ক্যামেরা ও ভয়েস ছাড়াই বানিয়ে ফেলুন ইউটিউব ভিডিও - পার্ট ১

fxsajol -

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা কি টাক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইভ করেছ না করে থাকলে এখনই করে ফেলো নতুন নতুন অসাধারন ভিডিও মিস না করতে চাইলে ধন্যবাদ একটু আগে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা তৈরি করা হয়েছে একটা এরাই টুলস বিজনেস একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমরা এই ভিডিওতে প্রাক্টিক্যাল দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব এর জন্যই বা ফেসবুকের জন্য কিভাবে আপনি এই ধরনের ভিডিও গুলো একদম ফ্রিতে তৈরি করতে পারেন এটা আপনার স্মার্টফোন তৈরি করতে পারবেন আবার চাইলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন সেটা ভালো কথা ভেবে দেখেন যে এই যেমন আমি আপনার সাথে কথা বলছি ঠিক এরকম ভাবেই একটা এআই টুলস এর মাধ্যমে কিন্তু সিমিলার অন্ড আপনি তৈরি করে নিতে পারবেন

কোন রকম কষ্ট আর এখানে করায় লাগছেনা আভিজাত্যের টাকা রিচার্জ করছেন এবং কিছু স্টেপ তাকে নিয়ে দিচ্ছেন সে অটোমেটিক একটা ভিডিও তৈরি করে দিচ্ছে তো ছলনা ভিডিও শুরু করা যায় যে আমাদের আগে একটা.

আসলে আমাদের ভিডিওতে যে মেন ক্যারেক্টার থাকবে সেটা আসলে একই থাকবে ছেলে অথবা মেয়ে বাচ্চা আপুরা যেকোনো ক্যারেক্টার আপেল জুস করতে পারেন এখন করার সবথেকে সহজ উপায় হলো গুগোল গুগোল অ্যাসিস্ট্যান্ট একটা সার্চ করে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন কার্টুন ক্যারেক্টার নিতে পারেন মন চাইলে একটা ছেলে নিতে পারেননি নিতে পারেন


অথবা সুন্দর একটা মেয়ে নিতে পারেন যেটা আপনার মন চায় হিসেবে অফিশিয়াল লেটার তৈরি করে নিতে পারেন মোটামুটি একটু ঝামেলা তো আমরা গুগল থেকে একটা ক্যারেক্টারের নিয়ে নিচ্ছি এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারবে যদি আমি গুগোল থেকে কোন ক্যারেক্টার ছবি নিয়ে কাজ করি তাহলে কি করবে না তারপর একটা কারণ আছে তার কারণ হলো যে আপনি যে ছবিটা নিচে সেই ছবিটা কিন্তু এনিমেশন আকারে ভিডিও হয়ে যাচ্ছে তো সে ক্ষেত্রে এখানে কদরের আসার সম্ভাবনা জিরো পয়েন্টে এক কথায় তো প্রথমে আমাকে একটা চুপ করার জন্য আমি গুগল একটু সার্চ করি আমি বাংলাদেশের যে কোন একটা মডেল ক্যারেক্টার আপাতত নিয়ে নিচ্ছি আপনি আপনার মত যে কোন একটা কাজ করে দিতে পারবে তাকে আমি সার্চ করলাম বিডি কারেক্টর.