New to Nutbox?

এলোমেলো ফটোগ্রাফি 📸 ৷৷ আমার বাংলা ব্লগ

9 comments

gopiray
69
22 days agoSteemit4 min read

আজ ১১ই, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240424_083929.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।


সুপ্রিয় , আমার ব্লগের সকল ব্লগার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । যদিও বা বর্তমানে সময়টা বেশ গরমের তীব্রতার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ প্রায় প্রতিটি জায়গায় তীব্র তাপমাত্রা এতটাই বেশি যে আসলে তা বলে প্রকাশ করার মতো নয়। যা হোক আবহাওয়া যেমনই হোক সেভাবেই আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে এটাই হল প্রথম কথা। এছাড়াও এই গরমে তীব্রতা থেকে বাঁচতে নিজেকে প্রতিনিয়তই সচেতন থাকতে হবে ।বিশেষ করে ছোট বাচ্চাদের । গরমের হাসফাস জীবন যাপন অনেকটাই অতিষ্ঠ করে দিয়েছে । বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই গরম সেই সাথে অধিক তাপমাত্রা।

যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । যেহেতু আমার বাংলা ব্লগ আমার জীবনের নেশার পেশা যাই হোক সবকিছু সাথেই জড়িয়ে নিয়েছি । তাইতো প্রতিনিয়তই ব্যস্ততার ভিড়েও আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে থাকার চেষ্টা করি । আর চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু উপস্থাপন করার । কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই নতুন কিছু । যেখানে একটি ইউজার তার সৃজনশীলতা নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ভিন্ন কিছু কিছু উপস্থাপন করে থাকে। আর এজন্যই সব কমিউনিটির চেয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা । আর যারা সবচেয়ে বড় অবদান আমাদের ফান্ডার দাদার।

যা হোক আজকের ব্লগে একটি এলোমেলো রেনডম ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি । আসলে ফটোগ্রাফি করার মাঝে একটা অন্যরকম ভালোবাসা ভালোলাগা কাজ করে । তাই তো চেষ্টা করি ভালো কিছু দৃশ্য চোখে পড়লে সেটিকে ফটোগ্রাফি করার ।কারণ ফটোগ্রাফি আমার কাছে একটা ভালো লাগার বিষয়বস্তু হিসেবে দাঁড়িয়েছে ।যা হোক আর কথা না বলে চলুন দেখে এসে যাক আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি সেই সাথে বর্ণনা সহ উপস্থাপনা।


ফটোগ্রাফি-০১

IMG_20240424_084037.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

প্রথমত বলবো প্রকৃতির রূপ সৌন্দর্যের কোন শেষ নেই। প্রকৃতি তার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ।তেমনি কিছুদিন আগের তোলা এই ফটোগ্রাফিটি শেষ বিকেলবেলা হালকা মেঘের আচ্ছাদন ।আর ঠিক সেই মুহূর্তের ফটোগ্রাফি।


ফটোগ্রাফি-০২

IMG_20240424_084242.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

নাম না জানা ঘাসফুল বর্তমান সময়ে গ্রামের চারদিকে নানা রকমের ঘাসফুল রয়েছে যেগুলো ফুটে থাকে ।ঠিক এই ফটোগ্রাফিটি ও বাদাম খেতে দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছি,। দেখতে অনেকটা হুবহু ফুলের মতোই ।কিন্তু আসলে এক ধরনের ঘাস জাতীয় ফুল।


ফটোগ্রাফি-০৩

IMG_20240424_084220.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

দুলফির ফুল গ্রামে বসবাস করে তারা নিশ্চয়ই এই ফুলটিকে চিনে থাকবে। কারণ গ্রামের রাস্তাঘাট যেখানে সেখানে এসব দুলফির ফুল অনেক ফুটে থাকে । সাধারণ ছোট্ট জাতীয় ফুলটি দেখতে অনেক সুন্দর আর ভালো লাগে।


ফটোগ্রাফি-০৪

IMG_20240424_083929.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এই ফুলটিকে হয়তো সবাই চিনে থাকবে ।আর যাই হোক আমার কাছে কদম ফুল অনেক ভালো লাগে ।সাদা হলুদ দুইয়ের এর সমন্বয়ে ফুলটি অনেক সৌন্দর্য। সেই সাথেই ফুলের একটা সুন্দর ঘ্রাণ রয়েছে। সেটাও আমার কাছে অনেক ভালো লাগে ।


ফটোগ্রাফি-০৫

IMG_20240424_084133.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

কাঁচা মরিচের ফটোগ্রাফি যদিও এ মরিচ টি রং ধরে গেছে ।অর্থাৎ পাকার রং বর্তমান সময়ে কাঁচা মরিচ খাওয়া গুরুত্বপূর্ণ। কারণ কাঁচা মরিচের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তাই সৃজন অনুযায়ী কাঁচা মরিচ আমাদের সবার খাওয়া উচিত ।তবে আমি রোজ ভাত খাওয়ার সময় কাঁচা মরিচ খেয়ে থাকি।


ফটোগ্রাফি-০৬

IMG20240315175150_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

১৯৫২ সালের ভাষা আন্দোলনের দৃশ্যপট । একমাত্র বাঙালি জাতি ছিল যারা নিজের ভাষার জন্য নিজের মায়ের ভাষার জন্য জীবনের স্বর্গ করেছ । এই দৃশ্যপট বা চিত্র অংকন আমার কলেজের সাথেই লাগানো এই দৃশ্যপট ।তাইতো ফটোগ্রাফি করেছিলাম।




তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂


বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Comments

Sort byBest