আবেগের কবিতা || কেন এমন বদলে যায় সব? || Original Poetry by @hafizullah

hafizullah -

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বেঁচে আছি। সত্যি বলতে হঠাৎ করে বদলে যাওয়া চারপাশের দৃশ্যগুলো একটা ভয় ধরিয়ে দিয়েছিলো হৃদয়ের মাঝে, অন্য রকম একটা কম্পন তৈরী হয়েছিলো মনের মাঝে। মাঝে মাঝে এমন হয় না অনাকাংখিত পরিস্থিতি গভীর অন্ধকারে ঠেলে দেয় আমাদের, হাজার চিন্তা এসে জড়ো হয় মনের কল্পনায়, ঘুমগুলো উড়ে যায় দূর সীমানায়, ঠিক তেমন একটা পরিস্থিতির মাঝে প্রবেশ করেছিলাম আমরা, শুধু আমরা না পুরো জাতি। নেট নেই, ডিস লাইন নেই, ব্যাংক বন্ধ, ডিজিডাল সব কিছু বন্ধ, টাকা পয়সা উত্তোলন করার সুযোগ নেই। বিদ্যুতের কার্ড রিচার্জ করার সুযোগ নেই, অনেকটা যুদ্ধের মাঝে মানুষজন যেমন থাকে ঠিক তেমন একটা পরিবেশ।

হয়তো সব অনুভূতি লিখে প্রকাশ করতে পারবো না, কারন কিছু অনুভূতি সত্যি কখনো সেভাবে উপস্থাপন করা যায় না। ব্যস্ত মানুষজনদের হঠাৎ হাত পা বেঁধে কোথায় ফেলে রাখলে যেমনটা হয়, ঠিক তেমন একটা পরিস্থিতির মাঝে ছিলাম আমরা। তবে আমাদের অবস্থাটা একটু বেশী খারাপ ছিলো, গত শুক্রবার ছিলো ভাগিনার বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান। আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা কেউ ফেরত যেতে পারে নাই, বুঝতেই পারছেন অনাকাংখিত পরিস্থিতির মাঝে সবাই আটকা পড়েছিলেন আর তখন বিয়ে বাড়ির পরিবেশটা কেমন হয়েছিলো একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন। যাইহোক, আজ খুব বেশী কিছু বলবো না, জাস্ট একটা কবিতা শেয়ার করবো।



জীবনের ভাবনাগুলো নিশ্চল নীরব
হচ্ছে প্রতিনিয়ত, নির্মম আঘাতে
হৃদয়ের স্বপ্নগুলো ধূসর কালো
হচ্ছে প্রতিনিয়ত, রাতের অন্ধকারে।

সময়ের সাথে মানুষের ব্যবহার
কেন এতো পাল্টে যায়?
অযথা বিরূপ আচরণে সবাই
কেন এমন বদলে যায়?

শেষ বিকেলের রক্তিম আলো
হচ্ছে প্রতিনিয়ত, রংহীন বিবর্ণ
প্রয়োজনের সুবিধায় সম্পর্কের বন্ধন
হচ্ছে প্রতিনিয়ত, শিথিল অসংযত।

সময়ের সাথে ভালোবাসার মায়া
কেন এতো পাল্টে যায়?
চাহিদার সাথে সম্পর্কের বাঁধন
কেন এমন বদলে যায়?

বাস্তবতার নির্মম সমীকরণে উপলব্ধি
হচ্ছে প্রতিনিয়ত, নিথর নিশ্চল
সময়ের কশাঘাতে হৃদয়ের অনুভূতি
হচ্ছে প্রতিনিয়ত, দুরূহ কঠিন।

সময়ের সাথে জীবনের ফলাফল
কেন এতো পাল্টে যায়?
কল্পনার সাথে ভালোবাসার যোগফল
কেন এমন বদলে যায়?

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||