New to Nutbox?

আমার সখের ফটোগ্রাফি সাথে ও কবিতা - পর্ব ৭

0 comments

fxsajol
70
16 days agoSteemit2 min read

আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে ৷ মধ্যে অথই শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুখাইছে যেন কি ব্যথারে মূক মাটি ! নিঠুর চাষীরা বুক হতে তার ধানের বসনখানি, কোন্ সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি ! বাতাসের পায়ে বাজে না আজিকে ঝল মল মল গান, মাঠের ধুলায় পাক খেয়ে পড়ে কত যেন হয়ে ম্লান ! সোনার সীতারে হরেছে রাবণ, পল্লীর পথ পরে, মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে ! মাঠে মাঠে কাঁদে কলমীর লতা, কাঁদে মটরের ফুল, এই একা মাঠে কি করিয়া তারা রাখিবেগো জাতি-কুল । লাঙল আজিকে হয়েছে পাগল, কঠিন মাটিরে চিরে, বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে শিরে।

IMG_6622.jpg

আর যেন তার কোন কাজ নাই, অতীত আঁধার গাঙে, ডুবারুর মত ডুবিয়া ডুবিয়া মানিক মুকুতা মাঙে ৷ এতটুকু মান, এতটুকু স্নেহ এতটুকু হাসি খেলা, তারি সাথে সাজু ভাসাইতে চায় কত না সুখের ভেলা! হায় অভাগিনী ! সে ত নাহি জানে আগে যারা ছিল ফুল, তারাই আজিকে ভূজঙ্গ হয়ে দহিছে প্রাণের মূল । যে বাঁশী শুনিয়া ঘুমাইত সাজু, আজি তার কথা স্মরি, দহন নাগের গলা জড়াইয়া একা জাগে বিভাবরী । মনে পড়ে আজ সেই শেষ দিনে রূপার বিদায় বাণী “মোর কথা যদি মনে পড়ে তবে পরিও সিঁদুরখানি।” আরও মনে পড়ে, “দীন দুঃখীর যে ছাড়া ভরসা নাই, সেই আল্লার চরণে আজিকে তোমারে সঁপিয়া যাই ।”

Comments

Sort byBest