আমার লেখা ছোট ২ টা কবিতা

fxsajol -

থাকোনা তুমি যতই দূরে
চাঁদ কিংবা আকাশ যেমন
দূরে থেকেও কাছে
তুমিও আছো তেমনি বুকের ভিতর।
থাকোনা তুমি যতই দূরে
আঁতর কিংবা ফুলের গন্ধ
যায়না ধরা, তবু কেমন হৃদয় জুড়ায়
তুমিও তেমনি আছো সবটা জুড়ে।

থাকোনা তুমি যতই দূরে
খোদার আশিস যেমন
দেখতে কি পাই, স্পর্শের বাইরে
তবুও কেমন মাথার ওপর।

গায়ে গা জড়াজড়ি করে নিস্তরঙ্গ জল
শুয়ে আছে সারাটা হ্রদের শরীর জুড়ে!
রোদের আলোর ছটায়' বিকিরণ বিভা
জলের অতলে কি জাগায় কোন উত্তাপ!

প্রিয় পুরুষের মোহন স্পর্শে যেমন জাগে
প্রেমাতুর রমণী; মধ্যরাত্রিতে,
জলছুঁয়ে তেমনই জাগে শাপলা পাঁপড়ি
নির্মল শিহরণে প্রজাপতি উৎসবে পাতে!