বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।
সোর্স
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে নানা সমস্যাকে ঘিরে।আসলে এই জীবনে সমস্যার অন্ত নেই।নানা সমস্যা দিয়েই মানুষের জীবন ঘেরা রয়েছে।সব সমস্যা কাটিয়ে তবেই সামনের পথ চলা শুরু।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
@green015
তুমি ভোরের দরজা খুলে দেখো
হেয়ালিপনা সেখানে কড়া নাড়ছে,
ফাগুন হাওয়ারা অকপটে লিখে চলেছে
উত্তর হতে দক্ষিণের কল্পকথা,
তুমি সুরের ছন্দে ভেসে বেড়াও
পুঁথিগত বিদ্যার সন্ধানে।
হেঁয়ালিগুলি শীতের মতো আগড়ে ধরে
জীবনের পরতে পরতে গভীরভাবে,
কেউ উঠে দাঁড়ায় সমুদ্রে
কেউ তলিয়ে যায় ঢেউয়ের মাঝে,
আমি পথ খুঁজি দৈনন্দিন জীবনে
নিয়মিত বেড়াজালের গন্ডি পেরিয়ে।
দিনের লড়াইয়ে কখনো বাক্যহীনে
পথ চলার এক সুবিশাল পার্থক্য খুঁজে,
শব্দ চয়নের এই সন্ধিবিচ্ছেদে
হেঁয়ালিপনা বাসা বাঁধে,
পাশ থেকে সরে যাওয়া কচুরিপানাগুলি
আবারো জড়ো হয় ধূমকেতুর মতো।।
শ্রেণী | কবিতা |
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি
@green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।