New to Nutbox?

কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ (পর্ব-১)

5 comments

hafizullah
82
last monthSteemit5 min read

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় ব্যয় করার চেষ্টা করছি। সত্যি বলতে সময়ের সাথে সাথে আমাদের মানসিকতার দারুণ পরিবর্তন খুবই জরুরী। এখানে শুধু পরিবর্তন শব্দটা ব্যবহার না করে দারুণ পরিবর্তন বলেছি কারন এই পরিবর্তনটা অবশ্যই বাধ্য হয়ে না বরং আনন্দের সাথে হওয়ার উচিত। দেখুন কোন কিছু বাধ্য হয়ে করলে তা যতটা সুন্দর ও ভালো হবে যদি সেটা আনন্দ নিয়ে করা যায় তাহলে তার ফলাফলটা নিঃসন্দেহে দ্বিগুন ভালো ও সুন্দর হবে, এটাই বুঝাতে চেয়েছি আমি।

যাইহোক, ভূমিকায় খুব বেশী কথা আজ বলবো না কারন সেই মানসিকতাও নেই। তবে হ্যা, মাস খানেক আগে অনুভূতিগুলোকে আরো একটু সতেজ ও চঞ্চল করার নিমিত্তে এবং তার সাথে সাথে বন্ধুত্বের টানে কক্সবাজার ভ্রমণ করেছিলাম, এটাকে আনন্দ ভ্রমণও বলতে পারেন। যদিও হৃদয়ের টানে কলকাতা ভ্রমণ করেছিলাম সেই পর্বগুলো এখনো শেষ করতে পারি নাই অথচ পুরো এক বছর পার হয়ে গেলো, আদতে আমি খুবই অলস প্রকৃতির একজন মানুষ, না না না আমি কখনো এটা স্বীকার করি না বরং আপনাদের ভাবি সুযোগ পেলেই এটা বলে থাকেন, হি হি হি। বাদ দিন, দেখা যাক কক্সবাজারের পর্বগুলো শেষ করতে পারি কিনা? আর হ্যা, সেন্টমার্টিন ভ্রমণের পর্বতো শুরুই করা হয় নাই এখনো, বুঝেন তাহলে সত্যটা কি!

IMG_20240524_215302.jpg

IMG_20240524_215259.jpg

এটা আমার অন্যতম একটা বড় সমস্যা, কি নিয়ে শুরু করতে চাই আর কি দিয়ে শুরু হয়ে যায়, হি হি হি। তবে এবার কক্সবাজারের যাত্রা শুরুটা মোটেও সুখকর ছিলো না আমাদের জন্য। একে তো অফিসে কাজের চাপ ছিলো প্রচুর, তারপর প্রকৃতি মানে পরিবেশের অবস্থাও খুব একটা ভালো ছিলো না। যদিও আমরা বহু আগেই টিকেট করে ফেলেছিলাম অনলাইন এর মাধ্যমে। অবশ্য এখনে সুমন ভাইয়ের ক্রেডিটটাই বেশী, কারন আজকাল অনলাইনের টিকেটও সিন্ডিকেটের হাতে চলে গেছে। আপনি আমি চাইলেও শান্তিতে অনলাইন হতে টিকেট ক্রয় করতে পারবো না, একাধিক ফোন এবং ব্যক্তি নিয়ে জাস্ট টাইমে ট্রাই করতে হয়। তারপরও ভাগ্য ভালো না হলে সেটাও মিলবে না।

IMG_20240524_215321.jpg

IMG_20240524_215406.jpg

তবে সুমন ভাই এবং তার দক্ষ টীম মেম্বাররা আমাদের হতাশ করেন নাই, টিকেট নিশ্চিত করেছেন যথা সময়ে। তারপর অফিসের বসদের ম্যানেজ করে ছুটি নিশ্চিত করেছি, যদিও তারা বার বার অনুরোধ করেছেন পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করার। কারন আমাদের যাত্রা শুরুর আগেই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে হৈ চৈ শুরু হয়েছিলো। যার কারনে ঘরে এবং বাহিরে উভয় দিক হতেই না যাওয়ার একটা সতর্ক বার্তা ছিলো। তবে আমাদের মাঝে অন্য রকম একটা উত্তেজনা ছিলো, সত্যি বলতে ভিন্ন প্রকৃতির মাঝে বিশাল সমুদ্রের উত্তাল দৃশ্যগুলো বার বার আমাদের আকর্ষণ করতেছিলো। অবশ্য আমি আর আরিফ ভাই এই রকম দৃশ্যের সাথে সেই ছোট বেলা হতেই পরিচিত।

কারণ আমাদের গ্রামের বাড়ির অবস্থানটা এমন জায়গায়, যেখানে যাওয়া আসার সময় আমরা প্রতিনিয়ত এই রকম দৃশ্যের সম্মুখীন হই। সুতরাং ভয়ের বিষয়টি আমাদের মাঝে একদমই ছিলো না। তাই মে মাসের ২৪ তারিখ অর্থাৎ শুক্রবার রাতের ট্রেন ধরার জন্য বাসা থেকে বের হয়ে সোজা চলে যাই কমলাপুর রেলস্টেশনে। প্রথমে আমি পৌঁছাই, তারপর সুমন ভাই এবং তার টীমের জন্য অপেক্ষা করতে থাকি। চারপাশের দৃশ্যগুলো দেখা, ফটোগ্রাফি করা এবং কোন প্লাটফর্ম হতে ট্রেনে উঠবো, ইত্যাদি খবরা খবর আমি আগেই নিয়ে নিয়েছিলাম। সুতরাং সুমন ভাই চলে আসলে আমরা নির্দিষ্ট স্থানে গিয়ে অপেক্ষা করতেছিলাম কাংখিত ট্রেন এর জন্য।

IMG_20240524_215424.jpg

IMG_20240524_221612.jpg

IMG_20240524_221616.jpg

যথা সময়ের মাঝে ট্রেন চলে আসে এবং আমরা কাংখিত সীট সমূহে গিয়ে আসন গ্রহণ করি। কিন্তু সমস্যা বাধে আমার সীট নিয়ে, কোন ভাবেই তাকে কাইত করা যাচ্ছে না। মনে হচ্ছিল ঢাকা শহরের ট্রাফিক সিগন্যালের মতো কিছু, চার হাত তুলেও যেখানে ড্রাইভারদের গাড়ি থামানো যায় না। কি আর করার, আমি আর সুমন ভাই যাওয়ার কষ্টটা ভাগেযোগে শেয়ার করে নেই। অনুভূতির নতুন উত্তেজনায় ছুটতে থাকে ট্রেন আর এর মাঝে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আসার সময়ের টিকেট বাতিল করে শীততপ নিয়ন্ত্রিত সীট নিশ্চিত করার। যদিও তার জন্য হালকা পাতলা জরিমানা গুনতে হয়েছিলো আমাদের, হি হি হি।

তারিখঃ মে ২৪, ২০২৪ইং।
লোকেশনঃ কমলাপুর, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Comments

Sort byBest