New to Nutbox?

ডাই:প্লাস্টিকের বয়াম দিয়ে কলমদানি তৈরি।

8 comments

fasoniya
74
10 hours agoSteemit3 min read
হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি প্লাস্টিকের বয়াম দিয়ে কলমদানি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা প্লাস্টিকের বয়াম দিয়ে কলমদানি তৈরি।।

1000046754.jpg

আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। আমি প্লাস্টিকের বয়াম দিয়ে কলমদানি তৈরি করেছি। এর আগেও আমি অনেকগুলো কলমদানি তৈরি করেছিলাম রঙিন কাগজ দিয়ে। কিন্তু সেই কলমদানি গুলো অনেক দিন হয়ে যাওয়ায় দেখতে খুবই খারাপ লাগছিল। সেজন্যে আমি ভাবলাম আবার নতুন করে কলম দানি তৈরি করা যাক। বাজারের কলমদানি গুলো ব্যবহার করতে আমার কাছে একদমই ভালো লাগেনা। নিজের হাতে বিভিন্ন জিনিস ব্যবহার করে কলম দানি তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর আর কিউট লাগে। সেজন্য আমি প্লাস্টিকের বয়াম দিয়ে একটি কলমদানি তৈরি করেছি। আমি প্লাস্টিকের বয়ামের গায়ে ভিন্ন ধরনের একটি আর্ট করে সেটাকে রাঙিয়ে তুলেছি যাতে দেখতে সুন্দরী লাগে। আশা করি আপনাদের কাছেও আমার তৈরি করা এই প্লাস্টিকের কলমদানিটি ভালো লাগবে।

উপকরণ:-
প্লাস্টিকের বয়াম
রং
আর্ট ব্রাশ

1000046763.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি একটি প্লাস্টিকের বয়াম নিয়েছি এবং প্লাস্টিকের এই বয়ামের গায়ে সাদা রং দিয়ে আর্ট করে নিলাম।

1000044728.jpg

1000044729.jpg

ধাপ:-২

রংয়ের প্রথম লেয়ার টি শুকানোর পর আমি আরো একবার সাদা রং দিয়ে দিলাম যাতে রংটা গাঢ় হয়।।

1000046764.jpg

1000046765.jpg

ধাপ:-৩

এরপর আমি লাল রঙ নিয়ে নিলাম এবং আর্ট ব্রাশ দিয়ে প্লাস্টিকের বয়াম টির গায়ে একটি লাভ আর্ট করে নিলাম।

1000046766.jpg

1000046767.jpg

ধাপ:-৪

এরপর একই পদ্ধতিতে আমি প্লাস্টিকের পুরো বয়াম টির মধ্যে অনেকগুলো লাভ আর্ট করে নিয়েছি লাল রং দিয়ে।

1000046768.jpg

1000046769.jpg

ধাপ:-৫

এখন ভিন্ন রকম একটা ডিজাইন করার জন্য আমি একটা কটনবার্ড নিলাম এবং উপরে কটনবার্ড দিয়ে বৃত্ত ডিজাইন করেছি লাল রং দিয়ে ।

1000046775.jpg

ধাপ:-৬

এরপর একই পদ্ধতিতে আমি পুরো ব্যায়ামের মধ্যেও বিভিন্ন জায়গায় বৃত্ত আর্ট করে নিলাম।

1000046773.jpg

1000046774.jpg

শেষ ধাপ:-
আর এভাবেই আমি তৈরি করে নিলাম একটি প্লাস্টিকের বয়াম দিয়ে সুন্দর একটি কলম দানি। এই কলমদানি তৈরি করার প্রতিটি ধাপ এবং পদ্ধতি আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই প্লাস্টিকের বয়াম দিয়ে তৈরি কলমদানিটি ভালো লাগবে।

1000046754.jpg

1000046755.jpg

1000046756.jpg

1000046757.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

1000041574.jpg

Comments

Sort byBest