New to Nutbox?

আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

4 comments

hafizullah
82
6 days agoSteemit4 min read

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং শীতের শীতল উষ্ণতায় নিজেকে আরো বেশী সতেজ ও চঞ্চল রাখার চেষ্টা করছি। যদিও শীতের ঠান্ডায় চঞ্চলতা ধরে রাখাটা বেশ কঠিন, অবশ্য মানসিক স্থিতরতা থাকলে সেটা মোটেও কঠিন কিছু না। প্রকৃতি ও পরিবেশ যেমন অনাকাংখিতভাবে নিজের অবস্থান ও রূপ পরিবর্তন করছে ঠিক তেমনি অনাকাংখিতভাবে আমাদের মানসিকতারও ব্যাপক পরিবর্তন হচ্ছে। হ্যা, সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াটা আবশ্যক কিন্তু সেটাও হতে হবে কাংখিতভাবে।

কিন্তু আমরা কিংবা আমাদের পরিবর্তনটা মোটেও কাংখিতভাবে হচ্ছে না। মানুষ হিসেবে আমাদের মানসিকতা এবং আচার ব্যবহারগুলো অবশ্যই সুন্দর ও মার্জিতভাবে হতে হবে না হলে অন্যান্য প্রাণীর সাথে আমাদের পার্থক্যটা থাকবে কোথায়? এখন আমরাও যদি পশুদের মতো আগ্রাসী মনোভাব প্রকাশ করি, আমাদের আচার ব্যবহার যদি অন্যান্য প্রাণীদের মতো উগ্রতার আবরণে ঢেকে থাকে তাহলে পার্থক্যটা থাকলো কোথায়?মার্জিত আচরণবিশিষ্ট কিছু আছে বলেই তো ভদ্রতার টাইটেলটি আমাদের সাথে যায়, না হলে তো সেটা অন্যান্য প্রাণীদের সাথেই যেতো।

aggressive-1547905_1280.jpg

অবশ্য সময় পাল্টে গেছে, এখন অন্যান্য প্রাণীদের সাথে ভদ্রতার বিষয়টি গেলেও আমাদের সাথে যায় না কারন আমাদের নষ্ট মানসিকতা। আধুনিক সভ্যতা হয়তো আমাদের সব কিছুই দিতে পারছে কিন্তু ভদ্রতার মানসিকতাটা নিয়ে যাচ্ছে, আমাদের অবস্থান, আমাদের মানসিকতা কেমন জানি আমূলভাবে পাল্টে গেছে। সামান্য কিছু এদিক সেদিক হলেই আমরা অগ্নিরূপ হয়ে যাচ্ছি, শাপের মতো তেড়ে আসছি এবং হিংস্র প্রাণীদের মতো চিৎকার করছি। অথচ আমাদের অবস্থান হওয়া উচিত ছিলো ভিন্ন এবং মার্জিত। সমস্যা আছে এবং থাকবে কিন্তু তার জন্য আমাদের এমন বিরূপ আচরণ করতে হবে?

আমাকে পাবলিক বাসে যাতায়াত করতে হয় এবং সেটাও বেশ দীর্ঘ সময়ের জন্য। বাসা হতে অফিসে যাতায়াত এ প্রায় ২ঘন্টার মতো সময় লেগে যায় এবং পুরো সময়টাই আমাকে বাসের মাঝে থাকতে হয়। পাবলিক বাস মানেই হাজার মতের হাজার মানুষ উঠবে, প্রতিটি স্টপিজ এ থামবে এবং ধীরে সুস্থে হেলে ধুলে চলবে। সুতরাং আমরা যারা পাবলিক এই ধরনের বাসে উঠি তাদের মানসিকতাও তেমন থাকা উচিত, কারন এটা বিমান না এবং বিরতিহীন গাড়িও না। কিন্তু কিছু মানুষ বাসে উঠেই এমন ভাব ধরেন মনে হয় তারা বিমানে উঠেছেন, অথবা তারা রাজ পরিবারের কোন সদস্য!

এই মানসিকতার মানুষগুলো দেখলে সত্যি বড্ড বেশী হতাশ হয়ে যাই, নিজেকে বেশ কঠিনভাবে সংযত করি। এই রকম পরিবেশ চারপাশেই রয়েছে একটু চোখ কান খোলা রাখলেই সেটা উপলব্ধি করতে পারবেন। এসব পরিবর্তন কিংবা মানসিকতা কিসের পরিচয় বা আভাস? আমাদের ভিন্ন মানসিকতার আগ্রাসী রূপ, আমাদের নৈতিক অবনতির রূপ এবং কুশিক্ষার চূড়ান্ত রূপ। হয়তো অজস্র সার্টিফিকেট আছে আমাদের নামে কিন্তু সেগুলোর প্রভাব শুধুমাত্র সেই কাগজের মাঝেই সীমিত রয়েছে কিন্তু আমাদের মানসিকতার উপর কোন প্রভাব বিস্তার করতে পারে নাই, আফসোস!

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest