১২৫০ স্টিম পাওয়ার আপ || টার্গেট ১০,৫০০ স্টিম পাওয়ার আপ

hafizullah -

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এখনো ভালো আছি, তবে যে অবস্থায় অফিসে যাচ্ছি এবং অফিস হতে ফিরে আসছি, তাতে কতটা সময় ভালো ও সুস্থ থাকতে পারবো সেটা নিয়ে সন্দেহ আছে। বিশেষ করে আমাদের দেশের বাসগুলোর অবস্থা যেমন খারাপ ঠিক তেমনি সড়কগুলোর ট্রাফিক অবস্থাও নাজুক। বাসের তুলনায় যেমন সীট সংখ্যা বেশী ঠিক তেমনি ফাঁকা জায়গার তুলনায় যাত্রীর উপস্থিতি বেশী। আবার অন্যদিকে চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম, কারন বাসের সংখ্যা কম না রাখলে যাত্রী বেশী পাওয়া যাবে না এবং তাতে মালিকের অধিক মুনাফা নিশ্চিত হবে না। সুতরাং বুঝতেই পারছেন, আমাদের সমস্যার মূল কতটা গভীরে।

আসলে আমরা সবটা জানি এবং বুঝি কিন্তু তারপরও কিছুই বলতে পারি না, কারন প্রশাসনও অনেকটা মুনাফার লোভে বন্দি, যার কারনে সাধারণ যাত্রীর সুবিধার কথা চিন্তা না করে মালিক পক্ষের লাভের হিসেব নিয়ে বেশী চিন্তিত থাকে। সকালে যখন অফিসে যাওয়ার উদ্দেশ্যে পাবলিক বাসে উঠি, তখন মনে হয় আগুনের গোলার মাঝে প্রবেশ করছি, প্রকৃতির উষ্ণতার চেয়ে মানুষের উপস্থিতির তাপমাত্রা তখন বেশী অনুভূত হয়। কিন্তু ঐ যে কিছুই করার নেই আমাদের, এসব নিরবে সহ্য করে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ হয়তো মানিয়ে নেয়ার চেষ্টা করে যাবো।

যাইহোক, আজকে আবারো পাওয়ার আপ পোষ্ট করবো এবং নিজের টার্গেট পূরনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ১০৫০০ স্টিম পাওয়ার আপ করার টার্গেট নিয়ে যাত্রা শুরু করেছি, এখন পর্যন্ত অনেকটাই এগিয়েছি। ইতিমধ্যে ৫টি পোষ্ট করার মাধ্যমে ৬৭৫০ স্টিম পাওয়ার আপ করেছি আর আজকে নতুন করে ১২৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে মোট পাওয়ার আপ হলো ৮০০০ স্টিম । আর খুব বেশী দূরে নেই আমার টার্গেট হতে, খুব দ্রতই আশা করছি নিজের টার্গেট পূরণ করতে পারবো। তবুও দেখা যাক কতটা সময় লাগে, কারন এখন তো আবার এসবিডি প্রিন্ট আউট বন্ধ আছে। চলুন তাহলে আজকের পাওয়ার আপ এর ধাপগুলো দেখে আসি-

পাওয়ার আপ করার পূর্বে আমার ছিলো- 35,796 স্টিম পাওয়ার।

ওয়ালেট থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করেছি।

পাওয়ার আপ এমাউন্টের জায়গায় 1250 স্টিম বসিয়েছি।

এরপর পাসওয়ার্ড বসিয়ে সেটা নিশ্চিত করেছি।

পাওয়ার আপ করার পর আমার হয়েছে- 37,046 স্টিম পাওয়ার।


ধন্যবাদ সবাইকে।
@hafizullah



আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||