আবেগের কবিতা || আমি খুঁজি তোমায় || Original Poetry by @hafizullah

hafizullah -

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও এবারের আবহাওয়াটা একটু ভিন্ন এবং চারপাশের মানুষগুলো খুব দ্রুত অসুস্থতার থাবায় আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা এবং যত্নশীলতা এই মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারন এই মুহুর্তে সবচেয়ে বেশী আতংক ছড়াচ্ছে ডেঙ্গুজনিত সমস্যা, আর এটা শুধুমাত্র আমাদের অসচেতনতার ফল। পরিবেশ সম্পর্কে উদাসিনতা এবং অনেক ক্ষেত্রে নিজেদের খামখেয়ালিপনা আমাদের আরো বেশী অসুস্থতার দিকে ধাবিত করছে।

যদিও এগুলো কমন কথা এবং আমরা সবাই খুবই ভালো বুঝি কিন্তু সমস্যা হলো আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি না। আফসোস এর বিষয়টি হলো আমাদের উপলব্ধি আমাদের কার্যকর সক্ষমতা প্রকাশে উৎসাহ যোগাতে পারে না। যাইহোক, সবাই যার যার অবস্থানে নিরাপদ ও সুস্থ থাকেন এই প্রার্থনা করছি। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, হৃদয়ের আবেগের সাথে ভালোবাসার মানুষের কল্পনা এবং হৃদয়ের বিষন্নতায় তাকে কাছে পাওয়ার বিমল আকুলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে। যথারীতি আশা করছি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি-

হৃদয়ের বিষন্নতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের শীতলতায় আমি খুঁজি তোমায়,
তোমার ভাবনায় হৃদয়ে অস্থিরতা বাড়ে
তোমার স্পর্শতায় হৃদয়ে উষ্ণতা ফিরে।

হৃদয়ের চঞ্চলতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের উদ্দীপনায় আমি খুঁজি তোমায়,
তোমার কল্পনায় হৃদয়ে চঞ্চলতা বাড়ে
তোমার মুগ্ধতায় হৃদয়ে উষ্ণতা ফিরে।

হৃদয়ের নিস্তব্ধতায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের নির্জীবতায় আমি খুঁজি তোমায়,
তোমার শুন্যতায় হৃদয়ে নীরবতা বাড়ে
তোমার কণ্ঠস্বরে হৃদয়ে উষ্ণতা ফিরে।

হৃদয়ের ছায়ায় আমি খুঁজি তোমায়
হৃদয়ের মমতায় আমি খুঁজি তোমায়,
তোমার মায়ায় হৃদয়ে স্পন্দন বাড়ে
তোমার কায়ায় হৃদয়ে প্রশান্তি ফিরে।

তুমি থাকো হৃদয়ের বিমল সীমানায়
সময়ে-অসময়ে হৃদয়ে চঞ্চলতা ছড়াও,
তুমি থাকো হৃদয়ের স্বপ্নিল ভাবনায়
দিনে-রাতে হৃদয়ে পরমানন্দ বাড়াও।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||