New to Nutbox?

Diy- "ফড়িং এর লিফ আর্ট"

17 comments

green015
75
3 days agoSteemit3 min read

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- ফড়িং এর লিফ আর্ট:

GridArt_20241216_005834925.jpg

IMG_20241221_080839.jpg

অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একটি diy তৈরি করার।গাছের পাতা দিয়ে যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি আগেও গাছের পাতা দিয়ে কয়েকটি diy তৈরি করেছি।যেটার মাধ্যমে আমি বেশ উৎসাহমূলক সাড়া পেয়েছি।তাই আবারো আজ একটি পাতার কাজ নিয়ে হাজির হলাম।আজ ফড়িং এর diy তৈরি করেছি,এগুলোকে পাতা দিয়ে তৈরি এক ধরনের আর্টও বলা চলে।কারন পাতা দিয়ে কোনো কিছুর আকৃতি এতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।ঠিক যেমন রং-তুলি কিংবা কলমের কালিতে কোনো প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব তেমনই।যাইহোক এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে পাতা কাটতে হয়।এটি তৈরি করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আর্টটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20241221_080822.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গাছের পাতা এবং
2.কেচি

IMG_20241221_080457.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20241221_080516.jpg
প্রথমে আমি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিলাম।এখানে আমি জবা ফুলের একটি পাতা নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20241221_080533.jpg
এরপর আমি একটি কেচির সাহায্যে পাতার মাঝবরাবর ডাটি কেটে নিলাম লম্বা করে।এরপর ফড়িং এর বডি তৈরি করে নেব, মাথার দিকে হালকা মোটা রেখে তার নিচে সামান্য কাটিং করে এবং নিচের দিকে সরু করে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20241221_080546.jpg
এখন একটি কেচির সাহায্যে বড় পাতাটির মাঝবরাবর কেটে আলাদা করে নেব।

ধাপঃ 4

IMG_20241221_080558.jpg
এখন কেটে নেওয়া পাতাগুলো আবারো নিচের দিকে কেটে চার খন্ড করে নিলাম।এরপর বড় খণ্ডগুলি একপাশে সরু ও অন্যপাশে গোল আকৃতি করে কেটে নিলাম ফড়িং এর বড় ডানা তৈরির জন্য।

ধাপঃ 5

IMG_20241221_080610.jpg
এরপর ওই বড়খন্ডগুলি কেটে ফড়িং এর ডানা তৈরি করে নিলাম,এখন বড় ডানা দুটি ফড়িং এর বডির উপর দুইপাশে সমানভাবে সেট করে নিলাম।

ধাপঃ 6

IMG_20241221_080619.jpg
এবারে পাতার আরো দুটি ছোট খন্ড নিয়ে একইভাবে কেটে নিয়ে দুটি ডানা তৈরি করে নিলাম ছোট সাইজের।

ধাপঃ 7

IMG_20241221_080631.jpg
এখন ছোট সাইজের ডানা দুটি ফড়িং এর বড় ডানাগুলির নীচে একটু দূরত্বে সমানভাবে সেট করে নেব বডির দুইপাশে।

শেষ ধাপঃ

IMG_20241221_080652.jpg
সবশেষে পাতা থেকে চিকন দুটি অংশ কেচির সাহায্যে সূক্ষ্মভাবে কেটে নিয়ে ফড়িং এর মাথার উপর সেট করে নিলাম।

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20241221_080734.jpg

IMG_20241221_080803.jpg

IMG_20241221_080710.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "ফড়িং এর লিফ আর্ট।"এই আর্টগুলি দেখতে খুবই সুন্দর লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।


আশা করি আমার আজকের লিফ আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীলিফ আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Comments

Sort byBest