বাদতা দিদি ও তানজিরা ম্যাডাম দুইজনই দায়িত্ব পালন করেন। এ বিষয়ে দাদা বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, দাদার গাইডলাইন অনুযায়ী পুরো প্রক্রিয়াটি তারাই সম্পন্ন করেন তবে ৫ স্টেজে আটকে গেলে দাদা ৬ স্টেজ নিয়ে কাজ করবেন যাতে চূড়ান্ত বিজয়ী সিলেকশন করতে পারেন। এ বিষয়ে বিগত এক সপ্তাহের উদাহরণ উপস্থাপন করেন এবং সেই সপ্তাহে একজনকে আগাম নির্বাচিত করা হয়েছিলো বলে জানান।

Untitled-00012345.png

এরপর দাদা এবিবি কিউরেশন ডেলিগেশন প্রজেক্ট নিয়ে কথা বলেন, এবিবি কিউরেশনের মূল উদ্দেশ্যটি হলো গেষ্ট ব্লগারদের আরো বেশী উৎসাহ দেয়া এবং পোষ্ট করার ব্যাপারে আগ্রহী করে তোলা। এরপর দাদা বলেন গেষ্ট ব্লগারদের যে একশত স্টিম বিনিয়োগ করতে বলা হয় সেই কথাটা সম্পূর্ণ ভুল, তারপর এ বিষয়টি সকলের উদ্দেশ্যে বিস্তারিত ব্যাখ্যাসহকারে বুঝানোর চেষ্টা করেন। বিনিয়োগ বলতে কি বুঝানো হয় এবং ডেলিগেশন বলতে কি বুঝায়, যা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। ডেলিগেশনটি শতভাগ নিরাপদ এবং নিজের স্টিম নিজেরই থাকবে সর্বদা। তারপর এবিবি কিউরেশনের বিষয়টি আরো সহজভাবে উপস্থাপন করেন। প্রসঙ্গক্রমে অন্যান্য ডেলিগেশন ভিত্তিক প্রজেক্টগুলোর তুলনা দেন।

এবিবি কিউরেশন সম্পূর্ণ ডেলিগেশন বেসিস প্রজেক্ট, এখানে আপনার টাকা আপনারই থাকবে শুধুমাত্র আপনার পাওয়ারগুলোর ব্যবহার করা হবে। আপনি প্রতিদিন পোষ্ট করছেন সময় বিনিয়োগ করে এখানে প্রতিদিন সাপোর্ট পাবেন এবিবি কিউরেশন হতে যদি ডেলিগেশন করেন আর এটা নিঃসন্দেহে আপনার জন্য লাভ হবে। যারা ডেলিগেশন করেছেন তারা ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছেন। এবিবি কিউরেশনটি মেইনলি ডিজাইন করা হয়েছে আমার বাংলা ব্লগের জন্য। যদিও বাহিরের ইউজাররা এখন ডেলিগেশন করতে পারছেন কারন এটা এনাবল করে রাখা হয়েছে। যারা একশ স্টিম ডেলিগেশন করেছেন তারা খুব একটা লাভবান হতে পারবেন না কারন কিছু দিন পর তাদের বোনাস ভোটটা অফ করে দেয়া হবে। মিনিয়াম ৫০০ স্টিম ডেলিগেশন করতে বলেন, তবে ১০০ স্টিম ডেলিগেশন করলেও ভোট পাবে কিন্তু বোনাস পাবে না। তারপর স্টিম নিয়ে সবাইকে আশ্বস্ত করেন, স্টিম প্লাটফর্ম নিয়ে ভয়ের কিছুই নেই।

তারপর এবিবি স্কুলের গাইডলাইন নিয়ে কথা বলেন, যারা পিটুপি করবেন তাদের অনুরোধ করেন খুব বেশী স্টিম যেন এভাবে ক্রয় করা না হয়। তারপর কথা বলেন স্টিম কি চেইন নিয়ে। যারা ব্লকচেইনে ব্লগিং করেন তারা যদি কিচেইন ব্যবহার করেন তাহলে আইডি হ্যাংকিং হওয়ার সম্ভাবনা জিরো হয়ে যাবে। এ বিষয়ে দাদা বিস্তারিত ব্যাখ্যা করেন সকলের বুঝার সুবিধার্থে। এটা কখনো পাসওয়ার্ড আউট হবে না কারন এটা কখনো লাইট হয় না। আরিফ ভাই বেশ কষ্ট করে এটা নতুনভাবে ডিজাইন করা হচ্ছে শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য। তারপর টুইটার নিয়ে কথা বলেন, একটা প্রমোশন করেছিলেন দাদা, সময় শেষ হওয়ার পরও বাজেটের বাহিরে টাকা কেটে নেয়া হচ্ছে, সেই কারনে দাদা কার্ড অফ করে রেখেছেন আর এই কারনে টুইটার এ্যাকাউন্টটি নিয়ে ঝামেলা হচ্ছে। দাদা তাদের সাথে যোগাযোগ করছেন, আশা করেন সেটা দ্রুত ঠিক হয়ে যাবে।

তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং যথারীতি আমি । যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতো একই রয়েছে সেহেতু আরিফ ভাই নতুন করে কিছু বলেন নাই, তাই সরাসরি কুইজ পর্ব শুরু করেন। তবে সকলের অবগতির জন্য বলেন বিগত কয়েক পর্বের রিওয়ার্ডস এখনো পেন্ডিং আছে সেটা দ্রুত পাঠিয়ে দেয়া হবে। এরপর একে একে চারটি কুইজ শেয়ার করেন, বিজয়ীদের নাম রেকর্ড রাখতে বলেন। এরপর কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডাম একটি কুইজ শেয়ার করেন এবং বিজয়ীকে তার পক্ষ হতে রিওয়ার্ডস প্রেরণ করেন। তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদা দুটো কুইজ শেয়ার করেন এবং বিজয়ীদের রিওয়ার্ডস প্রেরণ করেন। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের পর্ব শুরু করার আগে সাথি আপুকে স্টেজে আমন্ত্রণ জানান এবং তার সাথে কৌশল বিনিয়ম করেন। এরপর সাথি আপুকে অনুরোধ করেন গানের পর্বটি পরিচালনা করার জন্য। এরপর সাথি আপু কবিতার ছন্দে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান পারফর্ম করার জন্য। একে একে @hiramoni গান, @bristychaki গান, @shyamshundor কবিতা আবৃত্তি, @pujaghosh কবিতা আবৃত্তি, @selinasathi1 কবিতা আবৃত্তি এবং @limon88 গান পরিবেশন করেন। সব শেষে শুভ ভাইয়ের নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে শুনান।

এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্তী ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Comments

Sort byBest