স্বরচিত কবিতা: "বাগিচা"

green015 -

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কিন্তু আমি ভালো নেই।গতকাল থেকেই একটু অসুস্থতাবোধ করছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।


সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি কল্পনার মানুষকে নিয়ে লেখা হয়েছে।যেখানে প্রত্যেকেই তার প্রিয় মানুষকে জায়গা করে দেয় মনের বাগানে।যে বাগানে ভ্রমর গুঞ্জন করে বারেবারে আর এদিকওদিক উড়ে বেড়ায়।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

বাগিচা


@green015

তুমি স্বপ্নের কান্ডারি
ফুলের বাগিচায় অনন্য হয়ে,
তুমি রচনা করো কাব্য--
ভাষার জগতে সুস্বাগতম তোমায়।
পৃথিবী গোলকধাঁধার মায়ায় পরিপূর্ণ
এই জগৎ খুবই হিংস্র আর লাজুক বড্ড,
সুরের অগ্নিময় স্ফুলিঙ্গ--
ভাস্কর্যের নিদারুণ মহিমায় বিস্মৃত।
তুমি বিষণ্নতায় ভরপুর
কঠিন মায়ার যন্ত্রণায় দিবানিশি,
অফুরন্ত এই হৃদয়ের জড়ো ভালোবাসাগুলি
আঁকিবুকি আর কাটাকাটির ছন্দময় তুলি।
সাগরের নীল ঢেউয়ে ভেসে চলে
পারমিতাদের সব স্মৃতিগুলো,
তুমি ভ্রমর হয়ে গুঞ্জন তুলো--
প্রতিবাদী আন্দোলনের নেতা হয়ে।
ঠকঠক করা দরজার কাছে
কখনো মলিন হাওয়া বইয়ে চলে,
তুমি অনাবিল থেকো--
আমার মন বাগিচার জন্য।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।


আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।