দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য আর্ট।

fasoniya -

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি দুটো পাখি গাছের ডালে বসে থাকা দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে রং দিয়ে আর্ট করা হয় নাই সেজন্য ভাবলাম আজকে একটা রং দিয়ে আর্ট করি। আর আমি সুন্দর একটি আর্ট করেছি। আজকে দুটো পাখির গাছের ডালে বসে থাকার সুন্দর একটি দৃশ্য আর্ট করেছি। আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে আর্ট করে নিলাম।

ধাপ:-২

এরপর আমি হলুদ রঙের পোস্টার রং নিয়ে নিলাম আর্ট করার জন্য। হলুদ রং দিয়ে কিছু অংশ আর্ট করে নিলাম।

ধাপ:-৩

এরপর আমি কমলা রঙের পোস্টার রং নিয়ে নিলাম আর্ট করার জন্য। কমলা রং দিয়ে কিছু অংশ আর্ট করে নিলাম।

ধাপ:-৪

এরপর আমি লাল রঙ দিয়ে আর্ট করলাম। লাল রং দিয়ে আর্ট করার পর কালো রং দিয়ে আর্ট করে নিয়েছি।

ধাপ:-৫

এরপর আমি কালো রং দিয়ে গাছের ডালগুলো আর্ট করে নিলাম।

ধাপ:-৬

এরপর আমি লাল রঙ দিয়ে গাছে ডালের মধ্যে দুটো পাখি আর্ট করে নিলাম।

ধাপ:-৭

এরপর আমি সাদা রং দিয়ে গাছের ডালের মধ্যে কয়েকটি ফুল আর্ট করে নিলাম।

শেষ ধাপ:-

আর এভাবে আমি আমার আজকের আর্ট টি কমপ্লিট করেছি। আমার আজকের আর্ট কি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।