DIY - এসো নিজে করি : জল রঙের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

gorllara -

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি পেইন্টিং নিয়ে। আমি পেইন্টিং করতে এবং আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে পেন্টিং শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জল রঙের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই পেইন্টিং ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো পেইন্টিং আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

উপকরণ:



আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

প্রথম ধাপে আমি পেপার এর মধ্যে জলরঙের বিভিন্ন রং দিয়ে উপর থেকে পেইন্টিং করি। এমনভাবে রংগুলো ব্যবহার করি যেন সবগুলো কালারের রং একসাথে মিশে যায়।




ধাপ - 2

এরপর আমি আরো কিছু কালার যুক্ত করি সেগুলো সাথে এবং পেজের মাঝখান পর্যন্ত আমি রঙ করতে থাকি ব্রাশ এর মাধ্যমে।




ধাপ - 3

এরপর আস্তে আস্তে পুরো পেইজটি আমি সম্পন্ন করি বিভিন্ন রং এর সংমিশ্রণে এবং খুবই সাবধানতার সাথে। রঙ গুলো এমন ভাবে আমি দিয়েছি যেন সবগুলো রঙের মিশ্রণ খুব ভালোভাবে হয় কোনটিকে দূর থেকে দেখলে খারাপ না লাগে।




ধাপ - 4

এরপর গোল চাকার মত একটি অংশ আর্ট করি পেজের উপরের দিকে বাম পাশে। তারপর সেগুলোর মধ্যে মার্কার পেন এর মাধ্যমে হালকা করে একটু ডিজাইন করি।




ধাপ - 5

এরপর গোলাকার বৃত্তটির ভিতরের পুরো অংশটুকু কালো কালারের পেন দিয়ে ডিজাইন করলাম। তারপর সেখান থেকে বিভিন্ন কালারের পাতা বের করলাম। দেখে মনে হচ্ছে অনেকটা মেয়েদের কানের দুলের মত।




ধাপ - 6

এরপর অনেকগুলো পাতার আর্ট করলাম এবং সেগুলোতে বিভিন্ন কালারের রং করলাম। তারপর পেইন্টিং এর সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য সে গোলাকার বৃত্তটির সাথে পাখি যুক্ত করে দিলাম।




ধাপ - 7

এরপর অনেকগুলো পাখি অংকন করলাম এবং সবগুলো কালার দিলাম। এরপর কাল মার্কার পেন দিয়ে সবগুলোকে ভালোভাবে আবার দাগ টেনে দিলাম এভাবেই শেষ করলাম আমি আমার পেইন্টিং এর কাজ।




শেষ ধাপ







আমার পেইন্টিং এর সাথে আমার ছবি



#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 16 সেপ্টেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

Cc :
@rme
@hafizullah
@amarbanglablog
@steemchiller

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara