২০০ স্টিম পাওয়ার আপ || টার্গেট ১০ মাসে ১০,৫০০ স্টিম পাওয়ার আপ

hafizullah -



হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে বেশ কিছুটা চাপের মাঝে আছি। আসলে মাঝে মাঝে সব কিছু যেমন খুব সহজ মনে হয় আবার মাঝে মাঝে অনেক কিছুই অনেক বেশী কঠিন মনে হয়। বাস্তবতা হলো পরিস্থিতি মাঝে মাঝে আমাদের যেমন খুব বেশী সাহসী করে তোলে ঠিক তেমনি মাঝে মাঝে আবার খুব বেশী ভীত করে দেয়। এটা সময় এবং পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করে থাকে।

যাইহোক, আইসিএবি কর্তৃক অডিটের কারনে বেশ চাপের মাঝে পড়ে গেছি আমি, সুতারাং অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত আমার চাপ কমবে না। বেশী সমস্যা হয়েছে আগামী এক তারিখে আবার অফিসে ইফতার মাহফিল। যেহেতু সবচেয়ে পুরনো কর্মী আমি, সেহেতু সবাইকে আমন্ত্রন জানানোর দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। সবাইকে ফোন করা, উপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করা এবং তারপর আয়োজনের বিষয়ে সার্বিক প্রস্তুতি নেয়া। বুঝতেই পারছেন দুটো বিষয়ের সম্মিলিত প্রেসারে আমার অবস্থা বেশ কাহিল।

আজকে অবশ্য পাওয়ার আপ করবো, যদিও আরো একদিন আগে করার কথা ছিলো। যেহেতু একটু চাপের মাঝে রয়েছি সেহেতু সময় বের করতে পারি নাই। আজকে অবশ্য পাওয়ার আপ করার পরিমানটা একটু বৃদ্ধি করেছি। প্রতি সপ্তাহেই চেষ্টা করবো এমাউন্টের পরিমানটা একটু একটু করে বৃদ্ধি করার। তাই আজকে পাওয়ার আপ করেছি দুইশত স্টিম। সক্ষমতা বৃদ্ধি এবং টার্গের পূরণের দিকে এগিয়ে যাওয়ার আরো একটা ধাপ অতিক্রম করলাম আজ। চলুন দেখে নেই ধাপগুলো-


পাওয়ার আপ করার পূর্বে আমার ছিলো- ২৮,১৩৬ স্টিম পাওয়ার।


ওয়ালেট থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করেছি।


পাওয়ার আপ এমাউন্টের জায়গায় ২০০ স্টিম বসিয়েছি।


এরপর পাসওয়ার্ড বসিয়ে সেটা সম্পন্ন করেছি।


পাওয়ার আপ করার পর আমার হয়েছে- ২৮,৩৩৬ স্টিম পাওয়ার।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||