ক্রিয়েটিভ রাইটিংঃ ফিরে আসা

fatema001 -

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২৪ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।অনেকদিন থেকে ইচ্ছা করছিল ফিরে আসবো কিন্তু সেই ফিরে আসাটা আর ফিরে আশায় রূপান্তরিত হয়নি। কেনই বা সে ফিরে আসাটা ফিরে আসে রূপান্তরিত হয়নি সেটা আপনারা সকলেই জানেন। এমন একটা পরিস্থিতিতে কোনদিন যে পড়ে যাব সেটা কোন সময় ভাবতে পেরেছিলাম না। প্রথম যেদিন ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেল সেদিন ভেবেছিলাম যে হয়তো বা টেকনিক্যাল কোন সমস্যা কিছু সময় পরেই সেটা সমাধান হয়ে যাবে। পরে জানতে পারলাম সন্ত্রাসীরা নাকি ইন্টারনেটের অফিস গুলো পড়িয়ে দিয়েছে। জানিনা কতটা সত্য কথাটা কিন্তু আমরা দীর্ঘ ৬ থেকে ৭ ইন্টারনেট সংযোগের বাইরে থাকলাম। গত বৃহস্পতিবারে মোবাইলের ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু ওয়াইফাই চালু ছিল। গত বৃহস্পতিবারে সন্ধ্যায় যখন অনেক পোস্ট লিখছিলাম হঠাৎ করে এটার সংযোগ চলে যায় যার কারণে ওই দিনে পোস্ট করার সুযোগ হারিয়ে ফেলেছিলাম। এরই মধ্য দিয়েই টানা কিছুদিনের জন্য হারিয়ে ফেললাম ইন্টারনেটটাকে। এই ইন্টারনেট না থাকার কারণে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেকেই হয়তো বা সময় কাটানোর একমাত্র মাধ্যম তা ও হারিয়ে ফেলেছে এই ইন্টারনেট না থাকার কারণে। যদি এই দিক থেকে আমি কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম কারণ মায়ের বাড়িতে আসার কারণে আমি আগে থেকেই বাড়ি থেকে কিছু নাটক এবং সিনেমা ডাউনলোড করেছিলাম। একদিন তো লক্ষ্য করে দেখলাম আপনাদের ভাইয়া আমার কাছ থেকে এসে সে নাটক সিনেমা নিয়ে গেল কারণ তারও তো সবাই অতিবাহিত করতে হবে। স্কুল ছুটি না থাকার কারণে আপনাদের ভাইয়া আমাদের এখানে ঠিকভাবে থাকার সুযোগ পায় না কিন্তু এবার যেহেতু সবকিছুই ছুটি সবকিছুই বন্ধ তাই সে কয়েকদিন এখানে থেকে গিয়েছেন। এই একটা কারণে ইন্টারনেট এবং সবকিছু বন্ধ থাকার ফলেও আমার ভালো লেগেছে। আমি আবু রায়হান এবং আপনাদের ভাইয়া কয়েকটা দিন সারা দিন একই সাথে সময় অতিবাহিত হওয়ার সুযোগ পেয়েছি যা অন্য কোন সময় আমরা পাইনা।

গত পরশুদিন রাতে টিভিতে দেখলাম যে ওয়াইফাই সংযোগ চালু হবে। কিছুটা দেখার সাথে সাথে আমি পাশের বাড়িতে চলে গেলাম সত্যি চালু হয়েছে কিনা দেখার জন্য। সেখানে যেতেই দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি চালু হয়েছে কিন্তু সেটা খুবই স্লো। যেহেতু আমি গত বৃহস্পতিবারে পুরো পোস্ট লিখে ফেলেছিলাম তাই সেই কয়েক মিনিটের মধ্যেই আমি সেই পোস্ট সাবমিট করার সুযোগ পাই। আমার মনে হয় দীর্ঘ এই বিরতির পরে আমাদের দেশের প্রথম ইউজার হিসেবে এই কমিউনিটি তে ঐদিন আমি পোস্ট করেছিলাম। এসব থেকে বড় কারণ হচ্ছে সেদিন রাতেও মাত্র কয়েক মিনিটের জন্যই ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছিল। আর যেহেতু আমার পোস্ট আগে থেকেই লেখা ছিল তাই সাবমিট করার জন্য খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয়নি।

অবশেষে দীর্ঘ বিরতির পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পেরেছি এর জন্য খুবই ভালো লাগছে। আসলে এই পরিবারটাকে আমরা সকলে কতটা মিস করেছি সেটা আপনারা খুব ভালোভাবেই অনুভব করতে পারছেন।

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy